Snake King Cobra: ঘর না 'সাপের স্বর্গ!' মেঝে খুঁড়তেই মিলল ২৫টি কোবরার বাচ্চা-সহ পূর্ণ বয়স্ক সাপ, সঙ্গে অসংখ্য ডিম...দেখলেই ভয় লাগবে...

Last Updated:

Snake King Cobra: সিওনির এক বাড়ি যেন সাপের স্বর্গতে পরিণত হয়েছে। মেঝের নিচ থেকে একে একে বেরিয়ে আসে ২৫টি কোবরা বাচ্চা ও একটি বড় সাপ। উদ্ধারকারীরা মাটি খুঁড়ে আবিষ্কার করেন ডজনখানেক ডিম, যা দেখে সবাই হতবাক। বিস্তারিত জানুন...

ঘর না 'সাপের স্বর্গ!' মেঝে খুঁড়তেই মিলল ২৫টি কোবরার বাচ্চা-সহ পূর্ণ বয়স্ক সাপ, সঙ্গে অসংখ্য ডিম...দেখলেই ভয় লাগবে...
ঘর না 'সাপের স্বর্গ!' মেঝে খুঁড়তেই মিলল ২৫টি কোবরার বাচ্চা-সহ পূর্ণ বয়স্ক সাপ, সঙ্গে অসংখ্য ডিম...দেখলেই ভয় লাগবে...
সিওনি: সম্প্রতি মধ্যপ্রদেশের সিওনি জেলার একটি বাড়ি যেন সাপের আস্তানা হয়ে উঠেছিল। সাই নগর এলাকার একটি বাড়িতে আচমকা দেখা গেল এক-দু’টি নয়, বরং ২৫টি ছোট কোবরা এবং একটি পূর্ণবয়স্ক বড়ো সাপ।
শুধু তাই নয়, যখন সেই বাড়ির মেঝে খোঁড়া হল, তখন সেখানে পাওয়া গেল অসংখ্য সাপের ডিম, যার মধ্যে কয়েকটির থেকে ইতিমধ্যেই বাচ্চা কোবরা বেরিয়ে গিয়েছে।
advertisement
এই রোমহর্ষক এবং ভীতিকর ঘটনাটি ঘটেছে নন্দু ডহরিয়া নামক এক ব্যক্তির বাড়িতে। প্রথমে বাড়ির বিভিন্ন কোণ থেকে ছোট ছোট সাপ বের হতে দেখা যায়। পরিবারের লোকজন বুঝতে পারেন যে এগুলি বিষাক্ত কোবরা সাপের বাচ্চা। সঙ্গে সঙ্গে তাঁরা স্নেক ক্যাচার প্রভীন তিওয়ারিকে খবর দেন। তিনি ঘটনাস্থলে পৌঁছে অত্যন্ত সাবধানে ২৫টি কোবরা ছানা ও একটি বড়ো সাপকে জীবিত ধরেন।
advertisement
তবে ঘটনাটি এখানেই থেমে যায়নি। তিনি ওই অংশের কাঁচা মেঝে খুঁড়ে দেখেন এবং সেখানে সাপের ডিমের স্তূপ আবিষ্কার করেন, যেখান থেকে কিছু সাপের ছানা ইতিমধ্যেই বেরিয়ে গেছে। এই দৃশ্য দেখে স্নেক ক্যাচার নিজেও হতবাক হয়ে যান।
advertisement
পুরো রেসকিউ অপারেশনের ভিডিও পরিবারের সদস্যরা রেকর্ড করেন, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আশ্চর্যের বিষয়, এতগুলো বিষাক্ত সাপ থাকা সত্ত্বেও কারও কোনো ক্ষতি হয়নি। প্রভীন তিওয়ারির সতর্কতা ও অভিজ্ঞতার ফলে তিনি সমস্ত সাপ ও ডিম সুরক্ষিতভাবে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেন।
advertisement
এই ঘটনাটি শুধুমাত্র চমকে দেওয়ার মতোই নয়, বরং এটি ইঙ্গিত দেয় যে, মানব বসতিতে সাপের প্রবেশ কতটা বিপজ্জনক হতে পারে। পাশাপাশি, সাপ উদ্ধারকারীদের দ্রুত বুদ্ধি ও তৎপরতা বড়ো বিপদ এড়াতে কিভাবে সহায়তা করতে পারে, এই ঘটনাই তার প্রকৃষ্ট উদাহরণ।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Snake King Cobra: ঘর না 'সাপের স্বর্গ!' মেঝে খুঁড়তেই মিলল ২৫টি কোবরার বাচ্চা-সহ পূর্ণ বয়স্ক সাপ, সঙ্গে অসংখ্য ডিম...দেখলেই ভয় লাগবে...
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement