Dog Lick Death: কেটে যাওয়া জায়গায় চেটে দিয়েছিল বাড়ির পোষা কুকুর! প্রাণ হারাতে হল ৮৩-এর বৃদ্ধার...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Dog Lick Death: নাতনির কুকুরের চাটায় এক ৮৩ বছর বয়সী ব্রিটিশ বৃদ্ধার সেপসিসে মৃত্যু হয়েছে। এই ঘটনা পোষা প্রাণীর লালা থেকে সংক্রমণের বিপদ তুলে ধরেছে, বিশেষত দুর্বলদের জন্য...বিস্তারিত জানুন...
নরফোক: নরফোকের ৮৩ বছর বয়সী জোন ব্যাক্সটার। স্বাধীনচেতা এবং দৃঢ়প্রতিজ্ঞ হলেও, বার্ধক্য তাকে অনেকটাই দুর্বল করে দিয়েছিল। গত ২৯শে জুন, নিজের বাড়িতে একটি কমোড ব্যবহার করার সময় তাঁর পায়ে একটি ছোট আঘাত লাগে। কে জানত, এই সামান্য আঘাতই শেষ পর্যন্ত তাঁর জীবন কেড়ে নেবে? এই মর্মস্পর্শী ঘটনার বিস্তারিত তথ্য সম্প্রতি নরফোক করোনার আদালতে উপস্থাপিত হয়েছে।
জোন ব্যাক্সটারের পায়ে আঘাত লাগার কিছুক্ষণ পরেই তার নাতনির পোষা কুকুরটি সেই খোলা ক্ষতটি চেটে দেয়। কুকুরটির প্রতি ভালোবাসা হয়তো তাকে এই বিষয়ে সচেতন হতে দেয়নি। কিন্তু এই এক চাটাই-ই কাল হয়ে দাঁড়াল। কুকুরের মুখের লালায় সাধারণত পাসচারেল্লা মালটোসিডা (Pasteurella multocida) নামক এক ধরনের ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়া জোন ব্যাক্সটারের ক্ষতের মাধ্যমে তার শরীরে প্রবেশ করে দ্রুত ছড়িয়ে পড়ে।
advertisement
advertisement
আঘাত লাগার পরদিন জোন ব্যাক্সটারের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তাকে দ্রুত নরফোক এবং নরউইচ ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়। রক্ত পরীক্ষায় পাসচারেল্লা মালটোসিডার উপস্থিতি নিশ্চিত হয়। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেন তাকে বাঁচানোর জন্য। কিন্তু শরীরের দুর্বলতা এবং পূর্ব বিদ্যমান কিডনি, লিভার ও হার্টের সমস্যা তাকে সেপসিসের (sepsis) মতো মারাত্মক সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার শক্তি দেয়নি। ৭ই জুলাই, এই ব্যাকটেরিয়া সংক্রমণের ফলেই তিনি মারা যান।
advertisement
করোনার জোহানা থম্পসন আনুষ্ঠানিকভাবে এই মৃত্যুকে একটি আকস্মিক মৃত্যু (accidental death) হিসেবে নথিভুক্ত করেছেন। জোন ব্যাক্সটারের নাতনি ক্যাটলান অ্যালিন, যিনি তার প্রধান পরিচর্যাকারী ছিলেন, আঘাত লাগার পর সেখানে পৌঁছেছিলেন এবং তার চোখের সামনেই কুকুরটি ক্ষতটি চেটেছিল।
advertisement
এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে, পোষা প্রাণীর প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও, তাদের থেকে সৃষ্ট সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে আমাদের সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে যখন পরিবারের বয়স্ক বা অসুস্থ সদস্যরা থাকেন, তখন ছোটখাটো আঘাত বা ক্ষত সম্পর্কে অত্যন্ত যত্নশীল হওয়া উচিত। এই দুঃখজনক ঘটনাটি পরিবারে এক গভীর শোকের ছায়া ফেলেছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 23, 2025 7:23 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Dog Lick Death: কেটে যাওয়া জায়গায় চেটে দিয়েছিল বাড়ির পোষা কুকুর! প্রাণ হারাতে হল ৮৩-এর বৃদ্ধার...