Khudiram Bose - History: ক্ষুদিরাম বসু কোন স্কুলে পড়তেন জানেন? ১৯০ বছরের বিদ্যালয়ের ইতিহাস চমকে দেবে
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Khudiram Bose - History: এই বিদ্যালয় সাক্ষী থেকেছে নানা ঘটনার, নানা অত্যাচারের! এই স্কুলেই পড়তেন বাংলার ক্ষুদিরাম বসু-সহ অনেকেই! জানুন
পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর অত্যন্ত গর্বের এবং গৌরবের জেলা। এই জেলাই পথ দেখিয়েছিল ভারতের সশস্ত্র সংগ্রামের। চোখে আঙুল দিয়ে উচিত শিক্ষা দিয়েছিল বাংলাকে শাসন করতে আসা তিন অত্যাচারী ব্রিটিশ শাসককে। পরপর তিন জনকে হত্যা করেছিল বাংলার দামাল ছেলেরা। অবিভক্ত মেদিনীপুরের একাধিক যুবক-যুবতী অংশ নিয়েছিল স্বাধীনতার সংগ্রামে। বিদ্যালয় জীবন থেকেই তাদের হাতে খড়ি হয়েছিল আন্দোলনে। মেদিনীপুরে জন্মেছিলেন বিপ্লবী সত্যেন্দ্রনাথ বোস, ক্ষুদিরাম বসু, থেকে বহু বিপ্লবী। তবে জানেন ঐতিহ্যের মেদিনীপুর কলেজিয়েট স্কুলে কোন কোন বিপ্লবী পড়াশোনা করেছেন? কাদের স্মৃতিধন্য এই পুরানো বিদ্যালয় প্রাঙ্গণ? জানুন এই বিদ্যালয়ের সঙ্গে স্বাধীনতার এক গৌরবময় ইতিহাস সম্পর্কে।
বাংলার পরতে পরতে রয়েছে নানান ইতিহাস। তেমনই মেদিনীপুর বহন করে চলেছে বিপ্লবের প্রতিটি দিনের কথা। দেশকে স্বাধীন করতে এগিয়ে এসেছিল বাংলার যুবকেরা। ক্ষুদিরাম বসু, যিনি অল্প বয়সে নিজের জীবন বলিদান দিয়েছিলেন দেশকে স্বাধীন করতে গিয়ে, সত্যেন্দ্রনাথ বসু, অনাথ বন্ধু পাঁজা স্বাধীনতা সংগ্রামের প্রথম সারির নেতৃত্ব, তারা পড়েছিলেন মেদিনীপুর শহরের পুরানো এই ঐতিহ্যমন্ডিত বিদ্যালয়ে। ১৮৩৪ সালে মেদিনীপুর সদরে প্রতিষ্ঠিত হয় মেদিনীপুর কলেজিয়েট স্কুল। ব্রিটিশ শাসনকালে মেদিনীপুর শহরে গড়ে ওঠে এই বিদ্যালয়টি, যে বিদ্যালয় জন্ম দিয়েছিল বহু বিপ্লবীকে।
advertisement
advertisement
যা ছিল এককালের বিপ্লবের আঁতুড়ঘর। প্রধান শিক্ষক হিসেবে রাজনারায়ণ বসুর ভূমিকা ছিল অনস্বীকার্য। তবে ব্রিটিশ শাসনকালে শুধু ছাত্ররা নয় এই বিদ্যালয়ের শিক্ষকেরাও অংশ নিয়েছিল স্বাধীনতা সংগ্রামে। এই বিদ্যালয়ে যেমন ক্ষুদিরাম বসু, অনাথ বন্ধু পাঁজার মত ছাত্ররা পড়াশোনা করেছেন তেমনই এই বিদ্যালয়ের শিক্ষকতা করেছেন হেমচন্দ্র কানুনগো, জ্ঞানেন্দ্রনাথ বসু, প্যারিলাল বসুর মতো বিপ্লবীরা। শুধু তাই নয়, ক্ষুদিরাম বসুর রাজনৈতিক গুরু সত্যেন্দ্রনাথ বসু ছিলেন এই স্কুলের প্রাক্তন ছাত্র এবং শিক্ষকও।
advertisement
তবে এই বিদ্যালয়ের সাক্ষী থেকেছে নানা ঘটনার, নানা অত্যাচারের, সংগ্রামের নানা দিনের। বিদ্যালয়ের মধ্যে বিপ্লবী বিমল দাশগুপ্ত এবং জ্যোতি জীবন ঘোষ গুলি করে হত্যা করে অত্যাচারী জেলা শাসক জেমস পেডিকে। স্বাভাবিকভাবে ১৯০ বছর অতিক্রান্ত এই ঐতিহ্যের বিদ্যালয় বহন করে চলেছে নানা স্মৃতি। প্রতিষ্ঠা থেকে প্রায় ১০০ বছরেরও বেশি সময় ধরে লালিতপালিত করেছে স্বাধীনতা সংগ্রামকে।
advertisement
রঞ্জন চন্দ
Location :
Kolkata,West Bengal
First Published :
January 28, 2025 9:02 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Khudiram Bose - History: ক্ষুদিরাম বসু কোন স্কুলে পড়তেন জানেন? ১৯০ বছরের বিদ্যালয়ের ইতিহাস চমকে দেবে