Viral News: মেদিনীপুরের এই পরিবারে যা ঘটল, জানলে চমকে যাবেন! বিরাট সাহসী সিদ্ধান্ত
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Viral News: প্রত্যন্ত গ্রামের সামান্য কৃষক পরিবার। সাদামাটা পরিবারে এমন এক সাহসী সিদ্ধান্ত চমকে দিয়েছে সকলকে! জানুন
পশ্চিম মেদিনীপুর: ঘরে ঢুকতে আর সামান্য পথ বাকি ছিল। তবে মর্মান্তিক পথ দুর্ঘটনা প্রাণ কেড়ে নেয় তাঁর। এক সপ্তাহের অসম লড়াইয়ে অবশেষে হার মানতে হয়। তবে তিনি মরেও বেঁচে রইলেন। মৃত্যু হল একজনের তবে পুনর্জন্ম পেল বেশ কয়েকজন। তিনি একটা পরিবার থেকে বিদায় নিলেও বেশ কয়েকটি পরিবারের তিনি মধ্যমণি হয়ে রইলেন। ডাক্তার দেখিয়ে স্বামীর সঙ্গেই বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ি থেকে সামান্য কিছুটা দূরে অসাবধানতাবশত বাইক থেকে পড়ে গুরুতর আহত হন এক মহিলা।
তৎক্ষণাৎ তাকে সবং গ্রামীণ হাসপাতাল, পরে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অবস্থার অবনতি হলে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভরতিকরা হয় তাকে। সেখানে হয় অস্ত্রোপচার, তবে প্রায় এক সপ্তাহের লড়াইয়ে অবশেষে হার মানলেন তিনি। তবে এরপর পরিবার যা সিদ্ধান্ত নিল, তা সমাজের কাছে দৃষ্টান্ত। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় থেকে এমন এক সাহসী সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন সকলে।
advertisement
মায়ের মৃত্যু হয়েছে পথ দুর্ঘটনায়। কলকাতার এসএসকেএম-এ ট্রমা কেয়ার ইউনিটে ভরতি থাকা এই মহিলার ব্রেন ডেথ হওয়ার পর পরিবার সিদ্ধান্ত নেয় অঙ্গদানের। চিকিৎসকদের পরামর্শ মত প্রত্যন্ত গ্রামীণ এলাকার এই পরিবার মৃত মহিলার অঙ্গদান করার সিদ্ধান্ত নেয়। অবশেষে সেই প্রক্রিয়ার পর মৃত ওই মহিলার কর্নিয়া, কিডনি, লিভার সহ একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গ প্রতিস্থাপন করা হয় অন্যের শরীরে। হয়ত তিনি তার পরিবারকে ছেড়ে চিরতরে বিদায় নিয়েছেন, তবে বেঁচে রইলেন বেশ কয়েকজনের শরীরে। তিনি মরেও যেন মানুষের পাশে গিয়ে দাঁড়ালেন।
advertisement
advertisement
চলতি মাসের ১২ জানুয়ারি, স্বামীর সঙ্গে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে বাইক থেকে পড়ে গুরুতর আহত হন। তবে এক সপ্তাহর চিকিৎসা এবং লড়াইয়ে তিনি পরাজিত হন। ব্রেন ডেথ ঘোষণা হওয়ার পর ১৯ জানুয়ারি পরিবার অঙ্গদানের সিদ্ধান্ত নেয়। কলকাতার এসএসকেএম-এ হয় সেই প্রক্রিয়া। বেশ কয়েকটি হাসপাতালে একাধিক রোগীদের দেওয়া হয় অঙ্গ। একদিকে যেমন শহর কলকাতা এক অঙ্গদানের সাক্ষী রইল, তেমনই জেলায় দুই পরিবারের এই সাহসী সিদ্ধান্ত। মৃত ওই মহিলার নাম সুজাতা মণ্ডল (৪৭) , বাড়ি পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের সিঁদুরমুড়ি গ্রামে।
advertisement
প্রত্যন্ত গ্রামের সামান্য কৃষক পরিবার। সাদামাটা পরিবারে এমন এক সাহসী সিদ্ধান্ত। চিকিৎসকদের পরামর্শ মত, মরণোত্তর দেহদানের সিদ্ধান্ত স্বামী এবং ছেলের। মনে কষ্ট চেপে রেখে আরও মানুষের প্রাণ বাঁচানোর অঙ্গীকার নিয়ে মায়ের অঙ্গ দান করেন ছেলে। যে গ্রামে এখনও হয়ত শিক্ষার আলো ঠিকমতো পৌঁছায়নি সেই গ্রামেই এক গৃহবধুর মৃত্যু প্রমাণ করল সামাজিক দায়বদ্ধতাকে। মরেও যেন তিনি বেঁচে রইলেন সকলের কাছে, নতুন জীবন দিলেন বেশ কয়েকজনকে।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 28, 2025 8:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral News: মেদিনীপুরের এই পরিবারে যা ঘটল, জানলে চমকে যাবেন! বিরাট সাহসী সিদ্ধান্ত