বলুন তো নাক আর ঠোঁটের মাঝের এই জায়গার নাম কী? ৯৯ শতাংশ মানুষ জানেন না
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
knowledge story Body parts name: আমরা শরীরের অনেক অংশের নাম জানি। আবার অনেক অংশ এমন রয়েছে যেগুলির নাম আমরা জানি না। তবে আমরা শরীরের বিভিন্ন জায়গার যে নামগুলি জানি, সেগুলি কিন্তু ডাক্তারি পরিভাষার থেকে অনেকটাই আলাদা।
কলকাতা: কুইজ মাস্টাররা অনেক সময় এই প্রশ্ন করেন। আর তখন এই প্রশ্নটা উত্তর না জানলে আপনাকে কিন্তু হা করে তাকিয়ে থাকতে হবে।
আমরা শরীরের অনেক অংশের নাম জানি। আবার অনেক অংশ এমন রয়েছে যেগুলির নাম আমরা জানি না। তবে আমরা শরীরের বিভিন্ন জায়গার যে নামগুলি জানি, সেগুলি কিন্তু ডাক্তারি পরিভাষার থেকে অনেকটাই আলাদা।
এই যেমন ধরুন, আমরা যদি বলি নাক আর ঠোঁটের মাঝের জায়গাটির নাম কী? অনেকেই কিন্তু এই উত্তর দিতে পারবেন না। অথচ খুবই চেনা জায়গা। আবার অনেকে আছেন যাঁরা নামটা আগে হয়তো জানতেন, কিন্তু এখন ভুলে গিয়েছেন!
advertisement
advertisement
আরও পড়ুন- পৃথিবীর একমাত্র দেশ, যেখানে একটিও মশা নেই! বলুন তো কোন দেশ? বিশ্বাস হবে তো শুনে!
আজ আমাদের এই প্রতিবেদন নাক ও ঠোঁটের মাঝের সেই জায়গা নিয়েই। অনেক সময় এই প্রশ্নটি বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় জিজ্ঞেস করা হয়। আজ শরীরের এই অংশটির নাম আমরা আপনাদের বলব।
আমাদের চারপাশে এমন অনেক জিনিস আছে যেগুলি আমাদের খুব চেনা, অথচ সেগুলির নাম আমরা জানি না। নাক ও ঠোঁটের মাঝের এই জায়গাটিও সেরকমই। খুব চেনা জায়গা। অথচ সেটার নাম আমরা অনেকেই জানি না।
advertisement
আরও পড়ুন- ১২৪ বছরের জন্মদিন পালন, ১৯০০ সালে জন্ম বিশ্বের প্রবীণতম নাগরিক কি ইনি? শোরগোল
view commentsনাক ও ঠোঁটের মাঝের এই জায়গাটিকে বলা হয়- ফিলট্রাম। শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অংশ।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
April 10, 2024 2:37 PM IST