Worlds Oldest Living Human: ১২৪ বছরের জন্মদিন পালন, ১৯০০ সালে জন্ম বিশ্বের প্রবীণতম নাগরিক কি ইনি? বিশ্বজুড়ে শোরগোল

Last Updated:

Worlds Oldest Living Human: সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ১২৪ বছরের জন্মদিনের ছবি শেয়ার করেছেন মার্সেলিনো আবাদের পরিবার। সুন্দর করে সেজে, মাথায় টুপি পরে কেকের সামনে বসে রয়েছেন তিনি।

বিশ্বের প্রবীণতম পুরুষ ইনি?
বিশ্বের প্রবীণতম পুরুষ ইনি?
লিমা: ১৯০০ সালে জন্ম, বয়স ১২৪ বছর। পেরুর আন্দিজ পর্বতমালায় থাকেন ওই ব্যক্তি, নাম মার্সেলিনো আবাদ। গত ৫ এপ্রিল তিনি তাঁর ১২৪ বছরের জন্মদিন পালন করেছেন। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, মধ্য পেরুর বাসিন্দা এই মার্সেলিনোই বর্তমানে বিশ্বের প্রবীণতম নাগরিক বেঁচে রয়েছেন।
১২ দশক ধরে সুস্থ ভাবে বেঁচে রয়েছেন তিনি। দেখেছেন প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধও। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ১২৪ বছরের জন্মদিনের ছবি শেয়ার করেছেন মার্সেলিনো আবাদের পরিবার। সুন্দর করে সেজে, মাথায় টুপি পরে কেকের সামনে বসে রয়েছেন তিনি। মোমবাতিতে ফুঁ দিয়ে পালন করেছেন জন্মদিন।
আরও পড়ুন: সন্তানের ঠোঁটের ডগায় মিথ্যে কথা? এত মিথ্যে বলার প্রয়োজন পড়ছে কেন আপনার শিশুর, কখনও ভেবেছেন? জানুন
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে পেরু সরকার আবেদন জানিয়েছে তাঁকে বিশ্বের প্রবীণতম নাগরিক হিসেবে শিরোপা দেওয়ার জন্য। আবাদ কী খান নিজেকে সুস্থ রাখার জন্যে? জানা গিয়েছে, ভেড়ার মাংস ও ফল খেতে ভালবাসেন তিনি। এমনিতে শারীরিক ভাবেও সুস্থ রয়েছেন তিনি।
advertisement
advertisement
গিনেস ক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের তরফে জানানো হয়েছে, মার্সেলিনো আবাদের পরিবারের তরফে দেওয়া সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে প্রবীণতম নাগরিকের শিরোপা রয়েছে ব্রিটেনের বাসিন্দা জন টিনিসউডের। তাঁর বয়স ১১১ বছর। যদি মার্সেলিনো আবাদের দেওয়া তথ্য মিলে যায় তবে তিনিই হবে বিশ্বের সবচেয়ে প্রবীণতম মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Worlds Oldest Living Human: ১২৪ বছরের জন্মদিন পালন, ১৯০০ সালে জন্ম বিশ্বের প্রবীণতম নাগরিক কি ইনি? বিশ্বজুড়ে শোরগোল
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement