Dhaka Weather: সবাইকে হারিয়ে দিল ঢাকা, পিছনে পড়ে গেল দিল্লিও! তবে, এ জয় লজ্জার, ভয়ের! যা ঘটল, আঁতকে উঠবেন শুনে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Dhaka Weather: বায়ুদূষণের এই পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার।
ঢাকা: উপমহাদেশে বায়ুদূষণ ক্রমশ লাগামছাড়া হয়ে গিয়েছে অনেকদিনই। নয়াদিল্লি, ঢাকার মতো শহরগুলিতে বায়ুদূষণ মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিনের সকালে বায়ুদূষণে বিশ্বের ১২৬ শহরের মধ্যে শীর্ষে আছে ঢাকা। শুক্রবার সকাল সাড়ে ৮টার সময় ঢাকার বায়ুর মান ছিল ২৬২। বায়ুর এই মানকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। আবার, বিশ্বে বায়ুদূষণে ২১৭ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভারতের রাজধানী দিল্লি।
বায়ুদূষণের এই পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে তথ্য দেয়। সেই সূত্রেই উঠে এসেছে, ছুটির দিনে যানবাহন চলাচল কম থাকলেও ঢাকার বায়ুদূষণের কোনও হেরফের নেই।
আরও পড়ুন: পৃথিবীর একমাত্র প্রাণী, যার দুটি মাথা রয়েছে! বলুন তো, কোন প্রাণী? নামটা শুনেই কিন্তু অবাক হয়ে যাবেন
advertisement
advertisement
গত সোম ও বৃহস্পতিবার (২ ও ৫ ডিসেম্বর) ঢাকার বায়ু ছিল দুর্যোগপূর্ণ পরিমাপের। বায়ুমান ৩০০–এর বেশি হলেই তা দুর্যোগপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। আর পরপর তিন দিন টানা তিন ঘণ্টা করে দূষণ এমনই থাকলে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণার নিয়ম আছে। ঢাকার বায়ুর আজ যে মান, তা যে কোনও মানুষের জন্যই ক্ষতিকর বলে মনে করছেন চিকিৎসকরা। ঢাকার মার্কিন দূতাবাস, পুরান ঢাকার বেচারাম দেউড়ি ও ইস্টার্ন হাউজিং এলাকায় বায়ুর মান সবচেয়ে খারাপ।
advertisement
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হল বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। শুক্রবার ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান মাত্রার চেয়ে ৩৪ শতাংশ বেশি। শুক্রবার ঢাকায় বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে, খোলা স্থানে ব্যায়াম করা যাবে না, ঘরের জানালা বন্ধ রাখতে হবে। এমনই পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।
Location :
Kolkata,West Bengal
First Published :
December 13, 2024 11:52 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Dhaka Weather: সবাইকে হারিয়ে দিল ঢাকা, পিছনে পড়ে গেল দিল্লিও! তবে, এ জয় লজ্জার, ভয়ের! যা ঘটল, আঁতকে উঠবেন শুনে