Dev Adhikari on SIR: দেখালেন পাসপোর্ট, একগুচ্ছ ফর্মে করলেন সই! স্বর্ণময়ী বিদ্যাপীঠে হিয়ারিং-এ হাজির অভিনেতা-সাংসদ দেব
- Reported by:Manash Basak
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
দেব প্রশ্ন তোলেন, এতদিন ধরে তিনি ভোট দিচ্ছেন, তাহলে কি তিনি এই দেশের নাগরিক নন? ঘাটালে তাঁর কনস্টিটিউন্সি থেকে বহু মানুষের ফোন এবং মেসেজ এসেছে। যাঁরা SIR এর নামে আতঙ্কে রয়েছেন।
কলকাতা: তিনি সাংসদ৷ তিনি রুপোলি পর্দার প্রাণ৷ টলিউডের হিরো, দেব৷ দেব ওরফে দীপক অধিকারীকে বাংলার প্রত্যেকটা কোণের মানুষ চেনে৷ সেই দেবকে যখন শুনানিতে ডাকা হল, তা নিয়ে শোরগোল পড়ে গেল গোটা রাজ্যে৷ আজ, বুধবার ছিল সেই শুনানির দিন৷ যাদবপুরের কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠে আজ SIR এর হেয়ারিংয়ে এসেছিলেন অভিনেতা সাংসদ দেব। হিয়ারিং থেকে বেরিয়ে দেব জানালেন ভারতবর্ষ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। দেশের নাগরিক হিসেবে তাঁর যা দায়িত্ব সেটা তিনি পালন করেছেন।
দেব জানান, SIR-এ ডাকা হয়েছিল তিনি নিয়ম মেনে আজ এসেছেন এবং হেয়ারিংয়ে অংশগ্রহণ করেছেন। তাঁকে যা যা ফর্মালিটি করতে বলা হয়েছে তিনি করেছেন।
জানা গিয়েছে, ভিতরে দেব পাসপোর্ট দেখান। বেশ কিছু ফর্মে তাঁকে সই করতে হয়, সই করেন এবং সেই সঙ্গে ছবি তোলা হয়। গোটা পদ্ধতিটাই চলে স্কুলের ভিতরে৷
advertisement
advertisement
দেব জানান, এই শীতের মধ্যে বয়স্ক লোকেদের অত্যন্ত অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাঁর বয়স কম, তাই তাঁর পক্ষে লাইনে দাঁড়িয়ে হিয়ারিং-এ অংশগ্রহণ করা সম্ভব৷ কিন্তু, যাঁরা বয়স্ক মানুষ, যাঁরা আসতে পারছে না, তাঁদের হেনস্থা করা হচ্ছে বলে মনে করেন তিনি৷। নির্বাচন কমিশনের এই বিষয়গুলি দেখা উচিত বলে মনে করেন তিনি।
advertisement
দেব প্রশ্ন তোলেন, এতদিন ধরে তিনি ভোট দিচ্ছেন, তাহলে কি তিনি এই দেশের নাগরিক নন? ঘাটালে তাঁর কনস্টিটিউন্সি থেকে বহু মানুষের ফোন এবং মেসেজ এসেছে। যাঁরা SIR এর নামে আতঙ্কে রয়েছেন।
advertisement
তিনি আরও বলেন, ‘‘আমাদের দেশে ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব দলের কাছে অনুরোধ এই ভোটটা যেন সুষ্ঠুভাবে মেটে। একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি মনে করেন যেই দলই জিতুক সেটা পরের বিষয় কিন্তু ভোটটাকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে।’’ তৃণমূলের সাংসদ হিসেবে অবশ্য তিনি মনে করেন তার দলই ক্ষমতায় আসবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবেন।
Location :
West Bengal
First Published :
Jan 14, 2026 2:29 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Dev Adhikari on SIR: দেখালেন পাসপোর্ট, একগুচ্ছ ফর্মে করলেন সই! স্বর্ণময়ী বিদ্যাপীঠে হিয়ারিং-এ হাজির অভিনেতা-সাংসদ দেব











