স্ট্রবেরি-ব্লুবেরি স্বাদের সিঙাড়া খাবেন? আজব এই খাবারের খবরে তাজ্জব নেটিজেন
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
Delhi Food Outlet Serves colourful Samosa : সম্প্রতি এক রঙ-বেরঙের সিঙাড়ার খোঁজ মিলেছে রাজধানীতে
#দিল্লি : শীত,গ্রীষ্ম হোক বা বর্ষা, এক কাপ গরম চায়ের সঙ্গে একটা সিঙাড়া হলে যেন মন জুড়িয়ে যায় ৷ কিন্তু, এই সিঙাড়াই যদি নীল বা গোলাপী রঙের হয়!অবাক লাগছে তো ? সিঙাড়া বলতেই মনে পড়ে গরম তেলে ভাজা ময়দার একটা তিনকোনা খাবার ৷
কিন্তু, সম্প্রতি এক রঙ-বেরঙের সিঙাড়ার খোঁজ মিলেছে রাজধানীতে ৷শুধু রঙবেরঙের সিঙাড়াই নয় একেবারে ভিন্ন স্বাদ ভিন্ন গন্ধের সিঙাড়া ৷ কোনোটা নীল আবার কোনোটা গোলাপী ৷ হরেক রকম ফ্লেভারের এই সিঙাড়া দেখা মাত্রই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement
advertisement
দিল্লির এক খাদ্য বিক্রেতা সৃষ্টি করেছেন সিঙাড়ার এই ভিন্ন রূপ ৷ গোলাপী, নীল রঙ দিয়ে সিঙাড়ায় এনেছেন ভিন্ন ফ্লেভার ৷ গোলাপী সিঙাড়ার নাম দিয়েছেন স্ট্রবেরি সিঙাড়া আর নীল সিঙাড়ার নাম দিয়েছেন ব্লু-বেরি সিঙাড়া ৷
advertisement
দিল্লির এই আজব সিঙাড়ার দোকানের নাম "সামোসা হাব" ৷ এই আজব সিঙাড়ার ভিডিও নেটমাধ্যমে শেয়ার হতেই ভাইরাল হয়ে গিয়েছে ৷ ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, আমরা যতই সিঙাড়া খাই না কেন এ সিঙাড়া একেবারে অন্যরকম ৷ এই আজব সিঙাড়া যে আদপে একটি মিষ্টান্ন, তাও জানানো হয়েছে ভিডিওর ক্যাপশনে ৷
সিঙাড়া খেতে ভালবাসেন না এরকম লোক হয়তো খুব কমই আছেন ৷ তাই শেয়ার হওয়া মাত্রই কমেন্টের বন্যা বয়ে গেছে ভিডিওটিতে ৷
advertisement
কেউ আবার এই আজব সিঙাড়া দেখে খুশি হয়েছেন কেউ আবার রেগে গিয়ে লিখেছেন "সিঙাড়া খুবই আবেগের জিনিস ৷ সিঙাড়া নিয়ে এইসব চলবে না ৷ "
একজন আবার রসিকতা করে লিখেছেন "স্বাগত ডায়েবেটিস" ৷ আবার আরেক নেটিজেনতো আবেগের বসে ফাঁশিই চেয়ে বসেছেন খাদ্য বিক্রেতার৷ এই আজব রঙ-বেরঙের সিঙাড়া দেখে উত্তাল হয়েছে নেট পাড়া ৷
Location :
First Published :
September 25, 2022 2:43 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
স্ট্রবেরি-ব্লুবেরি স্বাদের সিঙাড়া খাবেন? আজব এই খাবারের খবরে তাজ্জব নেটিজেন