স্ট্রবেরি-ব্লুবেরি স্বাদের সিঙাড়া খাবেন? আজব এই খাবারের খবরে তাজ্জব নেটিজেন

Last Updated:

Delhi Food Outlet Serves colourful Samosa : সম্প্রতি এক রঙ-বেরঙের সিঙাড়ার খোঁজ মিলেছে রাজধানীতে

#দিল্লি : শীত,গ্রীষ্ম হোক বা বর্ষা, এক কাপ গরম চায়ের সঙ্গে একটা সিঙাড়া হলে যেন মন জুড়িয়ে যায় ৷ কিন্তু, এই সিঙাড়াই যদি নীল বা গোলাপী রঙের হয়!অবাক লাগছে তো ? সিঙাড়া বলতেই মনে পড়ে গরম তেলে ভাজা ময়দার একটা তিনকোনা খাবার ৷
কিন্তু,  সম্প্রতি এক রঙ-বেরঙের সিঙাড়ার খোঁজ মিলেছে রাজধানীতে  ৷শুধু রঙবেরঙের সিঙাড়াই নয় একেবারে ভিন্ন স্বাদ ভিন্ন গন্ধের সিঙাড়া ৷ কোনোটা নীল আবার কোনোটা গোলাপী ৷ হরেক রকম ফ্লেভারের এই সিঙাড়া দেখা মাত্রই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement
advertisement
দিল্লির এক খাদ্য বিক্রেতা সৃষ্টি করেছেন সিঙাড়ার এই ভিন্ন রূপ ৷ গোলাপী, নীল রঙ দিয়ে  সিঙাড়ায় এনেছেন ভিন্ন ফ্লেভার ৷ গোলাপী সিঙাড়ার নাম দিয়েছেন স্ট্রবেরি সিঙাড়া আর নীল সিঙাড়ার নাম দিয়েছেন ব্লু-বেরি সিঙাড়া ৷
advertisement
দিল্লির এই আজব সিঙাড়ার দোকানের নাম "সামোসা হাব" ৷ এই আজব সিঙাড়ার  ভিডিও নেটমাধ্যমে শেয়ার হতেই ভাইরাল হয়ে গিয়েছে ৷ ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, আমরা যতই সিঙাড়া খাই না কেন এ সিঙাড়া একেবারে অন্যরকম ৷ এই আজব সিঙাড়া যে আদপে একটি মিষ্টান্ন, তাও জানানো হয়েছে ভিডিওর ক্যাপশনে ৷
সিঙাড়া খেতে ভালবাসেন না এরকম লোক হয়তো খুব কমই আছেন ৷ তাই শেয়ার হওয়া মাত্রই কমেন্টের বন্যা বয়ে গেছে ভিডিওটিতে ৷
advertisement
কেউ আবার এই আজব সিঙাড়া দেখে খুশি হয়েছেন  কেউ  আবার রেগে গিয়ে লিখেছেন "সিঙাড়া খুবই আবেগের জিনিস ৷ সিঙাড়া নিয়ে এইসব চলবে না ৷ "
একজন আবার রসিকতা  করে লিখেছেন "স্বাগত ডায়েবেটিস" ৷  আবার আরেক নেটিজেনতো আবেগের বসে ফাঁশিই চেয়ে বসেছেন খাদ্য বিক্রেতার৷ এই আজব রঙ-বেরঙের সিঙাড়া দেখে   উত্তাল  হয়েছে নেট পাড়া ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
স্ট্রবেরি-ব্লুবেরি স্বাদের সিঙাড়া খাবেন? আজব এই খাবারের খবরে তাজ্জব নেটিজেন
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement