Married Life: স্বামী অসুস্থ হৃদরোগে, ডিভোর্সের ৫ বছর পর ফের বিয়ে করে একসঙ্গে পথ চলা শুরু দম্পতির
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Married Life: সম্প্রতি তাঁদের দ্বিতীয় বার গাঁটছড়া বাঁধার ঘটনা সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চিত
গাজিয়াবাদ : বিয়ে ভেঙে গিয়েছিল ২০১৮ সালে। বিচ্ছেদের ৫ বছর পর ফের বিয়ে করে একসঙ্গে পথ চলা শুরু করলেন গাজিয়াবাদের এক দম্পতি। সম্প্রতি তাঁদের দ্বিতীয় বার গাঁটছড়া বাঁধার ঘটনা সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চিত।
গাজিয়াবাদের কৌশাম্বীর বাসিন্দা ওই দম্পতি হলেন বিনয় জয়সওয়াল এবং পূজা চৌধুরি। তাঁরা বিয়ে করেছিলেন ২০১২ সালে। কিন্তু বিয়ের এক বছরের মধ্যে মতবিরোধের জেরে তাঁদের দাম্পত্যে দানা বাঁধে অশান্তি। তিক্ততা বাড়াবাড়ির পর্যায়ে যেতে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন দু’জনে। গাজিয়াবাদের ফ্যামিলি কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট ঘুরে পাঁচ বছর ধরে আইনি লড়াইয়ের পর ২০১৮ সালে খাতায় কলমে বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের।
advertisement

advertisement
চলতি বছর অগাস্টে বিনয় হৃদরোগে আক্রান্ত হন। এর পর তাঁর ওপেন হার্ট সার্জারি হয়। পূজার কাছে এ খবর পৌঁছতেই তিনি চিন্তিত হয়ে পড়েন। প্রাক্তন স্বামীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন। সোজা হাসপাতালে চলে যান প্রাক্তন স্বামীর সঙ্গে দেখা করতে। এই সাক্ষাতেই নাকি মান অভিমানের বরফ গলে জল। আবার বিয়ে করে একসঙ্গে থাকার সিদ্ধান্ত প্রাক্তন এই দম্পতি। গত ২৩ নভেম্বর দুই পরিবারের পরিজন ও বন্ধুবান্ধবদের উপস্থিতিতে গাজিয়াবাদের কবিনগরে আর্য সমাজে তাঁরা বিয়ে করেন।
advertisement
আরও পড়ুন : প্রেমের টানে হবু বধূ করাচি থেকে কলকাতায়, পার্ক সার্কাসের খান পরিবারে উৎসবের সাজো সাজো রব
প্রসঙ্গত বিজয় কর্মরত অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডে। পাশাপাশি, পূজা ছিলেন শিক্ষিকা। তাঁদের পরিচিতদের আশা, দাম্পত্যের দ্বিতীয় ইনিংস নির্বিঘ্ন ও নিরবচ্ছিন্ন হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
December 06, 2023 12:54 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Married Life: স্বামী অসুস্থ হৃদরোগে, ডিভোর্সের ৫ বছর পর ফের বিয়ে করে একসঙ্গে পথ চলা শুরু দম্পতির