Pakistani Bride in Kolkata: প্রেমের টানে হবু বধূ করাচি থেকে কলকাতায়, পার্ক সার্কাসের খান পরিবারে উৎসবের সাজো সাজো রব

Last Updated:

Pakistani Bride in Kolkata: গত পাঁচ বছর ধরে চলছে শামীর-জাওয়ারিয়া প্রেমপর্ব

গত পাঁচ বছর ধরে চলছে শামীর-জাওয়ারিয়া প্রেমপর্ব
গত পাঁচ বছর ধরে চলছে শামীর-জাওয়ারিয়া প্রেমপর্ব
কলকাতা : পার্ক সার্কাসের খান পরিবারে এখন সাজো সাজো রব। সীমান্তের কাঁটাতার পেরিয়ে প্রেমের টানে চলে এসেছেন হবু পুত্রবধূ। তাঁকে নিয়ে শুরু হয়ে গিয়েছে উ‍ৎসবের আবহ৷ মঙ্গলবার দুপুরে অমৃতসরে আটারি সীমান্ত পেরিয়ে ভারতের মাটিতে পা রাখেন পাকিস্তানি তরুণী জাওয়ারিয়া খানম৷ হবু জীবনসঙ্গিনীর জন্য অপেক্ষা করছিলেন শামীর৷ জাওয়ারিয়াকে ভারতে স্বাগত জানানো হয় ঢোলবাদ্যের সঙ্গে৷
গত পাঁচ বছর ধরে চলছে শামীর-জাওয়ারিয়া প্রেমপর্ব৷ শামীরের পরিবারের অনেকেই পাকিস্তানে আছেন৷ মায়ের ফোনে তিনি প্রথম জাওয়ারিয়ার ছবি দেখেন৷ তখনই ঠিক করেন বিয়ে করলে এই তরুণীকেই করবেন৷ জার্মানিতে দীর্ঘ দিন পড়াশোনা করেছেন শামীর৷ বছর দুয়েক আগে দুবাইয়ে তিনি দেখা করেন জাওয়ারিয়ার সঙ্গে৷ সেটাই তাঁদের প্রথম সাক্ষাৎ৷ এ ছাড়া পাঁচ বছরের প্রেমপর্বে মুখোমুখি দেখা আর হয়নি৷ যোগাযোগের মাধ্যম বলতে ছিল ফোনে কথা, ভিডিও কল এবং সোশ্যাল মিডিয়া৷
advertisement
প্রেয়সী তথা ভাবী জীবনসঙ্গিনীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত পেশায় ব্যবসায়ী শামীর৷ কোভিড পরিস্থিতি, আইনি জটিলতা কাটিয়ে মনের মানুষের সামনে দাঁড়াতে পেরে আপ্লুত পাকিস্তানের করাচিতে বড় হওয়া জাওয়ারিয়া-ও৷ মঙ্গলবার দুপুরেই অমৃতসর থেকে কলকাতায় আসেন যুগলে৷ রাতে হবু বধূকে নিয়ে একসঙ্গে খাওয়াদাওয়া করেন পরিবারের সকলে৷
advertisement
আরও পড়ুন : রসুন ৩০০, মটরশুটি ১০০, পেঁয়াজ ৭০! কবে কমবে সবজির দাম? মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস মধ্যবিত্তের
আপাতত পাকিস্তানি তরুণী জাওয়ারিয়ার সম্বল ৪৫ দিনের ভিসা৷ আগামী জানুয়ারিতে কলকাতাতেই শামীরের সঙ্গে তাঁর বিয়ে হওয়ার কথা৷ হবু দম্পতি তাঁদের বিবাহিত জীবন ভারতেই কাটাতে চান বলে জানা গিয়েছে সংবাদমাধ্যম সূত্রে৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Pakistani Bride in Kolkata: প্রেমের টানে হবু বধূ করাচি থেকে কলকাতায়, পার্ক সার্কাসের খান পরিবারে উৎসবের সাজো সাজো রব
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement