Cockroach in Iced Latte: কফির পাত্র খুলতেই অবাক কাস্টমার, 'আইসড ল্যাটে'তে ঘুরে বেড়াচ্ছে তেলাপোকা! দেখুন ছবি
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Cockroach in Iced Latte: কফির পাত্র খুলতেই অবাক কাস্টমার, 'আইসড ল্যাটে'তে ঘুরে বেড়াচ্ছে তেলাপোকা! দেখুন ছবি
নয়াদিল্লি: একজন গ্রাহক ৪ অক্টোবর দিল্লিতে খান মার্কেটে এল ওপেরা -এর আউটলেট পরিদর্শন করতে গিয়েছিলেন। সেখানে মূলত দুটি জিনিস অর্ডার করেছিলেন তিনি। আইসড ল্যাটে ও ক্যারামেল কফি৷ যখন তারা তারা ঠান্ডা পাণীয়টি খেতে যান, তখনই মারাত্মক ঘটনাটি ঘটে৷
ওই ব্যক্তি গাড়িতে বসে সবে কফিতে চুমুক দিতে যাবেন, তখনই তিনি দেখেন তাতে একটি পোকা পড়ে আছে৷ প্রথমে ওই ব্যক্তি মনে করেছিলেন, সেটা কফি বিন, কিন্তু পরে তাঁর ভ্রম কাটে৷ আইস কফি বা কোল্ড কফিতে দেখা যায় একটি তেলাপোকা ভাসছে! সময় নষ্ট না করে ওই ব্যক্তি তখনই কফির পাত্রটি নিয়ে নিয়ে বিখ্যাত দোকানো ফিরে যান৷ অভিযোগ করেন, কফির মধ্যে পোকা রয়েছে৷ বিপদ বুঝে দোকানের কর্মচারীরা তখনই সেই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নেন৷ দোকানোর তরফ থেকে জানানো হয়, অনিচ্ছাকৃত কান্ডের জন্য তারা লজ্জিত এবং দুঃখিত৷ এবং এই ঘটনার পিছনে তাদের কোনও উদ্দেশ্য ছিল না৷
advertisement
advertisement
কফি কিনে ফেসাদে পড়ে যাওয়া ওই ব্যক্তি তেলা পোকা ভেসে থাকা কফি পাত্রের ছবি তুলেছিলেন৷ এরপর সেটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ছেড়ে লিখেছেন, “আমি আজ খান মার্কেটে L’Opera গিয়েছিলাম৷ একটি বরফযুক্ত কোল্ড কফি অর্ডার করেছিলাম৷ যখন আমি পানীয়-এর পাত্রটি খুললাম, আমি ভেবেছিলাম একটা কফি বিন হয়তো চারদিকে ভাসছে৷ কিন্তু যখন আমি এটিকে উল্টে দেখলাম, তখন দেখি সেটা একটি তেলাপোকা!” রেডিট-এর প্ল্যাটফর্মে লিখেছেন ওই ব্যক্তি৷
advertisement
তিনি তাঁর সোশ্যাল পোস্টে আরও লিখেছেন, “আমি প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি যে, জায়গাটি বাইরে থেকে যতটা পরিষ্কার লাগে আসলে তা সত্যিই কতটা পরিষ্কার। এখানে যে সমস্ত কর্মীরা কাজ করছেন, তারা পুরো ব্যাপারটাকে আরও খারাপ করে তুলেছে৷ দোকান পরিচালনায় তারা খুবই উদাসীন৷ গোটা পরিস্থিতি জানার পর তারা কেবল রোবটের মতো দুঃখিত বলতে থাকে৷ প্রকৃত চিন্তার কিছু নেই। এমন একটি সুপরিচিত ক্যাফেতে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার এতটা খারাপ হবে ভাবতে পারিনি৷ আমি কল্পনাও করতে পারি না যে, ভারতের অন্যান্য জায়গায় তাহলে পরিস্থিতি কেমন হবে।”
advertisement

সবশেষে তিনি এটাও লিখেছেন, “এখন তো মনে হচ্ছে ঝাঁ চকচকে এই ক্যাফেতে এমন ঘটনা এই প্রথম নয়, এর আগেও হয়েছে৷ এটকে বিপর্যয় বলা ভালো৷” পুরো ব্যাপারটা সামনে আসতেই নেটিজেনরা প্রতিক্রিয়া দেওয়া শুরু করে দিয়েছে৷ একজন লিখেছেন, “এটি বাগ ছিল না, এটা একটা বৈশিষ্ট্য।”অন্য একজন যোগ করেছেন, “ভারতে খাবারের আইসড লাতের মান নেই৷ ঘটনাটি X-এ পোস্ট করুন এবং যারা ঘটনার জন্য দায়ি তাদের অ্যাকাউন্টটি ট্যাগ করেন।”
advertisement
“এটি একটা বিশেষ উপাদান৷” মজা করে লিখেছেন একজন। চতুর্থ একজন ব্যঙ্গাত্মকভাবে বলেছিলেন, “আইস কফির মধ্যে প্রোটিন যোগ করা হয়েছে৷ এটা কতটা যুক্তি সঙ্গত সেটা আলোচ্য বিষয়।”
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 07, 2024 7:42 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Cockroach in Iced Latte: কফির পাত্র খুলতেই অবাক কাস্টমার, 'আইসড ল্যাটে'তে ঘুরে বেড়াচ্ছে তেলাপোকা! দেখুন ছবি