Viral News: কোটিপতি হয়ে চরম বিপাকে মহিলা, ঘটনা জানলে চোখে জল আসবে আপনারও!

Last Updated:

woman wins lottery blames fate: কোটিপতি হয়ে চরম বিপাকে মহিলা, টাকা পেয়ে সম্পর্ক শেষ৷ সামনে টেনে আনলেন চরম সত্যি কথা৷ বিস্তারিত পড়ুন৷

কোটিপতি হয়ে চরম বিপাকে মহিলা
কোটিপতি হয়ে চরম বিপাকে মহিলা
নয়াদিল্লি : আমরা সকলেই জীবনে এত ধনী হতে চাই যে, আমাদের সমস্ত ইচ্ছা যেন পূরণ  হতে পারে। বিশেষ করে এই টাকা যদি কম পরিশ্রমে এবং অল্প বয়সে অর্জন করা যায় , তাহলে তো আর কথাই নেই। একটি মেয়ের সাথেও ঠিক একই ঘটনা ঘটেছে৷ সে রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছে৷ কিন্তু সমস্যা শুরু হয়েছে তারপর থেকে৷ এখন সে খুশির চেয়ে দুঃখে থাকছেন বেশি৷ কেন? বিস্তারিত জানুন৷
মেয়েটির দাবি,  মানুষ যে সম্পদের স্বপ্ন দেখে, বাস্তবে তারা যেমন টাকার পাহাড় দেখতে চায়, সেটাই তাঁর জীবনকে ধ্বংস করে দিয়েছে৷ তিনি জানিয়েছেন, এমন জীবন তাঁর দরকার ছিল না৷ এখন তাঁর কেবলই পুরোনো জীবনযাত্রার কথা মনে পড়ছে। ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, মহিলার ভাগ্য তার জন্য এখন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। সে পরীর মতো বাঁচতে চেয়েছিল, কিন্তু সে সবই এখন নষ্টের তালিকায়৷
advertisement
advertisement
ব্যাপারটা ঠিক কী ঘটেছে? মেয়েটি  সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটে তাঁর দুঃখ প্রকাশ করেছেন৷ তিনি জানিয়েছেন, দিন কয়েক আগেই একটি লটারির টিকিট কিনেছিলেন। এমনকি তিনি এটির সম্পর্কে ভুলেও গিয়েছিলেন৷ তারপরে তিনি একদিন টিভিতে জানতে পারেন যে লটারির জ্যাকপটে আঘাত করেছেন। মেয়েটি একই সাথে চার লাখ পঞ্চাশ হাজার পাউন্ড জিতেছেন৷ ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫ কোটি টাকা।
advertisement
মেয়েটি এরপর জানিয়েছেন যে, এত বিপুল পরিমাণ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার সাথে সাথে তাঁর মনে হয়েছিল যে পুরো বিশ্ব যেন তাঁর বিরুদ্ধে চলে গেছে। এমনকি তার নিজের বাবা-মা, বোন এবং প্রেমিকও তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। টাকা ছাড়া যেন কারওর সঙ্গে আর কোনও সম্পর্ক নেই৷ পরিবারের কাছের মানুষগুলিও মুখ ফিরিয়ে নিয়েছে৷
advertisement
মেয়েটি জানিয়েছে, বিপুল অর্থ জয়ের পর তিনি ভেবেছিলেন স্বপ্ন সত্যি হয়েছে৷  কিন্তু পুরোটাই ভুল ধারণা ছিল। মেয়েটি জানায়, তিনি লটারি জেতার পর তাঁর প্রেমিক চাকরি ছেড়ে দেয়৷ ব্যবসার জন্য বিনিয়োগ করার পরিকল্পনা করতে শুরু করে সে। মেয়েটি তাকে পাত্তা দেয়নি৷ ফলে সম্পর্ক শেষ হওয়ার মুখে৷ এটা মেয়েটির কাছে দুঃস্বপ্নের মতো৷
advertisement
এখানেই শেষ নয়৷ মেয়েটির বাবা-মা আগে তাঁর সাথে ইদানীং কথা বলছিল না৷ কিন্তু বিপুল টাকা জিততেই সেই লোভে তারা ফিরেছেন৷ সবসময় তাঁর কাছে টাকা চাইতে থাকেন। মেয়েটির বোনও ওই টাকায় ভাগ বসাতে চাইছে৷
মেয়েটির মতে, লটারির টাকা জেতার পর সবাই এখন তাঁর সাথে ব্যাঙ্কের মতো আচরণ করতে শুরু করেছে৷ তাঁর মতে, বিপুল টাকা তাঁর সব সম্পর্কগুলি নষ্ট করে দিয়েছে৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: কোটিপতি হয়ে চরম বিপাকে মহিলা, ঘটনা জানলে চোখে জল আসবে আপনারও!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement