CCTV: সিসি ক্যামেরাকে বোকা বানিয়ে চম্পট দিল পিপিই মোড়া সিঁধেল চোর; খোয়া গেল ৬০ লক্ষ টাকার মোবাইল ফোন
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Crime News: ঘটনাটি উত্তরপ্রদেশের মেরঠের। সেখানেই একটি মোবাইল শোরুমে অভিনব এই চুরির ঘটনা ঘটেছে।
মেরঠ, উত্তর প্রদেশ: একটা সময় পিপিই হয়ে উঠেছিল আত্মরক্ষার অঙ্গ। করোনার করাল গ্রাস থেকে বাঁচতে স্বাস্থ্যকর্মী এবং অন্যদের পিপিই পরেই কাজ করতে হচ্ছিল। কিন্তু সেই পিপিই-কে হাতিয়ার করেই যে ঘটে যেতে পারে ডাকাতি, তা বোধহয় কেউ ভাবেননি সেই সময়।
অতিমারী পেরিয়ে এসেছে মানুষ। এবার দেখা গেল সেই অদ্ভুত ঘটনা। মোবাইলের দোকানে চুরি হয়ে গেল নির্বিঘ্নে। সিসিটিভি ফুটেজে ধরা পড়ল পিপিই পরা চোরের ছবি।
জানা গিয়েছে, ঘটনাটি উত্তর প্রদেশের মেরঠের। সেখানেই একটি মোবাইল শোরুমে অভিনব এই চুরির ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরাকে ফাঁকি দিতে পরিকল্পনামাফিক পিপিই পরে দোকানে ঢুকেছিল ওই দুষ্কৃতীরা। তারপর সেখানেই হাতে গ্লাভস পরে চুরি করে। মালিকের দাবি শোরুমে রাখা ৬০ লক্ষ টাকা মূল্যের মোবাইল ফোন খোয়া গিয়েছে।
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, মেরঠের গঙ্গানগর থানা এলাকার লক্ষ্মী মোবাইল শোরুমের ঘটনা। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, ওই শোরুমের পাশে একটি জমি খালি পড়ে রয়েছে। সেখান থেকেই শোরুমের দেওয়ালে সিঁধ কেটে ঢোকে দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা প্রত্যেকেই পিপিই পরে দোকানে ঢোকে। হাতের ছাপ যাতে না থাকে সেজন্য গ্লাভসও পরে নেয়। দোকানে রাখা সমস্ত দামি মোবাইল চুরি করে পালায়। কিন্তু কেউ কিছুই বুঝতে পারেননি। সকালে দোকানের মালিক দরজা খুলে অবাক।
advertisement
ওই শোরুমের মালিক জানিয়েছেন, উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। দীপাবলির আগে সব থেকে বেশি মোবাইল বিক্রি হয়। নানা রকম অফারও থাকে মোবাইল নির্মাতা সংস্থাগুলির তরফে। তাই সম্প্রতি তিনি বহু টাকার মোবাইল এনে রেখেছিলেন দোকানে। প্রায় ৬০ লক্ষ টাকার সামগ্রী ছিল বলে তাঁর দাবি।
advertisement
সিসিটিভি ফুটেজে চুরির সমস্ত ছবি উঠেছে। কিন্তু চোরেদের আপাদমস্তক ঢাকা। ফলে চেনার উপায় নেই। তবে সিসিটিভি ফুটেজের ভিত্তিতেই ওই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
মেরঠের এসপি দেহাত কমলেশ বাহাদুর জানান, লক্ষ্মী মোবাইলের শোরুম থেকে প্রায় ১০০টি মোবাইল চুরি হয়েছে। এর মূল্য প্রায় ৬০ লক্ষ টাকার আশপাশে। এলাকার অন্য জায়গায় লাগানো সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখে দুষ্কৃতীকে খোঁজা হচ্ছে। তবে এই ভাবে চুরি হয়ে যাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা।
view commentsLocation :
Meerut,Meerut,Uttar Pradesh
First Published :
October 20, 2023 3:07 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
CCTV: সিসি ক্যামেরাকে বোকা বানিয়ে চম্পট দিল পিপিই মোড়া সিঁধেল চোর; খোয়া গেল ৬০ লক্ষ টাকার মোবাইল ফোন