Gaurav Taneja | Flying Beast: যে সংস্থা তাঁকে তাড়িয়ে দিয়েছিল, সেখানকার সিইও-র থেকেও এখন বেশি আয়; দাবি জনপ্রিয় ইউটিউবারের

Last Updated:

২০২০ সালের জুন মাসে গৌরব তানেজাকে বরখাস্ত করেছিল এয়ার এশিয়া। আসলে এয়ার এশিয়া নিরাপত্তা বিধি লঙ্ঘন করেছে বলে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি।

ইউটিউবার গৌরব তানেজা এবং তাঁর স্ত্রী
ইউটিউবার গৌরব তানেজা এবং তাঁর স্ত্রী
নয়াদিল্লি: সম্প্রতি খালি গায়ে ম্যাসাজ নিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছেন বিমান সংস্থা এয়ার এশিয়ার সিইও টোনি ফার্নান্ডেজ। এবার তাঁর সংস্থার বিরুদ্ধে মুখ খুললেন জনপ্রিয় ইউটিউবার গৌরব তানেজা  । যাঁর চ্যানেলটির নাম ফ্লাইং বিস্ট (Flying Beast)। গৌরবের অবশ্য আরও একটা পরিচয় রয়েছে। তিনি আগে এয়ার এশিয়ারই (এয়ার এশিয়া ইন্ডিয়া) বিমান চালক ছিলেন। কিন্তু তাঁকে বরখাস্ত করেছিল ওই বিমান সংস্থা। সম্প্রতি রাজ শামানির সঙ্গে একটি আলাপচারিতায় গৌরব দাবি করেন যে, এয়ার এশিয়ার সিইও-র তুলনায় তিনি বেশি উপার্জন করেন।
গৌরবের দাবি, এয়ার এশিয়ার তরফে বিমান চালকদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করে বলা হয়েছিল যে, ৯৮ শতাংশ ল্যান্ডিং করতে হবে ফ্ল্যাপ ৩-তে। এতে জ্বালানি সাশ্রয় হত ঠিকই, কিন্তু যাত্রী সুরক্ষা বড়সড় প্রশ্নের মুখে পড়ে যেত। আর গৌরবের এই চাঞ্চল্যকর দাবি প্রকাশ্যে আসতেই তাঁকে বরখাস্ত করে ওই বিমান সংস্থা।
advertisement
advertisement
চাকরি যাওয়ার পরে অতিমারীর সময়ে ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যান গৌরব। বর্তমানে তাঁর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ৮৬ লক্ষ। শুধু তা-ই নয় ইনস্টাগ্রাম এবং এক্স (ট্যুইটার)-এও তাঁর লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার।
দিন কয়েক আগে একটি সাক্ষাৎকারে গৌরবকে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁর আয় কত! অর্থাৎ ব্র্যান্ড ডিল এবং বিজ্ঞাপন থেকে কত টাকা রোজগার করেন তিনি? যদিও কত আয় করেন, সেটা স্পষ্ট করে বলেননি ওই ইউটিউবার। কিন্তু ইঙ্গিতপূর্ণ ভাবে জানান, যে সংস্থা তাঁকে তাড়িয়ে দিয়েছে, সেই সংস্থার সিইও-র থেকে বেশি আয় করেন তিনি।
advertisement
এই ইন্টারভিউ নিজের ইউটিউব চ্যানেলেও পোস্ট করেছেন গৌরব। আগে অবশ্য সোশ্যাল মিডিয়া তারকা জানিয়েছিলেন যে, তাঁর আয়ের মূল উৎস হল বিজ্ঞাপন এবং ব্র্যান্ডের প্রচার। তাঁর কথায়, “বিমান চালক হিসেবে আমরা যখন কাজ শুরু করেছিলাম, তখন প্রায় ৬০০০০ টাকা বেতন পেতাম।”
advertisement
প্রসঙ্গত কানপুরে জন্ম গৌরবের। এরপর আইআইটি খড়গপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে বিমান চালকের পেশা বেছে নিয়েছেন। ইন্ডিগোর হাত ধরেই চাকরি জীবনে প্রবেশ করেন। তবে বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও বেশ সফল তিনি। ‘ফ্লাইং বিস্ট’, ‘ফিট মাসল টিভি’ এবং ‘রসভরি কে পাপা’ নামে ৩টি জনপ্রিয় ইউটিউব চ্যানেল রয়েছে তাঁর।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Gaurav Taneja | Flying Beast: যে সংস্থা তাঁকে তাড়িয়ে দিয়েছিল, সেখানকার সিইও-র থেকেও এখন বেশি আয়; দাবি জনপ্রিয় ইউটিউবারের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement