Kavya Madhavan | নায়িকা কাব্যা মাধবনের থেকেও বেশি সুন্দরী; পুরনো দিনের ছবি পোস্ট করতেই অশ্বথীর রূপের প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
সম্প্রতি অশ্বথীর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে। আসলে একটি পুরনো দিনের ছবি নিজের অ্যাকাউন্টে পোস্ট করেছেন অভিনেত্রী।
advertisement
advertisement
advertisement
advertisement
অশ্বথীর একটি ইউটিউব চ্যানেলও রয়েছে, যেখানে বিভিন্ন বিষয়ে তিনি ভিডিও এবং পোস্ট দিয়ে থাকেন। তবে সম্প্রতি অশ্বথীর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে। আসলে একটি পুরনো দিনের ছবি নিজের অ্যাকাউন্টে পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিটিকে ‘ফ্যান মোমেন্ট’ হিসেবেই ধরা যেতে পারে। কারণ ছবিটিতে দেখা যাচ্ছে অশ্বথী এবং তাঁর বন্ধুকে।
advertisement
advertisement
আর তাঁদের মন্তব্য থেকে এটা স্পষ্ট যে, অভিনেত্রী কাব্যা মাধবন যখন ‘ইরুভাত্তাম মানাওয়াতি’ ছবির শ্যুটিং করছিলেন, তখনই তোলা হয়ে থাকতে পারে ওই ছবিটি। আসলে বহু বছর আগে ওই ছবির শ্যুটিং হয়েছে পালা আলফোনসা কলেজে। আর ওই কলেজেরই ছাত্রী ছিলেন অশ্বথী। অশ্বথীর বন্ধুদের কমেন্ট থেকে এ-ও জানা যায় যে, কাব্যা মাধবন ‘ইরুভাত্তাম মানাওয়াতি’ ছবির শ্যুটিংয়ের জন্য দু’বার ওই কলেজে এসেছিলেন।
advertisement