Kavya Madhavan | নায়িকা কাব্যা মাধবনের থেকেও বেশি সুন্দরী; পুরনো দিনের ছবি পোস্ট করতেই অশ্বথীর রূপের প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা

Last Updated:
সম্প্রতি অশ্বথীর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে। আসলে একটি পুরনো দিনের ছবি নিজের অ্যাকাউন্টে পোস্ট করেছেন অভিনেত্রী।
1/8
মলয়ালম টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী অশ্বথী শ্রীকান্ত এখন যেন ঘরের মেয়ে হয়ে উঠেছেন! আসলে ‘কমেডি সুপার নাইট’-এর মাধ্যমেই সবথেকে খ্যাতি এবং জনপ্রিয়তা লাভ করেছেন ছোট পর্দার এই অভিনেত্রী।
মলয়ালম টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী অশ্বথী শ্রীকান্ত এখন যেন ঘরের মেয়ে হয়ে উঠেছেন! আসলে ‘কমেডি সুপার নাইট’-এর মাধ্যমেই সবথেকে খ্যাতি এবং জনপ্রিয়তা লাভ করেছেন ছোট পর্দার এই অভিনেত্রী।
advertisement
2/8
অভিনয়ের পাশাপাশি বিভিন্ন শো উপস্থাপনা করতেও দেখা গিয়েছে অশ্বথীকে। এর মধ্যে অন্যতম হল ‘নায়িকা নায়াগন’।
অভিনয়ের পাশাপাশি বিভিন্ন শো উপস্থাপনা করতেও দেখা গিয়েছে অশ্বথীকে। এর মধ্যে অন্যতম হল ‘নায়িকা নায়াগন’।
advertisement
3/8
   পরে কমেডি সিরিজ ‘চক্কাপাজম’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অশ্বথী। নিজের প্রথম ধারাবাহিকে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতেছেন। শুধু তা-ই নয়, সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন অভিনেত্রী।
পরে কমেডি সিরিজ ‘চক্কাপাজম’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অশ্বথী। নিজের প্রথম ধারাবাহিকে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতেছেন। শুধু তা-ই নয়, সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন অভিনেত্রী।
advertisement
4/8
সেখানে তিনি নিজের পরিবারের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তও মাঝেমধ্যে তুলে ধরেন। ফলে অশ্বথীর পরিবারের সম্পর্কেও ওয়াকিবহাল তাঁর ভক্তরা।  পদ্মা এবং কমলা নামে দুই কন্যা রয়েছে অভিনেত্রীর। আর স্বামী শ্রীকান্ত বিদেশে কাজ করেন।
সেখানে তিনি নিজের পরিবারের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তও মাঝেমধ্যে তুলে ধরেন। ফলে অশ্বথীর পরিবারের সম্পর্কেও ওয়াকিবহাল তাঁর ভক্তরা। পদ্মা এবং কমলা নামে দুই কন্যা রয়েছে অভিনেত্রীর। আর স্বামী শ্রীকান্ত বিদেশে কাজ করেন।
advertisement
5/8
অশ্বথীর একটি ইউটিউব চ্যানেলও রয়েছে, যেখানে বিভিন্ন বিষয়ে তিনি ভিডিও এবং পোস্ট দিয়ে থাকেন। তবে সম্প্রতি অশ্বথীর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে। আসলে একটি পুরনো দিনের ছবি নিজের অ্যাকাউন্টে পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিটিকে ‘ফ্যান মোমেন্ট’ হিসেবেই ধরা যেতে পারে। কারণ ছবিটিতে দেখা যাচ্ছে অশ্বথী এবং তাঁর বন্ধুকে।
অশ্বথীর একটি ইউটিউব চ্যানেলও রয়েছে, যেখানে বিভিন্ন বিষয়ে তিনি ভিডিও এবং পোস্ট দিয়ে থাকেন। তবে সম্প্রতি অশ্বথীর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে। আসলে একটি পুরনো দিনের ছবি নিজের অ্যাকাউন্টে পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিটিকে ‘ফ্যান মোমেন্ট’ হিসেবেই ধরা যেতে পারে। কারণ ছবিটিতে দেখা যাচ্ছে অশ্বথী এবং তাঁর বন্ধুকে।
advertisement
6/8
আর তাঁদের দু’জনের মাঝখানে রয়েছেন জনপ্রিয় মলয়ালি অভিনেত্রী কাব্যা মাধবন। ছবিটা থেকে স্পষ্ট যে, অশ্বথীর কলেজের সময়কার ছবি সেটি। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “গ্যালারি ঘাঁটতে গিয়ে এই ছবিটি পেয়েছি।” ছবিটি পোস্ট হওয়া মাত্রই ভাইরাল হয়ে যায়। অশ্বথীর সহপাঠী এবং সিনিয়ররা কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকেন।
আর তাঁদের দু’জনের মাঝখানে রয়েছেন জনপ্রিয় মলয়ালি অভিনেত্রী কাব্যা মাধবন। ছবিটা থেকে স্পষ্ট যে, অশ্বথীর কলেজের সময়কার ছবি সেটি। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “গ্যালারি ঘাঁটতে গিয়ে এই ছবিটি পেয়েছি।” ছবিটি পোস্ট হওয়া মাত্রই ভাইরাল হয়ে যায়। অশ্বথীর সহপাঠী এবং সিনিয়ররা কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকেন।
advertisement
7/8
আর তাঁদের মন্তব্য থেকে এটা স্পষ্ট যে, অভিনেত্রী কাব্যা মাধবন যখন ‘ইরুভাত্তাম মানাওয়াতি’ ছবির শ্যুটিং করছিলেন, তখনই তোলা হয়ে থাকতে পারে ওই ছবিটি। আসলে বহু বছর আগে ওই ছবির শ্যুটিং হয়েছে পালা আলফোনসা কলেজে। আর ওই কলেজেরই ছাত্রী ছিলেন অশ্বথী। অশ্বথীর বন্ধুদের কমেন্ট থেকে এ-ও জানা যায় যে, কাব্যা মাধবন ‘ইরুভাত্তাম মানাওয়াতি’ ছবির শ্যুটিংয়ের জন্য দু’বার ওই কলেজে এসেছিলেন।
আর তাঁদের মন্তব্য থেকে এটা স্পষ্ট যে, অভিনেত্রী কাব্যা মাধবন যখন ‘ইরুভাত্তাম মানাওয়াতি’ ছবির শ্যুটিং করছিলেন, তখনই তোলা হয়ে থাকতে পারে ওই ছবিটি। আসলে বহু বছর আগে ওই ছবির শ্যুটিং হয়েছে পালা আলফোনসা কলেজে। আর ওই কলেজেরই ছাত্রী ছিলেন অশ্বথী। অশ্বথীর বন্ধুদের কমেন্ট থেকে এ-ও জানা যায় যে, কাব্যা মাধবন ‘ইরুভাত্তাম মানাওয়াতি’ ছবির শ্যুটিংয়ের জন্য দু’বার ওই কলেজে এসেছিলেন।
advertisement
8/8
যদিও অভিনেত্রী তারকা কাব্যা মাধবনের তুলনায় অশ্বথীর সেই সময়ের লুক ও সৌন্দর্য নিয়ে চর্চা করছেন ভক্তরা।
যদিও অভিনেত্রী তারকা কাব্যা মাধবনের তুলনায় অশ্বথীর সেই সময়ের লুক ও সৌন্দর্য নিয়ে চর্চা করছেন ভক্তরা।
advertisement
advertisement
advertisement