Viral Video: রাতের নেশা কাটেনি! নিজের বিয়ে বাদ দিয়ে যা করলেন কনে! ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: বিয়ের আসরেই এই কাণ্ড ঘটালেন কনে। ভাইরাল ভিডিও

#নয়া দিল্লি:  সোশ্যাল মিডিয়া আসার পর থেকে প্রায় প্রতিদিন কিছু না কিছু ভাইরাল (Viral Video) হচ্ছে। মানুষ নিজেদের জীবনের নানা ঘটনা নিয়ে আসছে ফেসবুকের মাধ্যমে লোকের সামনে। এখন আর দরকার পরে না দামী ক্যামেরার। মোবাইলের ক্যামেরাতেই তুলে ফেলা যায় নানা মুহূর্ত। আর বিয়ের মরশুম মানেই নানা ভিডিও ভাইরাল।
কখনও দেখা যায় বিয়ের আসরে নেচে উঠছেন (Viral Video) কনে। আবার কখনও নিজেই গাড়ি চালিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে কনে। কিংবা কেঁদে ভাসাচ্ছে নতুন বর। এই সব মজার ভিডিও নানা সময়ে ভাইরাল হয়। সম্প্রতি এমন এক ভিডিও নিয়েই শোরগোল শুরু হয়েছে।
View this post on Instagram

A post shared by Pinkvilla (@pinkvilla)

advertisement
advertisement
ভিডিওটি শেয়ার করা হয়েছে পিঙ্ক ভিলা-র অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে। সেখানে দেখা যাচ্ছে চলছে বিয়ে। হঠাৎ হাতে চাল নিয়ে বরের হাতে দিচ্ছেন কনে। কিন্তু সে চাল দিতে গিয়ে কাণ্ড করে বসলেন কনে। বিয়ের নিয়ম করতে গিয়ে রাত হয়ে যায় অনেকটাই। ঘুমে ঢুলতে থাকেন কনে। হাই তুলতে তুলতে নাজেহাল অবস্থা তাঁর।
advertisement
নিজের বিয়ের থেকেও বেশি ঘুম দরকারি হয়ে পড়ে ওই কনের। কিছুতেই হাই তোলা বন্ধ হয় না। সকলে এই কাণ্ড দেখে হেসে ফেলেন। এদিকে তখন গান বাজছে, 'রাত কা নেশা আভি আখ সে গেয়া নেহি।" সত্যিই হয়ত বিয়ের প্রস্তুতি নিতে গিয়ে ঘুম হয়নি ওই কনের। মেক-আপ থেকে শুরু করে হাজার একটা নিয়মে, ঠিক করে ঘুমোতেই পারেননি ওই কনে। তাই বিয়ের আসরেই ঘুমে ঢুলে পড়লেন কনে। এই ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়। বহু মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছেন। অনেকেই শেয়ার করেছেন ভিডিওটি। ওই কনের মেক-আপ আর্টিস্ট প্রথমে শেয়ার করেন এই মজাদার ভিডিও। তার পরেই শুরু হয় শোরগোল।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: রাতের নেশা কাটেনি! নিজের বিয়ে বাদ দিয়ে যা করলেন কনে! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement