Bride Viral Video: হাউ হাউ করে কাঁদতে কাঁদতেই এ কী করে ফেললেন কনে...? দেখেই পরিবারের চক্ষু চড়কগাছ! ঝড়ের গতিতে ভাইরাল

Last Updated:

Bride Viral Video: চলছে বিয়ের মরশুম। আর এই ওয়েডিং সিজনে আজকাল একাধিক মজার মজার ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। আবার কিছু কিছু ভিডিও এমন যা দেখেই চমকে উঠতে হচ্ছে। সম্প্রতি এক নতুন কনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেশে অবাক সবাই। কী আছে ওই ভিডিওতে?

ভাইরাল 'দুলহান'   
প্রতীকী ছবি
ভাইরাল 'দুলহান' প্রতীকী ছবি
ভাইরাল ভিডিও: চলছে বিয়ের মরশুম। আর এই ওয়েডিং সিজনে আজকাল একাধিক মজার মজার ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। আবার কিছু কিছু ভিডিও এমন যা দেখেই চমকে উঠতে হচ্ছে। সম্প্রতি এক নতুন কনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেশে অবাক সবাই। কী আছে ওই ভিডিওতে?
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন কনেকে যিনি তার বিদায়ের সময় খুব আবেগপ্রবণ হয়ে পড়েছেন। শুধু তাই নয় এই ভিডিওতে কনে তাঁর পরিবারকে, বিশেষ করে সম্ভবত তাঁর মাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছেন।
advertisement
advertisement
যদিও এই দৃশ্য আমাদের খুবই চেনা। বিয়ের পর বিদায়ের সময় প্রতিটি মেয়ের হৃদয় ভারাক্রান্ত হয়। মা-বাবা পরিবার ছেড়ে অন্য একটি পরিবারে গিয়ে থাকার ভাবনায় চোখে জল আসে কনে ও পরিবারের সকলেরই। চোখ ভিজে যায় পাড়া প্রতিবেশীদেরও। এই আবেগঘন মুহূর্তটি আরও গভীর হয় সকলের উপস্থিতিতে। তাই এই ভাইরাল দৃশ্যটিও ছিল হৃদয় ছুঁয়ে যাওয়া এক দৃশ্য যা দেখে সবারই চোখ ভিজে উঠবে। কিন্তু ভিডিওতে হঠাৎ করেই এমন এক টুইস্ট আসে যা সবাইকে হতবাক করে দেয়।
advertisement
ভিডিওটিতে দেখবেন আচমকা এমন একটি মুহূর্ত আসে যা সবাইকে অবাক করে দেয়। হঠাৎই কনের মেজাজ বদলে যায় এবং তিনি নাচতে শুরু করে দেন আচমকা। আর তার কীর্তি দেখে সেখানে দাঁড়িয়ে থাকা মহিলারাও হাসিতে ফেটে পড়েন। যেখানে এক মুহূর্ত আগে তিনি কাঁদছিলেন, সেখানে হঠাৎ ওই তরুণী নববধূকে খুশিতে নাচতে দেখা যায়। তার নাচের স্টাইল দেখে সবাই তো অবাক। কনের এই মুড সুইচ কেন হল? কারণটি কী তা আশেপাশের মানুষ না বুঝলেও সবার কাছেই মজার মুহূর্ত হয়ে ওঠে পুরো ঘটনাটি।
advertisement

View this post on Instagram

A post shared by FlyWiser (@flywiser1)

advertisement
আর এই ভাবেই কনের এই অদ্ভুত ও মজার প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। ভিডিওতে, তাঁর বিদায় মুহূর্ত থেকে নাচ সব দেখে নেটিজেনরাও হেসে কুটোপাটি। একদিকে কনের আবেগঘন কান্না যেখানে সকলের চোখে জল এনে দিয়েছিল, অন্যদিকে তাঁর আনন্দ ও নাচ সবাইকে হাসিয়ে দিয়েছে এই ভিডিওতে। আর এই ভিডিওটিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং সবাই এটি বারবার দেখছেন। বন্ধুদের শেয়ার করছেন অনেকে।
advertisement
মজার এই ভিডিওটি প্রমাণ করেছে যে জীবনে সুখী হওয়ার সর্বোত্তম উপায় হল নিজের দুঃখকে হালকাভাবে নেওয়া। এই ভিডিওটি flywiser1 নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও আপলোড করা হয়েছে। যদিও এই ভিডিওটির সত্যতা নিউজ 18 বাংলা যাচাই করেনি। তাই এই ভিডিওর সত্যতা আমরা নিশ্চিত করছি না।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Bride Viral Video: হাউ হাউ করে কাঁদতে কাঁদতেই এ কী করে ফেললেন কনে...? দেখেই পরিবারের চক্ষু চড়কগাছ! ঝড়ের গতিতে ভাইরাল
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement