Success Story: পরপর মেয়ে হওয়ায় ব্যঙ্গ-বিদ্রুপ, বিহারের রাজকুমারের মেয়েদের সাফল্য দেখে সবাই ভগবানের কাছে এমন সন্তানই চাইছে

Last Updated:

যে ব্যক্তি একসময় মেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ছিলেন, সেই মেয়েরাই আজ বাবার পাশে লাঠি হয়ে দাঁড়িয়েছেন।

 বিহারের রাজকুমারের মেয়েদের সাফল্য দেখে সবাই ভগবানের কাছে এমন সন্তানই চাইছে
বিহারের রাজকুমারের মেয়েদের সাফল্য দেখে সবাই ভগবানের কাছে এমন সন্তানই চাইছে
পটনা: একটা সময় কন্যাসন্তান জন্মালেই বাড়িতে কান্নার রোল উঠত। মেয়েকে মনে করা হত, বাবা-মায়ের কাঁধে বাড়তি খরচের বোঝা। লেখাপড়া শিখিয়ে মানুষ করো, তারপর লাখ লাখ টাকা যৌতুক দিয়ে পরের বাড়িতে পাঠিয়ে দাও। বিহারের মতো রাজ্যে পণ বা যৌতুক খুব সাধারণ ঘটনা। সেখানে তাই কন্যাসন্তান জন্মের সঙ্গে সঙ্গে পিতামাতার উদ্বেগ বেড়ে যায়। আজ সেই বিহারেরই এক ব্যক্তি সাত মেয়ের দৌলতে রাজার মতো জীবন কাটাচ্ছেন। আসলে ওই ব্যক্তির সাত মেয়ে এবং প্রত্যেকেই পুলিশ অফিসার।
বিহারের সারান জেলার বাসিন্দা রাজকুমার সিং। তাঁর সাত মেয়ে এবং এক ছেলে। রাজকুমারের পরপর সাতটি মেয়ে হয়। প্রতিবেশীরা ঠাট্টা-তামাশা করত। বলত, ‘এবার খরচ করো’। রাজকুমারের আত্মীয়স্বজনরাও চিন্তায় ছিলেন, ‘‘সব সঞ্চয় মেয়েদের বিয়ে দিতেই খরচ হয়ে যাবে।’’ রাজকুমারের দুশ্চিন্তাও কম ছিল না। কিন্তু আজ রাজকুমারের ভাগ্যকে হিংসে করে পাড়া-প্রতিবেশীরা। বলে, হ্যাঁ, মেয়েকে মানুষের মতো মানুষ করেছে বটে।
advertisement
advertisement
সাত মেয়েই পুলিশ অফিসার: বিহারের সারান জেলার ছোট্ট গ্রামে থাকেন রাজকুমার। আটার মিল আছে তাঁর। সেটাই তার উপার্জনের একমাত্র অবলম্বন। এক সময় স্ত্রী ও আট সন্তান নিয়ে এক কামরার বাড়িতে থাকতেন। পাড়া-প্রতিবেশীরা শুধু রাজকুমার নয়, তাঁর সাত মেয়েকেও ব্যঙ্গ-বিদ্রুপ করত। কিন্তু আজ তাঁর সব মেয়েই পুলিশে চাকরি করেন। মেয়েরা বাবার জন্য বাড়িতে দুটো ঘর করেছেন। যে ব্যক্তি একসময় মেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ছিলেন, সেই মেয়েরাই আজ বাবার পাশে লাঠি হয়ে দাঁড়িয়েছেন।
advertisement
advertisement
বিভিন্ন বিভাগে পোস্টিং: রাজকুমারের সাত মেয়েই পুলিশের চাকরির পরীক্ষায় হাসতে হাসতে পাশ করেছেন। বড় মেয়ে রানি বিহার পুলিশে, দ্বিতীয়জন এসএসবি-তে, তৃতীয়জন সোনি সিআরপিএফ-এ, চতুর্থজন প্রীতি ক্রাইম ব্রাঞ্চে, পঞ্চমজন পিঙ্কি আবগারি পুলিশে, ষষ্ঠজন বিহার পুলিশে কর্মরত এবং সপ্তম জন নন্হি কুমারী জিআরপি-তে চাকরি করেন। এখন পাড়া-প্রতিবেশীরা আর ব্যঙ্গ-বিদ্রুপ করার সাহস পায় না। বরং রাজকুমারের উদাহরণ দেয়। যাঁরা কন্যাসন্তানকে বোঝা মনে করেন, এই সাত বোন তাঁদের কাছেও মূর্তিমান জবাব!
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Success Story: পরপর মেয়ে হওয়ায় ব্যঙ্গ-বিদ্রুপ, বিহারের রাজকুমারের মেয়েদের সাফল্য দেখে সবাই ভগবানের কাছে এমন সন্তানই চাইছে
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement