Organic Tomato: অর্গানিক টম্যাটো উৎপাদন করে লক্ষ টাকা আয়! রাজস্থানের কৃষকের কায়দা মুনাফার পথ খুলে দেবে সবার জন্যই
- Written by:Trending Desk
- Edited by:Rachana Majumder
Last Updated:
অনেক কৃষকই ঐতিহ্যবাহী চাষের পরিবর্তে নগদ চাষে বেশি মনোযোগ দিচ্ছেন, যা তাঁদের অর্থনৈতিক সুরাহার পথ দেখাবে।
টম্যাটো চাষ করেই লাখপতি! এমনি ঘটনা ঘটেছে রাজস্থানে। ভারতীয় অর্থনীতি অনেকাংশেই কৃষির উপর নির্ভরশীল। ভারতীয় কৃষকও তার অর্থনৈতিক অবস্থাকে শক্তিশালী করতে নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার করছে। সাফল্যও আসছে। নানা রকম শক্তিশালী কৌশল প্রয়োগ করে কৃষি উৎপাদন বৃদ্ধি যেমন করা হচ্ছে, তেমনি কৃষি পণ্য রফতানির ব্যবস্থাও করা হচ্ছে।
অনেক কৃষকই ঐতিহ্যবাহী চাষের পরিবর্তে নগদ চাষে বেশি মনোযোগ দিচ্ছেন, যা তাঁদের অর্থনৈতিক সুরাহার পথ দেখাবে। এমনই একজন কৃষক হলেন রাজস্থানের দিগ জেলার মতিরাম। কম খরচে টম্যাটো চাষ করে দ্বিগুণ লাভ পাচ্ছেন তিনি।
কৃষক মতিরাম জানান, আগে তিনি গ্রামের অন্য কৃষকদের জমি লিজ দিয়ে দিতেন। কিন্তু নিজে চাষ করতেন না। জমি ইজারা নিয়ে অন্য কৃষকেরা সবজি চাষ করে ভালই লাভ করতেন। সেই দিকে নজর রেখেই মতিরাম নিজে চাষ করার কথা ভাবতে শুরু করেন। জমি ইজারা না দিয়ে নিজে টম্যাটো চাষ শুরু করেন। টম্যাটো এমন একটি জিনিস যা ইদানীং নিত্য ব্যবহার্য খাদ্যপণ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। ঘরে ঘরে স্যালাড, চাটনি, আচার, স্যুপ, এমনকী সবজি হিসেবেও টম্যাটোর ব্যবহার হয়। ফলে চাহিদা তুঙ্গে। মতিরামের দাবি চাষ করে দু’লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন তিনি।
advertisement
advertisement
advertisement
চার একর জমি থেকে ৮-১০ লাখ টাকা আয়
এক একর জমিতে ২৫০ থেকে ৩০০ কুইন্ট্যাল টম্যাটো উৎপন্ন হয়। এই চাষে জৈব সার ব্যবহার করেছেন মতিলাল। রাসায়নিক সার দিয়ে উৎপাদিত টম্যাটোর তুলনায় এই টম্যাটোর বাজারমূল্য অনেকটা বেশি, প্রায় দ্বিগুণ।
ফসলের দাম ভাল পাওয়ায় একর প্রতি দু’লাখ টাকা পর্যন্ত আয় হয়, ফলে চার একর জমিতে ৮ থেকে ১০ লাখ টাকা। মতিরামের লাভ দেখে অন্য কৃষকরাও জমি ইজারা নিয়ে প্রায় ২০ থেকে ২৫ একর জমিতে অর্গানিক টম্যাটো চাষ করার কথা ভাবছেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 12, 2023 3:29 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Organic Tomato: অর্গানিক টম্যাটো উৎপাদন করে লক্ষ টাকা আয়! রাজস্থানের কৃষকের কায়দা মুনাফার পথ খুলে দেবে সবার জন্যই