Medinipur Station: 'বসন্ত বিলাপ'-এর ক্লাইম্যাক্স শ্যুটিং হয়েছিল, ঐতিহ্য বিজড়িত মেদিনীপুর স্টেশনের ইতিহাস রোমহর্ষক, জানুন

Last Updated:

Medinipur Station History: ইতিহাস এবং ঐতিহ্য বহন করে চলা এই প্রাচীন মেদিনীপুর স্টেশন এর ভোল বদলে দিচ্ছে রেল। ঝাঁ চকচকে হচ্ছে মেদিনীপুর স্টেশন।

+
ইতিহাসে

ইতিহাসে মোড়া মেদিনীপুর স্টেশন

মেদিনীপুর, রঞ্জন চন্দ: ‘আমি জানতাম, তুমি আসবে। তাই অপেক্ষা করছিলাম।’ রেল স্টেশন ছেড়ে দেওয়ার পরেও প্রিয়তমার জন্য অপেক্ষা করছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় অর্থাৎ শ্যাম। দৌড়ে দৌড়ে এসে স্টেশনে ঢুকেও শ্যামকে দেখতে না পেয়ে আশাহত হয়ে ফিরে যাচ্ছিলেন প্রিয়তমা অনুরাধা। বাস্তবের সঙ্গে মিল খুঁজে পেলেও এটি এক সিনেমার চিত্রনাট্য। তবে এ কথা কেন বলছি জানেন? আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে শুটিং হয়েছিল মেদিনীপুর শহরে মেদিনীপুর স্টেশনে।
৫০ বছর আগের সেই স্মৃতি বয়ে চলেছে ইংরেজদের স্মৃতি বিজড়িত এই স্টেশন। শুধু ইংরেজ শাসনকালে যে মেদিনীপুর প্রতিষ্ঠা হয়েছিল তা নয়, বিপ্লবের দুর্জয় ঘাঁটি এবং চলচ্চিত্রের এক অন্যতম দৃশ্যপট সূচনা হয়েছিল এই স্টেশনে। তখন যুবক সৌমিত্র চট্টোপাধ্যায়, অন্যদিকে সিনেমার নায়িকা অপর্ণা সেন। সেদিনের প্রেমের সেই সাদা কাল ছবি ‘বসন্ত বিলাপ’-এর ক্লাইম্যাক্সে ইঞ্জিনের ধোঁয়া উড়িয়ে প্যাসেঞ্জার ট্রেন মেদিনীপুর স্টেশনের প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাওয়ার পরেই ফুট ওভারব্রিজে পা-রাখা নায়িকা অনুরাধার (অপর্ণা সেন)। ১৯০১ সালের দিকে শহর মেদিনীপুরের সঙ্গে কলকাতা শহরের যোগাযোগের জন্য বেঙ্গল নাগপুর রেলওয়ের অধীনে মেদিনীপুর স্টেশন প্রতিষ্ঠা হয়।
advertisement
আরও পড়ুনঃ রোপওয়ে, বোটিং, কত কত রাইড…! কলকাতা থেকে ৩০ টাকায় পৌঁছে যাবেন, ‘এই’ পিকনিক স্পট হতেই পারে উইকএন্ড ডেস্টিনেশন
পাথরের উপর পাথর সাজিয়ে তৈরি করা হয় এই স্টেশন। চলত কয়লা ইঞ্জিন। ইংরেজ সময়কালে বেঙ্গল নাগপুর রেলওয়ে এর অধীনে রেলপথ বিছানোর কাজ শুরু হয়। যার বর্তমান নাম দক্ষিণ-পূর্ব রেলওয়ে। তবে খড়গপুর স্টেশন এর প্রতিষ্ঠার কয়েক বছর পর মেদিনীপুর শহরের কথা ভেবে মেদিনীপুরের তৈরি করা হয় স্টেশন। চলত একাধিক প্যাসেঞ্জার ট্রেন। ১৯৭৩ সালেই এই স্টেশনে শুটিং করা হয় বিখ্যাত সিনেমা ‘বসন্ত বিলাপ’। যেখানে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, রবি ঘোষের মত বিখ্যাত কলাকুশলীরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ৫ দিন ধরে বাতিল IndiGo-এর প্রচুর বিমান! যাত্রীদের গন্তব্যে পৌঁছতে স্পেশ্যাল ট্রেন চালাবে রেল, জানুন সময়সূচি
মেদিনীপুর শহরের অলিতে গলিতে শুটিং হলেও সিনেমার এক পরিচিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দৃশ্য শুটিং করা হয়েছিল তৎকালীন মেদিনীপুর স্টেশনে। দৃশ্যে দেখান হয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায় অপেক্ষা করছেন আর তার সঙ্গে দেখা করতে রুদ্ধশ্বাসে এসেছেন অপর্ণা সেন। ঠিক ক্লাইম্যাক্স এবং প্রেমের কাহিনী চোখে জল এনে দিয়েছিল সকলের। এত নিবিড় ভালবাসা শুধু সিনেমা চরিত্রে নয়, বাস্তবের সঙ্গেও অনেকে মিল খুঁজেছেন। তবে ইতিহাস এবং ঐতিহ্য বহন করে চলা এই প্রাচীন মেদিনীপুর স্টেশন এর ভোল বদলে দিচ্ছে রেল। ঝাঁ চকচকে হচ্ছে মেদিনীপুর স্টেশন। তবে ইতিহাস এবং ঐতিহ্যের সাক্ষী ব্রিটিশদের তৈরি এই স্টেশন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Medinipur Station: 'বসন্ত বিলাপ'-এর ক্লাইম্যাক্স শ্যুটিং হয়েছিল, ঐতিহ্য বিজড়িত মেদিনীপুর স্টেশনের ইতিহাস রোমহর্ষক, জানুন
Next Article
advertisement
Civic Volunteer Arrested: কনস্টেবল পরিচয় দিয়ে বিয়ের প্রতিশ্রুতি, তরুণীর সঙ্গে সহবাস! বর্ধমানে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার
কনস্টেবল পরিচয় দিয়ে বিয়ের প্রতিশ্রুতি, তরুণীর সঙ্গে সহবাস!বর্ধমানে ধৃত সিভিক ভলেন্টিয়
  • বর্ধমান থেকে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার৷

  • বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল বর্ধমান থানার পলপ

VIEW MORE
advertisement
advertisement