Picnic Spot: রোপওয়ে, বোটিং, কত কত রাইড...! কলকাতা থেকে ৩০ টাকায় পৌঁছে যাবেন, 'এই' পিকনিক স্পট হতেই পারে উইকএন্ড ডেস্টিনেশন

Last Updated:
Picnic Spot: হালকা শীতের অনুভূতি মিলতে শুরু করেছে রাজ্যে, ডিসেম্বরের শুরু থেকেই আনন্দ উৎসবের পাশাপাশি খাওয়া-দাওয়া পিকনিকের আনন্দে মজে উঠতে দেখা যাবে সকলকে।
1/6
*উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: হালকা শীতের অনুভূতি মিলতে শুরু করেছে রাজ্যে, ডিসেম্বরের শুরু থেকেই আনন্দ উৎসবের পাশাপাশি খাওয়া-দাওয়া পিকনিকের আনন্দে মজে উঠতে দেখা যাবে সকলকে। শহর ও শহরতলীর পাশাপাশি এক থেকে দেড় ঘণ্টার দূরত্বের জেলার পিকনিক স্পটগুলিতে প্রতিবছরই ভিড় জমে মানুষের। কীভাবে, কখন, কোথায় কত টাকায় করা যাবে পিকনিক? সারাদিন আনন্দে কাটানো যাবে পরিবার-পরিজন, বন্ধুবান্ধব প্রিয় মানুষদের নিয়ে, হদিস দেব আমরা...
*উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: হালকা শীতের অনুভূতি মিলতে শুরু করেছে রাজ্যে, ডিসেম্বরের শুরু থেকেই আনন্দ উৎসবের পাশাপাশি খাওয়া-দাওয়া পিকনিকের আনন্দে মজে উঠতে দেখা যাবে সকলকে। শহর ও শহরতলীর পাশাপাশি এক থেকে দেড় ঘণ্টার দূরত্বের জেলার পিকনিক স্পটগুলিতে প্রতিবছরই ভিড় জমে মানুষের। কীভাবে, কখন, কোথায় কত টাকায় করা যাবে পিকনিক? সারাদিন আনন্দে কাটানো যাবে পরিবার-পরিজন, বন্ধুবান্ধব প্রিয় মানুষদের নিয়ে, হদিস দেব আমরা...
advertisement
2/6
*কীভাবে যাবেন? উত্তর ২৪ পরগনা জেলার সদর শহর বারাসত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত অশোকনগর কল্যাণগড় পুরসভার অন্তর্গত মিলেনিয়াম সায়েন্স পার্ক। সিজনে সকাল ১০.৩০ থেকে ৭.১৫ পর্যন্ত খোলা থাকে পার্ক। পার্কে প্রবেশের টিকিট মূল্য দশ বছরের উপরে ৩০ টাকা। দশ বছরের নিচে ২০ টাকা।
*কীভাবে যাবেন? উত্তর ২৪ পরগনা জেলার সদর শহর বারাসত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত অশোকনগর কল্যাণগড় পুরসভার অন্তর্গত মিলেনিয়াম সায়েন্স পার্ক। সিজনে সকাল ১০.৩০ থেকে ৭.১৫ পর্যন্ত খোলা থাকে পার্ক। পার্কে প্রবেশের টিকিট মূল্য দশ বছরের উপরে ৩০ টাকা। দশ বছরের নিচে ২০ টাকা।
advertisement
3/6
*শিয়ালদহ থেকে ট্রেনে চড়ে নামতে হবে অশোকনগর কিংবা হাবরা স্টেশনে। দুটি স্টেশন থেকে বেরিয়ে অটো এবং টোটোতে চড়লে সোজা পৌঁছে যাবেন পার্কে। অটোতে ভাড়া ১৫-২০ টাকা। টোটোতে আর একটু বেশি ভাড়া। সময় লাগে ২০-২৫ মিনিট।
*শিয়ালদহ থেকে ট্রেনে চড়ে নামতে হবে অশোকনগর কিংবা হাবরা স্টেশনে। দুটি স্টেশন থেকে বেরিয়ে অটো এবং টোটোতে চড়লে সোজা পৌঁছে যাবেন পার্কে। অটোতে ভাড়া ১৫-২০ টাকা। টোটোতে আর একটু বেশি ভাড়া। সময় লাগে ২০-২৫ মিনিট।
advertisement
4/6
*কেন আসবেন! প্রায় ২৬ একর জায়গা নিয়ে পাঁচিলঘেরা এই পার্কে রয়েছে রোপওয়ে (আপাতত মেইনটেনেন্সের কারণে বন্ধ রয়েছে), বোটিং, সায়েন্স রুম, ঘোড়া দোলনা, তারামণ্ডল-সহ থ্রিডি শো, ভূতের গুহা আরও অনেক কিছু। পিকনিক করতে গেলে, বা সারাদিন সময় কাটাতে চাইলে অনায়াসে কেটে যাবে সময়। হৈ-হুল্লোড় করে সন্তানকে সঙ্গে নিয়ে আনন্দ করতে চাইলে, এই জায়গা আদর্শ ঠিকানা।
*কেন আসবেন! প্রায় ২৬ একর জায়গা নিয়ে পাঁচিলঘেরা এই পার্কে রয়েছে রোপওয়ে (আপাতত মেইনটেনেন্সের কারণে বন্ধ রয়েছে), বোটিং, সায়েন্স রুম, ঘোড়া দোলনা, তারামণ্ডল-সহ থ্রিডি শো, ভূতের গুহা আরও অনেক কিছু। পিকনিক করতে গেলে, বা সারাদিন সময় কাটাতে চাইলে অনায়াসে কেটে যাবে সময়। হৈ-হুল্লোড় করে সন্তানকে সঙ্গে নিয়ে আনন্দ করতে চাইলে, এই জায়গা আদর্শ ঠিকানা।
advertisement
5/6
*পিকনিকের জন্য হয়েছে ব্যবস্থা। পার্কের ভেতরে রয়েছে ৫০টির মতো পিকনিক স্পট। লোক সংখ্যা অনুযায়ী বেছে নিতে পারেন পছন্দের জায়গা। পিকনিক স্পটের ভাড়া ৭০০, ১০০০, ১২০০ থেকে ৩৫০০ টাকা পর্যন্ত। কার পার্কিং ফ্রি রয়েছে, তবে বাইক পার্কিংয়ের জন্য ১৫ টাকা। আর পার্কের ভেতরেই চাইলে টুকটাক খাবারের দোকান রয়েছে। পিকনিক করতে চাইলে আগে থেকে বুকিং করতে হবে। সেক্ষেত্রে সশরীরে একজনকে আসতে হবে পার্কে। পার্কের ভেতরের বিভিন্ন রাইড চড়ার জন্য আলাদা আলাদা টিকিট কাটতে হবে। ২০-৪০ টাকার মধ্যেই রয়েছে সব রাইডের টিকিট মূল্য।
*পিকনিকের জন্য হয়েছে ব্যবস্থা। পার্কের ভেতরে রয়েছে ৫০টির মতো পিকনিক স্পট। লোক সংখ্যা অনুযায়ী বেছে নিতে পারেন পছন্দের জায়গা। পিকনিক স্পটের ভাড়া ৭০০, ১০০০, ১২০০ থেকে ৩৫০০ টাকা পর্যন্ত। কার পার্কিং ফ্রি রয়েছে, তবে বাইক পার্কিংয়ের জন্য ১৫ টাকা। আর পার্কের ভেতরেই চাইলে টুকটাক খাবারের দোকান রয়েছে। পিকনিক করতে চাইলে আগে থেকে বুকিং করতে হবে। সেক্ষেত্রে সশরীরে একজনকে আসতে হবে পার্কে। পার্কের ভেতরের বিভিন্ন রাইড চড়ার জন্য আলাদা আলাদা টিকিট কাটতে হবে। ২০-৪০ টাকার মধ্যেই রয়েছে সব রাইডের টিকিট মূল্য।
advertisement
6/6
*পার্কে ৬০ জন কর্মী রয়েছে, তা ছাড়াও পুলিশ মোতায়েন রাখা হয় নিরাপত্তার জন্য। রান্নার ব্যবস্থা থাকলেও বক্স বাজিয়ে গান শোনার অনুমতি নেই, তবে পার্কেই মিউজিক সিস্টেমে চলে গান। পার্কের ভেতর রান্না করতে চাইলে বাসনপত্র নিয়ে আসতে হবে আর তা না হলে আগে থেকে পার্কের কর্মীদের সঙ্গে যোগাযোগ করেও ব্যবস্থা করতে পারেন রান্নার জিনিসপত্রের তার জন্য অতিরিক্ত কিছু টাকাও দিতে হতে পারে। মঙ্গলবার বন্ধ থাকে পার্ক। কোনওরকম জিজ্ঞাসাবাদের জন্য ফোন করতে পারেন 7586065537 নম্বরে।
*পার্কে ৬০ জন কর্মী রয়েছে, তা ছাড়াও পুলিশ মোতায়েন রাখা হয় নিরাপত্তার জন্য। রান্নার ব্যবস্থা থাকলেও বক্স বাজিয়ে গান শোনার অনুমতি নেই, তবে পার্কেই মিউজিক সিস্টেমে চলে গান। পার্কের ভেতর রান্না করতে চাইলে বাসনপত্র নিয়ে আসতে হবে আর তা না হলে আগে থেকে পার্কের কর্মীদের সঙ্গে যোগাযোগ করেও ব্যবস্থা করতে পারেন রান্নার জিনিসপত্রের তার জন্য অতিরিক্ত কিছু টাকাও দিতে হতে পারে। মঙ্গলবার বন্ধ থাকে পার্ক। কোনওরকম জিজ্ঞাসাবাদের জন্য ফোন করতে পারেন 7586065537 নম্বরে।
advertisement
advertisement
advertisement