IndiGo Flight Cancel: ৫ দিন ধরে বাতিল IndiGo-এর প্রচুর বিমান! যাত্রীদের গন্তব্যে পৌঁছতে স্পেশ্যাল ট্রেন চালাবে রেল, জানুন সময়সূচি

Last Updated:
IndiGo Flight Cancel: বিমান যাত্রীদের কথা ভেবে তাদের যাতে সমস্যা কমে তাই এবার অভিনব ভাবনা নিল রেল। চাহিদার চাপে অতিরিক্ত স্পেশ্যাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল। ইন্ডিগো ফ্লাইট বাতিলের ধাক্কা সামলাতে উদ্যোগ দক্ষিণ-পূর্ব রেলের।
1/7
*চলছে ইন্ডিগো বিমান চলাচলের সমস্যা। বিভিন্ন বিমানবন্দরে আটকে রয়েছেন বিমান যাত্রীরা। তবে এবার বিমান যাত্রীদের কথা ভেবে তাদের যাতে সমস্যা কমে তাই এবার অভিনব ভাবনা নিল রেল। চাহিদার চাপে অতিরিক্ত স্পেশ্যাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল। ইন্ডিগো ফ্লাইট বাতিলের ধাক্কা সামলাতে উদ্যোগ দক্ষিণ-পূর্ব রেলের। বিভিন্ন রুটে একাধিক স্পেশ্যাল ট্রেন চালান হবে। সংগৃহীত ছবি। 
*চলছে ইন্ডিগো বিমান চলাচলের সমস্যা। বিভিন্ন বিমানবন্দরে আটকে রয়েছেন বিমান যাত্রীরা। তবে এবার বিমান যাত্রীদের কথা ভেবে তাদের যাতে সমস্যা কমে তাই এবার অভিনব ভাবনা নিল রেল। চাহিদার চাপে অতিরিক্ত স্পেশ্যাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল। ইন্ডিগো ফ্লাইট বাতিলের ধাক্কা সামলাতে উদ্যোগ দক্ষিণ-পূর্ব রেলের। বিভিন্ন রুটে একাধিক স্পেশ্যাল ট্রেন চালান হবে। সংগৃহীত ছবি।
advertisement
2/7
*ইন্ডিগো–র একাধিক ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে শত শত যাত্রী। নির্দিষ্ট গন্তব্যে যেতে সমস্যায় পড়তে হয়েছে সকলকে। দ্রুত বিকল্প পরিবহণের চাহিদা বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হয় বিমানবন্দর ও স্টেশন উভয়ক্ষেত্রেই। এমন অবস্থায় যাত্রীদের স্বস্তি দিতে ও চাপ সামলাতে বিশেষ ব্যবস্থা নিল দক্ষিণ-পূর্ব রেল। জরুরি পরিস্থিতিতে যাত্রীদের নির্বিঘ্ন যাত্রার সুযোগ করে দিতে একাধিক স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। সংগৃহীত ছবি। 
*ইন্ডিগো–র একাধিক ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে শত শত যাত্রী। নির্দিষ্ট গন্তব্যে যেতে সমস্যায় পড়তে হয়েছে সকলকে। দ্রুত বিকল্প পরিবহণের চাহিদা বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হয় বিমানবন্দর ও স্টেশন উভয়ক্ষেত্রেই। এমন অবস্থায় যাত্রীদের স্বস্তি দিতে ও চাপ সামলাতে বিশেষ ব্যবস্থা নিল দক্ষিণ-পূর্ব রেল। জরুরি পরিস্থিতিতে যাত্রীদের নির্বিঘ্ন যাত্রার সুযোগ করে দিতে একাধিক স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। সংগৃহীত ছবি।
advertisement
3/7
*রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া, শালিমার, সাঁতরাগাছি থেকে ইয়েলাহাঙ্কা, মুম্বই ও হায়দরাবাদগামী বিশেষ ট্রেন চলবে নির্দিষ্ট দিনে। সংশ্লিষ্ট রুটে যাত্রীদের বাড়তি ভিড় সামলাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেলের এক আধিকারিক। সংগৃহীত ছবি। 
*রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া, শালিমার, সাঁতরাগাছি থেকে ইয়েলাহাঙ্কা, মুম্বই ও হায়দরাবাদগামী বিশেষ ট্রেন চলবে নির্দিষ্ট দিনে। সংশ্লিষ্ট রুটে যাত্রীদের বাড়তি ভিড় সামলাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেলের এক আধিকারিক। সংগৃহীত ছবি।
advertisement
4/7
*বিজ্ঞপ্তি প্রকাশ করে জানা গিয়েছে, সাঁতরাগাছি–ইয়েলাহাঙ্কা–সাঁতরাগাছি স্পেশ্যাল (০৮০৭৩/০৮০৭৪)। সাঁতরাগাছি থেকে ছাড়বে ৭ ডিসেম্বর ২০২৫, বিকেল ১৪:৪৫-এ। পৌঁছবে তৃতীয় দিনের রাত ১২:৫৫-এ। একইভাবে ০৮০৭৪ ইয়েলাহাঙ্কা থেকে ছাড়বে ৯ ডিসেম্বর ২০২৫, ভোর ০৪:৪৫-এ, পৌঁছবে পরের দিন দুপুর ১৪:০০ মিনিটে। স্টপেজ থাকছে খড়গপুর, বালেশ্বরে। সংগৃহীত ছবি। 
*বিজ্ঞপ্তি প্রকাশ করে জানা গিয়েছে, সাঁতরাগাছি–ইয়েলাহাঙ্কা–সাঁতরাগাছি স্পেশ্যাল (০৮০৭৩/০৮০৭৪)। সাঁতরাগাছি থেকে ছাড়বে ৭ ডিসেম্বর ২০২৫, বিকেল ১৪:৪৫-এ। পৌঁছবে তৃতীয় দিনের রাত ১২:৫৫-এ। একইভাবে ০৮০৭৪ ইয়েলাহাঙ্কা থেকে ছাড়বে ৯ ডিসেম্বর ২০২৫, ভোর ০৪:৪৫-এ, পৌঁছবে পরের দিন দুপুর ১৪:০০ মিনিটে। স্টপেজ থাকছে খড়গপুর, বালেশ্বরে। সংগৃহীত ছবি।
advertisement
5/7
*অন্যদিকে, হাওড়া–সিএসএমটি মুম্বই–হাওড়া স্পেশাল (০২৮৭০/০২৮৬৯)। হাওড়া থেকে ছাড়বে ৬ ডিসেম্বর ২০২৫, দুপুর ১৩:৫৫-এ। পৌঁছবে পরের দিন রাত ২৩:৪৫-এ। ডাউন ০২৮৬৯ মুম্বই থেকে ছাড়বে ৮ ডিসেম্বর ২০২৫, সকাল ১১:০৫-এ। পৌঁছবে পরের দিন রাত ২০:৫৫ মিনিটে। স্টপেজ দেওয়া হয়েছে খড়গপুর, টাটানগর, রউরকেলা, ঝাড়সুগুড়া স্টেশনে। সংগৃহীত ছবি। 
*অন্যদিকে, হাওড়া–সিএসএমটি মুম্বই–হাওড়া স্পেশাল (০২৮৭০/০২৮৬৯)। হাওড়া থেকে ছাড়বে ৬ ডিসেম্বর ২০২৫, দুপুর ১৩:৫৫-এ। পৌঁছবে পরের দিন রাত ২৩:৪৫-এ। ডাউন ০২৮৬৯ মুম্বই থেকে ছাড়বে ৮ ডিসেম্বর ২০২৫, সকাল ১১:০৫-এ। পৌঁছবে পরের দিন রাত ২০:৫৫ মিনিটে। স্টপেজ দেওয়া হয়েছে খড়গপুর, টাটানগর, রউরকেলা, ঝাড়সুগুড়া স্টেশনে। সংগৃহীত ছবি।
advertisement
6/7
*বিজ্ঞপ্তিতে আরও জানান হয়েছে, চেরলাপল্লি–শালিমার–চেরলাপল্লি স্পেশাল (০৭১৪৮/০৭১৪৯)। চেরলাপল্লি থেকে ছাড়বে ৬ ডিসেম্বর ২০২৫, রাত ২১:৩৫-এ। পৌঁছবে পরের দিন রাত ২৩:৫০-এ।০৭১৪৯ শালিমার থেকে ছাড়বে ৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:১০-এ। পৌঁছবে পরের দিন বিকেল ১৬:০০ মিনিটে। স্টপেজ থাকবে সাঁতরাগাছি, খড়গপুর, বালেশ্বর স্টেশনে। সংগৃহীত ছবি। 
*বিজ্ঞপ্তিতে আরও জানান হয়েছে, চেরলাপল্লি–শালিমার–চেরলাপল্লি স্পেশাল (০৭১৪৮/০৭১৪৯)। চেরলাপল্লি থেকে ছাড়বে ৬ ডিসেম্বর ২০২৫, রাত ২১:৩৫-এ। পৌঁছবে পরের দিন রাত ২৩:৫০-এ।০৭১৪৯ শালিমার থেকে ছাড়বে ৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:১০-এ। পৌঁছবে পরের দিন বিকেল ১৬:০০ মিনিটে। স্টপেজ থাকবে সাঁতরাগাছি, খড়গপুর, বালেশ্বর স্টেশনে। সংগৃহীত ছবি।
advertisement
7/7
*রেল সূত্রে জানান হয়েছে, হঠাৎ ফ্লাইট বাতিল হওয়ায় যে যাত্রীরা গন্তব্যে পৌঁছনোর জন্য মরিয়া হয়ে পড়েছিলেন, তাঁদের জন্য রেলের এই উদ্যোগ।দীর্ঘ দূরত্বের রুটে দ্রুত বিকল্প ব্যবস্থা গড়ে তোলার জন্য দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা। সংগৃহীত ছবি।
*রেল সূত্রে জানান হয়েছে, হঠাৎ ফ্লাইট বাতিল হওয়ায় যে যাত্রীরা গন্তব্যে পৌঁছনোর জন্য মরিয়া হয়ে পড়েছিলেন, তাঁদের জন্য রেলের এই উদ্যোগ।দীর্ঘ দূরত্বের রুটে দ্রুত বিকল্প ব্যবস্থা গড়ে তোলার জন্য দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement