আচমকাই একে অপরের গলা টিপে ধরছে ছাত্রছাত্রীরা, তারপরেই অজ্ঞান হয়ে যাচ্ছে ! এ কোন ভূতুড়ে কাণ্ডে হচ্ছে স্কুলে…
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Bareilly Latest News: মূহূর্তের মধ্যেই চাউর হয়ে যায় যে, ভূতের উপদ্রবেই এই হাল। ঘটনাস্থল উত্তরপ্রদেশের বরেলির একটি স্কুল।
চিত্তরঞ্জন সিং, বরেলি: আজব অদ্ভুতুড়ে কাণ্ড স্কুলের মধ্যে! ক্লাস চলাকালীন আচমকাই অদ্ভুতুড়ে আচরণ করতে শুরু করে স্কুলের পড়ুয়ারা। এরপরেই অসুস্থ হয়ে পড়ে তারা। যা দেখে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়। এমনকী, মূহূর্তের মধ্যেই চাউর হয়ে যায় যে, ভূতের উপদ্রবেই এই হাল। ঘটনাস্থল উত্তর প্রদেশের বরেলির একটি স্কুল।
কিন্তু কী এমন ঘটেছে সেখানে? স্থানীয় সূত্রে খবর, ভূত-প্রেতের উপস্থিতির বিভ্রমে আচমকাই স্কুলের পড়ুয়ারা একে অপরের গলা টিপে ধরতে থাকে। এরপরেই একে একে সংজ্ঞা হারাতে থাকে তারা। আর এই গোটা ঘটনা দেখে স্কুলে শুরু হয়ে যায় হইচই। আর চাপা থাকেনি কিছু। হু-হু করে গ্রামে চাউর হয়ে যায় এই আজব ঘটনার কথা। ফলে গ্রামবাসী এবং ওই শিশুদের পরিবারে শুরু হয় তীব্র চাঞ্চল্য।
advertisement
advertisement
বরেলির নবাবগঞ্জ থানা এলাকার ইন্ধ জাগিরের সরকারি জুনিয়র হাইস্কুলের এই ঘটনার কথা প্রচারের আলোয় এসেছে। সেখানকার পড়ুয়ারা অদ্ভুত আচরণ করে অসুস্থ হয়ে পড়েছিল। সেই খবর পেয়ে অবিলম্বে স্কুলে পৌঁছে যায় মেডিকেল টিম। প্রাথমিক চিকিৎসার পর অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে অসুস্থ পড়ুয়াদের। আর ভয়ঙ্কর এই ঘটনার পরে স্কুলের অন্যান্য পড়ুয়াদের মধ্যেও আতঙ্কের উদ্রেক হয়।
advertisement
এই বিষয়ে প্রশ্ন করা হলে শিশুরা যা বলেছে, তা শুনে সকলেরই বুক কেঁপে ওঠে। স্কুলের পড়ুয়া শিশুদের দাবি, এক মহিলা তাদের ভয় দেখাচ্ছিল। ওই মহিলার হাতে ছিল লম্বা লম্বা নখ। এরপর স্কুলে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে, ওই দিন মিড-ডে মিলে আলু আর ভাত খেয়েছিল পড়ুয়ারা। এরপরে মিড-ডে মিলের খাবার পরীক্ষা করে দেখা হয়। দেখা যায়, খাবারে কোনও সমস্যা নেই।
advertisement
যে চিকিৎসকেরা বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা করেছেন, তাঁরা বলেন যে, শিশুদের মধ্যে কোনওরকম রোগের উপসর্গ নেই। তবে তাঁদের মতে, ঠান্ডা এবং ক্লান্তির কারণে এই ধরনের সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। এমনকী চিকিৎসকরা এ-ও মনে করছেন যে, গ্রুপ হিস্টেরিয়া বা অনেকের একসঙ্গে হিস্টেরিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব ক্ষেত্রে গোটা গ্রুপটা একই রকম আচরণ করতে শুরু করে। এই বিষয়ে আরও তথ্য দিয়ে ওই চিকিৎসক জানান য, কখনও কখনও একসঙ্গে আলোচনা এবং পরিবারের মধ্যে থাকা কুসংস্কারের প্রভাবে এমন ঘটনা দেখা দিতে পারে।
advertisement
এদিকে এই ঘটনার পরেই এলাকায় চাউর হয়ে গিয়েছে যে, কোনও অদৃশ্য শক্তির আবির্ভাব ঘটেছে এবং তা এলাকায় ছড়িয়ে পড়েছে। তাই কোনও রকম গুজবে কান না দেওয়ার জন্য গ্রামবাসীদের কাছে অনুরোধ জানিয়েছেন এসডিএম।
Location :
Bareilly,Uttar Pradesh
First Published :
December 03, 2024 2:40 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
আচমকাই একে অপরের গলা টিপে ধরছে ছাত্রছাত্রীরা, তারপরেই অজ্ঞান হয়ে যাচ্ছে ! এ কোন ভূতুড়ে কাণ্ডে হচ্ছে স্কুলে…