ঘর থেকে বেরোতেন না নববধূ, ননদ দরজা ঠেলে ঢুকেই একদিন চমকে উঠলেন! পরিবার বিপর্যয়ের মুখে

Last Updated:

Baghpat News : ঘটনা উত্তর প্রদেশের বাগপতের। জানা গিয়েছে যে দিল্লির মঙ্গলপুরির বাসিন্দা বাবলির বিয়ে হয়েছিল বাগপতের কপিলের সঙ্গে, তিনি ইউপি পুলিশে হেড কনস্টেবল হিসেবে কাজ করেন। কপিল বর্তমানে হাথরসে কর্মরত।

ঘর থেকে বেরোতেন না নববধূ, ননদ দরজা ঠেলে ঢুকেই একদিন চমকে উঠলেন!
ঘর থেকে বেরোতেন না নববধূ, ননদ দরজা ঠেলে ঢুকেই একদিন চমকে উঠলেন!
Report: Binesh Pawar
বাঘপত, উত্তর প্রদেশ: এখন আর সে দিন নেই যখন নববধূরা বাড়ির বাইরে যান না! কিন্তু, বাগপতের এক নববধূ নিজেকে সারা দিন ঘরেই আটকে রাখতেন, খুব একটা কোথাও বের হতেন না। একদিন যখন তাঁর ননদ দরজা ঠেলে সেই ঘরে ঢুকলেন, পাওয়া গেল কেবল নববধূর প্রাণহীন দেহ!
ঘটনা উত্তর প্রদেশের বাগপতের। জানা গিয়েছে যে দিল্লির মঙ্গলপুরির বাসিন্দা বাবলির বিয়ে হয়েছিল বাগপতের কপিলের সঙ্গে, তিনি ইউপি পুলিশে হেড কনস্টেবল হিসেবে কাজ করেন। কপিল বর্তমানে হাথরসে কর্মরত। বেশি দিন হয়নি এই বিয়ের, সবে চলতি বছরের ফেব্রুয়ারিতেই সাত পাক শেষে দিল্লি থেকে বাগপতে শ্বশুরবাড়িতে এসে উঠেছিলেন বাবলি।
advertisement
advertisement
ফলে, এবার যখন তাঁর প্রাণহীন দেহ পাওয়া গেল, ঘটনাটি থমথমে পরিবেশের সৃষ্টি করল এলাকায়। অনেকেরই সবার আগে এই প্রসঙ্গে মনে আসতে পারে বধূ নির্যাতনের কথা। বিয়ের পর শ্বশুরবাড়িতে নানা রকম ভাবে মানসিক এবং শারীরিক লাঞ্ছনার শিকার হয়ে চলেছেন রোজ, এমন মেয়ের সংখ্যা দুর্ভাগ্যজনক ভাবে আমাদের দেশে কম নয়। অনেকেই সেই চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন, অনেককে আবার শ্বশুরবাড়ির লোকেরাই মেরে ফেলে বলে প্রায়শই অভিযোগ পাওয়া যায়।
advertisement
বাবলিও আত্মহত্যা করেছেন! কিন্তু, এর মধ্যে তাঁর শ্বশুরবাড়ির লোকেদের বা স্বামীর কোনও ভূমিকা নেই। তাহলে কেন নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন নববধূ? বিবাহ বহির্ভূত সম্পর্ক, বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া?
advertisement
তাও নয়। জানা গিয়েছে যে বিয়ের আগে থেকেই বাবলি শেয়ার বাজারে টাকা খাটাতেন। এই সময়ে তিনি একজন বিনিয়োগকারীর কাছ থেকে ১৩ লক্ষ টাকা নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করেন। কিন্তু এবার তাঁর বিশাল অঙ্কের ক্ষতি হয়। বিনিয়োগকারী টাকা ফেরতের দাবিতে চাপ দিতে শুরু করেন। বাবলি ৬ লক্ষ টাকা ফেরতও দিয়েছিলেন, কিন্তু ৭ লক্ষ টাকা বাকি পড়ে ছিল। বিনিয়োগকারী তাঁকে সেই ৭ লক্ষ টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিতে শুরু করেন। হুমকি দিতে শুরু করেন। এই বিষয়ে এবং শেয়ার বাজারে লোকসানের কারণে বাবলি মানসিক চাপে পড়ে যান।
advertisement
এটাই আত্মহত্যার প্রাথমিক কারণ বলে অনুমান করা হচ্ছে। পুলিশ নিহতের দেহ তাদের হেফাজতে নিয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে। ঘটনাটি প্রকাশ্যে এসেছে বারোট কোতোয়ালি এলাকার রাজপুর খামপুর গ্রামে। শ্বশুরবাড়ির দাবি, বিয়ের আগে বাবলি যে শেয়ার বাজারে কাজ করতেন, তাঁরা বা কপিল কেউই সেটা জানতেন না।
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ঘর থেকে বেরোতেন না নববধূ, ননদ দরজা ঠেলে ঢুকেই একদিন চমকে উঠলেন! পরিবার বিপর্যয়ের মুখে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement