পৃথিবীর সব থেকে জনপ্রিয় মদ এটি! ভারতেও অনেকের পছন্দ এই 'রাম'

Last Updated:

Bacardi Rum: বিশ্বের ২০০টিরও বেশি দেশে এই মদ প্রচণ্ড জনপ্রিয়। ভারতে এই মদের দ্বিতীয় বৃহত্তম বাজার।

কলকাতা: বাকার্ডি। যাঁরা মদ্যপান করতে ভালবাসেন, তাঁদের কাছে অতিপরিচিত একটি ব্র্যান্ড। ডোমিনিকান রিপাবলিকের একটি ছোট ডিস্টিলারি দিয়ে এর যাত্রা শুরু হয়েছিল। আজ এটি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে জনপ্রিয় রাম-এর ব্র্যান্ড।
Bacardi সারা বিশ্বের ২০০টিরও বেশি দেশে জনপ্রিয়। বাকার্ডিকে অনেকে বলেন, ‘রামের রাজা’। কারণ এটি বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া রাম। লাইট, ব্যাকার্ডি ওল্ড রিজার্ভ এবং বাকার্ডি 151-সহ বিভিন্ন ধরণের রাম পাওয়া যায়। Bacardi বিভিন্ন ধরনের ককটেল ব্যবহার করা হয়। যার মধ্যে রয়েছে মাইটাকে, ডায়মন্ড ডি এবং পিনা কোলাডা।
আরও পড়ুন- সিভি আকর্ষণীয় হলে ভাল চাকরি একদম পাকা! বায়োডাটায় কিন্তু ‘এসব’ লিখবেন না
বাকার্ডি ব্র্যান্ডটি ১৮৬২ সালে কিউবায় প্রতিষ্ঠিত হয়েছিল। আজ এটি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে জনপ্রিয় রাম। এক সময় ডোমিনিকান রিপাবলিক ছিল রামের প্রধান উৎপাদক।
advertisement
advertisement
ব্যাকার্ডির প্রতিষ্ঠাতা ডন ফানকো বাকার্ডি ছিলেন একজন স্প্যানিশ ইহুদি ব্যবসায়ী। তিনি রাম উৎপাদনের প্রযুক্তি তৈরি করেছিলেন। এই প্রযুক্তি গ্রহণ করার পর বাকার্ডি রাম স্মুথ এবং মনোরম স্বাদের জন্য পরিচিতি পায়।
Bacardi Rum হল একটি জনপ্রিয় ডিসটিলড অ্যালকোহলযুক্ত পানীয়। আখের রস বা গুড় থেকে তৈরি হয় এটি। Bacardi Rum এর স্বাদ অনন্য এবং সুস্বাদু। এটি সুগন্ধী রম। বাকার্ডি বিশ্বের কোটি কোটি মানুষের মন জয় করেছে।
advertisement
আরও পড়ুন- পৃথিবীর সব থেকে দামি মদ! এক বোতলের যা দাম, শুনলে আপনার চোখ কপালে উঠবে
বাকার্ডি নিয়ে উন্মাদনা ভারতেও ব্যাপক। মেক্সিকোকে পিছনে ফেলে ভারত বিক্রির দিক থেকে বাকার্ডির দ্বিতীয় বৃহত্তম বাজার হয়ে উঠেছে। ইন্টারন্যাশনাল ওয়াইন অ্যান্ড স্পিরিট রিসার্চ (আইডব্লিউএসআর) অনুযায়ী, আমেরিকা এই রাম-এর সবচেয়ে বড় বাজার।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
পৃথিবীর সব থেকে জনপ্রিয় মদ এটি! ভারতেও অনেকের পছন্দ এই 'রাম'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement