আমার ডেথ সার্টিফিকেট হারিয়ে ফেলেছি, কাগজে বিজ্ঞাপন দিয়ে জোর চর্চায় রঞ্জিত কুমার!

Last Updated:

কেউ মস্করা করে লিখলেন, 'যদি খুঁজে পাওয়া যায়, তবে কি ডেথ সার্টিফিকেটটা স্বর্গে পাঠানো হবে নাকি নরকে?' কারও লেখা, 'এই ব্যক্তি বোধ হয় ঢুকতে পারছেন না তাই ফিরে এসেছেন।'

#দিসপুর: সোশ্যাল মিডিয়ার দৌলতে আবারও অদ্ভুত ঘটনা প্রকাশ্যে। অসমের এক ব্যক্তির একটি বিজ্ঞাপন নিয়ে কোথাও হাসির রোল, কোথাও বিরক্তি, কোথাও আবার সংশয় তৈরি হয়েছে।
এক সংবাদপত্রের বিজ্ঞাপনের একটি ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেখানে সেই ব্যক্তি দাবি করেছে, তিনি তাঁর মৃত্যুর শংসাপত্র হারিয়ে ফেলেছেন। ব্যক্তির নাম রঞ্জিত কুমার চক্রবর্তী। সংবাদপত্রের 'মিসিং কলাম'-এ এই বিজ্ঞাপনটি দিয়েছেন। ব্যক্তির দাবি অনুযায়ী, তিনি গত ৭ সেপ্টেম্বর তাঁর মৃত্যুর শংসাপত্রটি হারিয়ে ফেলেছেন। এমনকি হারানো শংসাপত্রের ক্রমিক নম্বরও দিয়েছেন রঞ্জিত। জানিয়েছেন, অসমের লামডিং বাজারে হারিয়ে ফেলেছেন তিনি।
advertisement
advertisement
ট্যুইটার জুড়ে হাসির দমক। কেউ কেউ আবার ছাপার ভুল নিয়েও সমালোচনা করেছেন। আইএএস অফিসার রুপিন শর্মা এই বিজ্ঞাপনের ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন, 'এ কেবলমাত্র শুধুমাত্র ভারতেই ঘটে।'
advertisement
কেউ মস্করা করে লিখলেন, 'যদি খুঁজে পাওয়া যায়, তবে কি ডেথ সার্টিফিকেটটা স্বর্গে পাঠানো হবে নাকি নরকে?' কারও লেখা, 'এই ব্যক্তি বোধ হয় ঢুকতে পারছেন না তাই ফিরে এসেছেন।' কেউ আবার এই বিজ্ঞাপনটিকে 'ভূতের বিজ্ঞাপন' তকমা দিয়ে দিয়েছেন।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
আমার ডেথ সার্টিফিকেট হারিয়ে ফেলেছি, কাগজে বিজ্ঞাপন দিয়ে জোর চর্চায় রঞ্জিত কুমার!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement