Annaprashan Dates: এই শুভক্ষণে মুখে অন্ন তুলে দিলে তবেই শিশুর জীবন হবে সার্থক, দেখে নিন চলতি মাসে কবে পড়েছে অন্নপ্রাশনের পুণ্যযোগ

Last Updated:

চলতি বছরের জুন মাসে তিথি, বার, নক্ষত্র সমাবেশে অন্নপ্রাশনের জন্য প্রশস্ত তারিখ হল ২৩ জুন এবং ২৪ জুন

Annaprashan Dates: হিন্দুধর্মে ষোড়শ সংস্কারের উল্লেখ রয়েছে। সংস্কার অর্থে অবশ্য পালনীয় কর্তব্য অনুষ্ঠান এবং ষোড়শ অর্থে ষোল। জন্মের পূর্ব থেকে মৃত্যু পর্যন্ত ব্যাপী এই ষোলোটি অনুষ্ঠান হল যথাক্রমে গর্ভাধান, পুংসবন, সীমন্তোন্নয়ন, জাতকর্ম, নামকরণ, নিষ্ক্রমণ, অন্নপ্রাশন, চূড়াকর্ম, কর্ণবেধ, উপনয়ন, সমাবর্তন, বিবাহ, গার্হস্থ্য, বাণপ্রস্থ, সন্ন্যাস এবং অন্ত্যেষ্টি। সন্তানের জন্মমুহূর্তে তার মঙ্গলের জন্য আয়োজিত হয় জাতকর্মের অনুষ্ঠান। এর পরে তার নামকরণ এবং একটা নির্দিষ্ট বয়সে এসে অন্নপ্রাশনের অনুষ্ঠান আয়োজন করা হয়।
অন্নপ্রাশন অর্থ:
দু'টি সংস্কৃত শব্দ মিলে এই অনুষ্ঠানের উদ্দেশ্য বোঝানো হয়েছে। অন্ন অর্থে সেদ্ধ ভাত, প্রাশন মানে খাওয়ানো। অর্থাৎ যে অনুষ্ঠানের মাধ্যমে শিশুকে কঠিন খাবার খাওয়ানো শুরু করা হচ্ছে, তাকেই বলা হয় অন্নপ্রাশন।
কোন বয়সে অন্নপ্রাশনের অনুষ্ঠান হয়?
কন্যাসন্তান এবং পুত্রসন্তানের ক্ষেত্রে অন্নপ্রাশনের বয়সকাল নিয়ে পার্থক্য আছে। কন্যাসন্তানের ক্ষেত্রে পঞ্চম বা সপ্তম মাসে অন্নপ্রাশনের অনুষ্ঠান পালন করা হয়ে থাকে। অন্য দিকে, পুত্রসন্তানের ক্ষেত্রে মুখে ভাত তুলে দেওয়া হয় ষষ্ঠ বা অষ্টম মাসে।
advertisement
advertisement
অন্নপ্রাশন অনুষ্ঠান-বিধি:
আগে নামকরণ এবং অন্নপ্রাশন অনুষ্ঠান আলাদা ভাবে উদযাপিত হত। বর্তমানে দু'টি এক দিনেই হয়। ভাত খাওয়ানোর আগে রাশি, জন্মলগ্ন, গ্রহের অবস্থান গণনা করে শিশুর পক্ষে মঙ্গলময় একটি অক্ষর নির্বাচন করা হয়, সেই অক্ষর অনুসারে তার নাম রাখা কর্তব্য। এর পর শিশুর জন্মমুহূর্তের দোষ খণ্ডনের জন্য একটি পূজার আয়োজন করা হয়ে থাকে। এই পূজার পর একটি থালায় নতুন কাপড়, পয়সা, কলম, বই ইত্যাদি রেখে শিশুর সামনে ধরা হয়। সে যাতে হাত দিচ্ছে, সেই পথে তার জীবিকাসংস্থান হবে বলে প্রচলিত বিশ্বাস। সব শেষে, তার মুখে ভাত দেওয়া হয়।
advertisement
অন্নপ্রাশন উদযাপনের স্থল:
সুবিধা মতো শিশুর পরিবার নিজেদের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করে থাকেন, অনেকে আবার মন্দিরে গিয়েও সন্তানের মুখে ভাত দেন।
অন্নপ্রাশন উদযাপনের শুভ তিথি:
দ্বিতীয়া, পূর্ণিমা, পঞ্চমী, সপ্তমী, চতুর্থী, দ্বাদশী, ত্রয়োদশী, দশমী এবং একাদশী।
অন্নপ্রাশন উদযাপনের শুভ বার:
সোম, বুধ, বৃহস্পতি এবং শুক্র।
অন্নপ্রাশন উদযাপনের শুভ নক্ষত্র:
শ্রবণা, ধনিষ্ঠা, অশ্বিনী, রোহিণী, চিত্রা, স্বাতী, অনুরাধা, আর্দ্রা, উত্তরাষাঢ়া, উত্তর ফাল্গুনী, হস্তা, শতভিষা, পুনর্বসু, পুষ্যা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী।
advertisement
অন্নপ্রাশন উদযাপনের শুভ তারিখ:
যেহেতু পূজাপাঠের ব্যাপার থাকে, সেহেতু অন্নপ্রাশন শুভ মুহূর্তে উদযাপন করা বাঞ্ছনীয়। চলতি বছরের জুন মাসে এই সব তিথি, বার, নক্ষত্র সমাবেশে অন্নপ্রাশনের জন্য প্রশস্ত তারিখ হল ২৩ জুন এবং ২৪ জুন। ২৩ জুন সকাল ৫টা ২৪ মিনিট থেকে সকাল ৭টা ০০ মিনিট পর্যন্ত অন্নপ্রাশনের আয়োজন করা যেতে পারে পঞ্জিকা মতে। অন্য দিকে, ২৪ জুন দুপুর ১টা ৫০ মিনিট থেকে বিকেল ৪টে ২০ মিনিটের মধ্যে অন্নপ্রাশনের আয়োজন বিধেয়।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Annaprashan Dates: এই শুভক্ষণে মুখে অন্ন তুলে দিলে তবেই শিশুর জীবন হবে সার্থক, দেখে নিন চলতি মাসে কবে পড়েছে অন্নপ্রাশনের পুণ্যযোগ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement