Angry Bride Viral Video: বিয়ের মঞ্চে বরমালা হবু স্বামীর মুখে মারলেন কনে, তারপরে যা হল! ভিডিও দেখলেই মাথা বনবন করে ঘুরবে...

Last Updated:

Angry Bride Viral Video: ছাদনাতলায় চলছে বিয়ের অনুষ্ঠান। আর সেখানেই সকলের সামনেই আচমকা রেগে যায় কনে। তারপর যা কাণ্ড বাধে চোখ কপালে সকলের।

৭) সপ্তম প্রশ্ন হতে পারে, তুমি কি কথা দিতে পারো যে দাম্পত্যে প্রতারণা করবে না?' এই প্রতিশ্রুতি কেউ রক্ষা করতে পারবে কি, পারবে না, সেটা ভবিষ্যতই বলে দেবে। কিন্তু কেউ যদি জীবনের শুরুতেই এই প্রতিশ্রুতিতে ইতস্তত করেন, তা যে আগামী দিনে কী হতে চলেছে তা বোধহয় আন্দাজ করে যায়। সেক্ষেত্রে সতর্ক হওয়াই স্বাভাবিক।
৭) সপ্তম প্রশ্ন হতে পারে, তুমি কি কথা দিতে পারো যে দাম্পত্যে প্রতারণা করবে না?' এই প্রতিশ্রুতি কেউ রক্ষা করতে পারবে কি, পারবে না, সেটা ভবিষ্যতই বলে দেবে। কিন্তু কেউ যদি জীবনের শুরুতেই এই প্রতিশ্রুতিতে ইতস্তত করেন, তা যে আগামী দিনে কী হতে চলেছে তা বোধহয় আন্দাজ করে যায়। সেক্ষেত্রে সতর্ক হওয়াই স্বাভাবিক।
#কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল (Angry Bride Viral Video) হয়। সম্প্রতি এমনই একটি ভিডিও দ্রুত ভাইরাল হচ্ছে যা বেশ চোখে পড়েছে নেটমহলে। বিয়ের মরশুম। আর এই ভিডিওটি একটি বিয়ের। ভিডিওটিতে দেখা যাচ্ছে ছাদনাতলায় চলছে বিয়ের অনুষ্ঠান। আর সেখানেই সকলের সামনেই আচমকা রেগে যায় কনে। শুধু তাই নয়, ছাদনাতলা থেকে হনহনিয়ে (Angry Bride Viral Video) বেরিয়েও যায় সে। কিন্তু কী কারণে এইরূপ প্রতিক্রিয়া তাঁর সহজে তা বোঝা যায় না। হকচকিয়ে যান বর থেকে শুরু করে উপস্থিত আত্মীয় ও বন্ধুরাও।
এই ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে যখন বর তার কনেকে বিয়ের অনুষ্ঠানে মালা পরিয়ে দেয় তখনই রেগে ওঠেন কনে। রীতিমত বরমালা ছুড়ে ফেলে রেগে মেগে মঞ্চ ছেড়ে চলে যায় সেই কনে। এর পরে কী ঘটল? সেটাও অবশ্য রয়েছে এই ভিডিওটিতে (Angry Bride Viral Video)। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দুর্দান্ত গতিতে ভাইরাল হচ্ছে ইনস্টাগ্রামে শেয়ার হওয়া ভিডিওটি। এক ইনস্টাগ্রাম ইউজার ভিডিওটি পোস্ট করেছেন।
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Bhutni_ke (@bhutni_ke_memes)

advertisement
এই ভিডিওতে বিয়ের একটি মঞ্চ দেখতে পাবেন। সেখানে বিয়ের অনুষ্ঠান চলছে। যথা সময়ে, কনে বরকে মালা পরিয়েছে এবং তারপরে এবার বরের পালা। কিন্তু বর কনের গলায় মালা পরানোর সঙ্গে সঙ্গেই সে রেগে যায় এবং উঠে দাঁড়ায়। ভিডিওতে (Angry Bride Viral Video) দেখা যাচ্ছে এখানেই থামেননি কনে। বরমালা সরিয়ে মঞ্চ থেকে ছুড়ে ফেলেছেন তিনি। কনের রাগ দেখে মঞ্চে উপস্থিত সবাই স্তব্ধ। হতবাক বরও। এই সময়ে, উপস্থিত কেউই বুঝে উঠতে পারে না যে কনের সমস্যাটা ঠিক কোথায়। আর কীই বা হয়েছে এমন!
advertisement
তবে কিছুক্ষণের মধ্যেই হাসতে হাসতে মঞ্চে ফিরে আসে মেয়েটি। তখনই দেখা গেল যে নববধূ ছেলেটির সঙ্গে মজা করছিল, বাস্তবে মোটেই রেগে নেই তিনি। ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকে যিনিই এই ভিডিওটি দেখছেন তিনিই মজা পাচ্ছেন ভিডিও দেখে। চরম ভাইরাল হয়েছে এই ভিডিও। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একটু হাসির উপাদানও হয়েছে এই অতিমারী পরিবেষ্টিত জীবনে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Angry Bride Viral Video: বিয়ের মঞ্চে বরমালা হবু স্বামীর মুখে মারলেন কনে, তারপরে যা হল! ভিডিও দেখলেই মাথা বনবন করে ঘুরবে...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement