Ranu Mandal Kacha Badam Viral Video: ‘কাঁচা বাদাম' এবার গাইলেন রানাঘাটের রানু মণ্ডল! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও, শুনেছেন?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Ranu Mandal Kacha Badam Viral Video: এর আগে শ্রীলঙ্কার গায়িকার বিখ্যাত ‘মানিকে মাগে হিতে”ও গাইতে দেখা গিয়েছে রানু মণ্ডলকে। আর এবার কাঁচা বাদাম গান নিয়ে ফের দর্শকের সামনে হাজির হলেন।
#রানাঘাট: কাঁচাবাদামের জনপ্রিয়তায় এবার ভাগ বসালেন রানাঘাটের রানু মণ্ডল (Ranu Mandal Kacha Badam Viral Video)। রাজ্যের ভাইরাল নেটজগতে গত কয়েকদিন একা রাজত্ব করে চলেছে কাঁচা বাদাম। হ্যাঁ, সত্যিই তাই চলছে, একটি বাদাম গানে এখন এপার বাংলা আর ওপার বাংলা এক হয়ে গিয়েছে। ফেসবুক, ইউটিউব খুললেই এখন একটাই গান ‘কাঁচা বাদাম”। বীরভূমের এক গ্রামে ভুবন বাদ্যকার নামের ফেরিওয়ালার গান এখন সবার মুখে মুখে ফিরছে। আর সেই গান এবার শোনা গেল রানুর গলায়।
কাঁচা বাদাম নিয়ে (Ranu Mandal Kacha Badam Viral Video) মিম, মজাদার ভিডিওর ছড়াছড়ি চারিদিকে। আবার বাদাম গানের ডিজেও বেরিয়েছে, যা নিয়ে মেতে আছে নেটিজেনরা। আর এবার সেই বাদাম গানে মাততে দেখা গেল রানাঘাটের রানু মণ্ডলকে (Ranu Mandal)। একসময় স্টেশনে ভিক্ষা করা রানু মণ্ডল এখন রীতিমত সেলিব্রিটি। এমনকি তাঁর জীবনী নিয়ে তৈরি হচ্ছে একটি বায়োপিক। আর সেই সেলেব রানুর কণ্ঠে বাদাম গান (Kacha Badam Viral Video) এখন আবার অনেককেই নতুন করে মাতিয়ে তুলছে।
advertisement
advertisement
এর আগে শ্রীলঙ্কার গায়িকার বিখ্যাত ‘মানিকে মাগে হিতে”ও গাইতে দেখা গিয়েছে রানুকে। আর এবার কাঁচা বাদাম গান নিয়ে ফের দর্শকের সামনে হাজির হলেন ‘তেরি মেরি কাহানী” খ্যাত রানু মণ্ডল (Ranu Mandal Kacha Badam Viral Video)। নেটপাড়ায় রানুর নিজস্ব অনুরাগী সংখ্যা নেহাত কম নয়। তাঁদের জন্য প্রায় নেচে গেয়ে ভিডিও করেন রানু। বিভিন্ন ইউটিউবাররা ভিড় করে তার কাছে। আর মানিকে মাগে হিথের মোর অনুরাগীদের জন্য এবার আরও একবার রানু মণ্ডল (Ranu Mandal) কোনও ভাইরাল গানে গা ভাসিয়ে সেই গান নিজে গাইলেন।
advertisement
অন্যদিকে, নেটদুনিয়ায় বাদাম গান নিয়ে হইচই পড়ে গেলেও, তাঁর কোন মূল্যই পাচ্ছেন না ভুবন বাদ্যকর (Kacha Badam Viral Video)। এমনটাই অভিযোগ করে পুলিশের দারস্থ হয়েছেন এই বাদাম বিক্রেতা। ভুবনবাবুর অভিযোগ, ‘প্রচুর মানুষ ইউটিউবে এই গান গেয়ে প্রচুর টাকা রোজগার করছেন। কিন্তু আমি কিছুই জানতে পারছি না’।
গান ভাইরাল হওয়ার পর থেকে প্রতিদিনই তাঁর বাড়িতে হাজির হচ্ছেন অসংখ্য মানুষজন, রেকর্ডিং করছেন তাঁর গানের ভিডিও (Kacha Badam Viral Video)। আর সেগুলো স্যোশাল সাইটে ব্যবহার করেন অনেক অনেক টাকাও উপার্জন করছেন। আবার সেসবে নাকি কপিরাইটইও দেখাচ্ছে। কিন্তু সেসব বিষয়ে তিনি কিছুই জানেন না, তিনি নিজে কিছুই করেননি এমনটাই জানিয়েছেন ভুবন বাদ্যকর। সবমিলিয়ে বাংলায় 'বাদাম' এখন জনপ্রিয়তার তুঙ্গে যদি তা হয় কাঁচা বাদাম। আর সেই জনপ্রিয়তায় গা ভাসালেন রানু মণ্ডল।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 05, 2021 9:18 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Ranu Mandal Kacha Badam Viral Video: ‘কাঁচা বাদাম' এবার গাইলেন রানাঘাটের রানু মণ্ডল! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও, শুনেছেন?