সূত্রের খবর, গ্যাংটকের একটি পুরনো ক্যাসিনোর বর্ষপূর্তির অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে হাজির থাকবেন ‘এক পহেলি লীলা’র অভিনেত্রী। আর সেই উদ্দেশ্যেই তাঁর আচমকা বাংলা সফর দম্পতির। আদ্যোপান্ত কালো পোশাকে এদিন দেখা মিলল সানি ড্যানিয়েলের। বাগডোগরায় নেমে গ্যাংটকের উদ্দেশে রওনা দেন সানি (Sunny Leone) ড্যানিয়েলরা।