Solar Eclipse 21 June 2020| উত্তরায়ণে বিরল সূর্যগ্রহণ! 'আগুনে আংটি' কখন দেখা যাবে? কতটা বিপদ? জেনে নিন

Last Updated:

Solar Eclipse 21 June 2020:কলকাতায় গ্রহণ শুরু হবে সকাল ১০টা ৪৬ মিনিট থেকে৷ গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে ১২টা ৩৫ মিনিটে৷ গ্রহণ চলবে দুপুর ২টো ১৭ মিনিট পর্যন্ত৷ কলকাতার আকাশে সূর্যকে ৭২ শতাংশ ঢেকে ফেলবে চাঁদ৷

২১ জুন বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের (Solar Eclipse 2020) সাক্ষী হতে চলেছে বিশ্ব৷ এই সূর্যগ্রহণটি আক্ষরিক অর্থেই বিরল৷ মায়া সভ্যতার ক্যালেন্ডার বলছে, এই দিনটি ডুমস ডে (Dooms Day)৷ জুন ২০২০ তে পৃথিবী ধ্বংস হয়ে যাবে৷ মায়ান ক্যালেন্ডার অনুযায়ী খ্রিস্টপূর্ব ৩১১৪ সালে পৃথিবীর সৃষ্টি হয়েছে৷ মায়া সভ্যতার ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর আয়ু ৫১২৬ বছর৷ যদিও এই দাবির কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই৷
২১ জুনের সূর্যগ্রহণটি ২০২০ সালের প্রথম সূর্যগ্রহণ৷ তারপরের গ্রহণটি হবে ১৪ ডিসেম্বর৷ সাধারণত চন্দ্রগ্রহণের আগে বা পরে সূর্যগ্রহণ হয়৷ সেই ১৯৯৫ সালের স্মৃতি উস্কে ফের দেখা যাবে আগুনে আংটি বা রিং অফ ফায়ার৷
এই সূর্যগ্রহণ কেন গুরুত্বপূর্ণ?
advertisement
সূর্যগ্রহণের দিন রিং অফ ফায়ার বা আগুনে আংটি দেখা যাবে কয়েকটি জায়গা থেকে৷ চাঁদের ছায়া সূর্যকে প্রায় পুরোপুরি ঢেকে দেবে৷ সূর্যের মাঝখানের অংশ ঢেকে গিয়ে আংটির মত চেহারা নেবে৷ সূর্যের সর্বোচ্চ ৯৯.৪% ঢেকে দেবে চাঁদের ছায়া৷ ২১ জুন উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন৷ উত্তরায়ণের দিনই সূর্যগ্রহণ হচ্ছে৷ ১৯৩৮ সালের পর ২০২০-তে ফের উত্তরায়ণে সূর্যগ্রহণের সাক্ষী থাকবে বিশ্ববাসী৷
advertisement
News18 Creative News18 Creative
ভারতে কখন সূর্যগ্রহণ?
ভারতে আংশিক গ্রহণ দেখা যাবে সকাল ৯.১৫ মিনিট ৫৮ সেকেন্ডে৷ এরপর প্রথম পূর্ণগ্রাস গ্রহণ হবে সকাল ১০.১৭ মিনিট ৪৫ সেকেন্ডে৷ গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে দুপুর ১২.১০ মিনিট ৪ সেকেন্ডে৷ সূর্যগ্রহণ চলবে দুপুর ২.০২ মিনিট ১৭ সেকেন্ড পর্যন্ত৷ আংশিক গ্রহণ শেষ হবে দুপুর ৩.০৪ মিনিট৷
advertisement
News18 Creative News18 Creative
কলকাতায় সহ রাজ্যের বাকি অংশে কি সূর্যগ্রহণ দেখা যাবে?
কলকাতায় গ্রহণ শুরু হবে সকাল ১০টা ৪৬ মিনিট থেকে৷ গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে ১২টা ৩৫ মিনিটে৷ গ্রহণ চলবে দুপুর ২টো ১৭ মিনিট পর্যন্ত৷ কলকাতার আকাশে সূর্যকে ৭২ শতাংশ ঢেকে ফেলবে চাঁদ৷
advertisement
সূর্যগ্রহণে শরীরের উপর কোনও প্রভাব পড়ে?
এ ধরনের গ্রহণের সময় হাই এনার্জি, ভাইব্রেশন তৈরি হয় বলছেন বিজ্ঞানী এবং চিকিৎসকরা৷
কী কী খেতে পরামর্শ?
সূর্যগ্রহণের সময় খাবার না খাওয়ার রীতি আছে৷ কিন্তু বিজ্ঞানী, যুক্তিবাদীরা বরাবরই এই রীতির বিরোধিতা করেছেন৷ গ্রহণের সময় সহজপাচ্য খাবার ও ফলের রস খান,
advertisement
পরামর্শ দিচ্ছেন ডায়েটিশিয়ানদের একাংশ৷
২১ জুন, ২০২০ কেন ডুমস ডে?
মায়া সভ্যতার ক্যালেন্ডারের ভবিষ্যৎবাণী অনুযায়ী, জুন ২০২০ তে পৃথিবী ধ্বংস হয়ে যাবে৷ মায়ান ক্যালেন্ডারে খ্রিস্টপূর্ব ৩১১৪ সালে পৃথিবীর সৃষ্টি হয়েছে৷ জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী, সেই দিনটা ৬ সেপ্টেম্বর, ৩১১৪ সাল৷ মায়া সভ্যতার ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর আয়ু ৫১২৬ বছর৷ মায়া সভ্যতার ভবিষ্যৎবাণী, অনুযায়ী ২১ ডিসেম্বর, ২০১২ সালে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল৷ কিন্তু তা হয়নি৷ জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী সেটাই ২১ জুন, ২০২০৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Solar Eclipse 21 June 2020| উত্তরায়ণে বিরল সূর্যগ্রহণ! 'আগুনে আংটি' কখন দেখা যাবে? কতটা বিপদ? জেনে নিন
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement