Alien News: পৃথিবীতে বার্তা পাঠাচ্ছে এলিয়েন! রেকর্ড হল সেই শব্দ, কী বলছে ভিনগ্রহীরা? সন্ধান বিজ্ঞানীদের

Last Updated:

এখনও পর্যন্ত এই কণ্ঠস্বর এলিয়েনদের বলেই অনুমান করছেন বিজ্ঞানিরা যারা সম্ভবত পৃথিবীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন।

এলিয়েনদের উপস্থিতি রয়েছে কি না তা জানতে বিজ্ঞানিদের গবেষণার শেষ নেই। এলিয়েনদের উপস্থিতি খুঁজে বের করার জন্য বহু বছর ধরে নিযুক্ত রয়েছেন বিশেষজ্ঞরা। কেউ মঙ্গলে আবার কেউ চাঁদে এলিয়েন খুঁজছে। কিন্তু এখনও এলিয়ানের উপস্থিতি সম্পূর্ণ ভাবেই অনুমানের উপর চলছে।
তবে অনেক সময়তেই এমন কিছু ভিডিও বা ছবি ভাইরাল হয়ে যায় যা ভিনগ্রহীদের উপস্থিতি প্রমাণ করতে সাহায্য করে। সম্প্রতি মহাকাশের কিছু শব্দ তাদের মেশিনে ধরা পড়েছে বলে জানিয়েছেন কিছু গবেষকরা।
advertisement
গ্যালাক্সির কোন কোণ থেকে এই আওয়াজ আসছে, তা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত এই কণ্ঠস্বর এলিয়েনদের বলেই অনুমান করছেন বিজ্ঞানিরা যারা সম্ভবত পৃথিবীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন।
advertisement
বিশেষজ্ঞরা এখনও পর্যন্ত মহাকাশ থেকে প্রায় ২৫টি রহস্যময় শব্দ শনাক্ত করেছেন। তবে এই শব্দগুলি রেডিও বার্স্টের শব্দ থেকে সম্পূর্ণ আলাদা। তাই এই শব্দ এলিয়েনদের বলেই দাবি করছেন মহাকাশ বিজ্ঞানিরা। মেশিনে রেকর্ড হওয়া এই শব্দগুলো কানাডিয়ান হাইড্রোজেন ইনটেনসিটি ম্যাপিং এক্সপেরিমেন্টের রেডিও টেলিস্কোপে ধরা পড়ে।
advertisement
এটি CHIME নামেও পরিচিত। এই ২৫ রেকর্ডিং ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে রেকর্ড করা হয়েছে। সাধারণত এই মেশিনগুলো রেডিও বার্স্টের শব্দ ক্যাপচার করে যা সাধারণত গ্যালাক্সির কোনও তারা ভেঙে গেলে পাওয়া যায়। তবে এই শব্দ সম্পূর্ণ আলাদা এমনই মত বিজ্ঞানিদের।
রেডিও বার্স্টের শব্দ রেকর্ড করার সময় প্রতিবারই  বিভিন্ন সংকেত পাওয়া যায়। প্রতিবারই একটি নক্ষত্র ভাঙার সময় তার শব্দ ভিন্নভাবে রেকর্ড করা হয়। কিন্তু  গত তিন বছরে রেকর্ড হওয়া শব্দ আগের থেকে  একেবারেই আলাদা। এই ভিন্ন শব্দ  এলিয়েনদের শব্দ  বলে মনে করছেন বিশেষজ্ঞরা যারা ক্রমাগত পৃথিবীতে বার্তা পাঠাচ্ছে বলে অনুমান।
advertisement
টরন্টো বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এই সব শব্দ একই জায়গা থেকে আসছে। তাই  এলিয়েনদের অবস্থান সম্পর্কেও খবু তাড়াতাড়ি খোঁজ মিলতে পারে বলে ধারণা বিজ্ঞানিদের।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Alien News: পৃথিবীতে বার্তা পাঠাচ্ছে এলিয়েন! রেকর্ড হল সেই শব্দ, কী বলছে ভিনগ্রহীরা? সন্ধান বিজ্ঞানীদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement