Viral Marriage: হাঁটুর উপরে তোলা ধুতি, বৃষ্টিতে ভিজেই সাতপাক ঘুরলেন বর-কনে! পরের ঘটনা জানলে তাজ্জব হবেন
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
হাঁটুর উপরে উঠেছে বরের ধুতি। একেবারে কাক ভিজে বিয়ের কনে। তার মধ্যেই হল সাত পাক।
মধ্যপ্রদেশ: হাঁটুর উপরে উঠেছে বরের ধুতি। একেবারে কাক ভিজে বিয়ের কনে। তার মধ্যেই হল সাত পাক। মুষলধারে বৃষ্টির মধ্যেই পরিপূর্ণ হল বিবাহের অনুষ্ঠান। কাদা মেখে ভিজতে ভিজতে সাত পাক ঘুরলেন নব দম্পতি। এই ভিডিও মুহূর্ত ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
বেশ কিছুদিন ধরেই বৃষ্টিপাত হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়েই বিয়ে সারছেন বর-কনে। ভিতরে বসে মন্ত্র পাঠ করছেন পুরহিত।
advertisement
আর ছাদনা তলাতে কাক ভেজা ভিজে বিয়ে করছেন বর কনে। এরকম আজগুবি দৃশ্য দেখে হতবাক হয়েছেন নেটিজেনরা। নব দম্পতির এমন কাণ্ড মুহূর্তে ভাইরাল হয়েছে নেট জগতে।
advertisement
advertisement
এই ভিডিওটি @giedde নামে একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওটি শেয়ার হওয়া মাত্রই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। নব দম্পতির বিয়ের প্রতি আগ্রহ দেখে মোহিত হয়েছেন নেট পাড়ার বাসিন্দারা।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 02, 2023 4:00 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Marriage: হাঁটুর উপরে তোলা ধুতি, বৃষ্টিতে ভিজেই সাতপাক ঘুরলেন বর-কনে! পরের ঘটনা জানলে তাজ্জব হবেন