Offbeat News: বিলুপ্ত হবে ভারতেই এই ৫ জায়গা! মুছে যাবে মানচিত্র থেকে, কারণ জানলে হতবাক হবেন
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
বিলুপ্ত হবে ভারতেই এই ৫ জায়গা! মুছে যাবে মানচিত্র থেকে
advertisement
মুছে যাওয়া দেশের তালিকায় প্রথম নাম রয়েছে আসামের মাজুলি দ্বীপের। এই দ্বীপটি ১২০০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত ছিল। এক সময় এখানে ২৬০ প্রজাতির পাখি পাওয়া যেত। কিন্তু এখন মাটি ক্ষয়ের কারণে এই দ্বীপটি জলের তলায় তলিয়ে যাচ্ছে। আগামী পনের-কুড়ি বছরের মধ্যে এই দ্বীপ পৃথিবী থেকে একেবারেই বিলীন হয়ে যেতে চলেছে।
advertisement
পশ্চিমবঙ্গের সুন্দরবন অনেকেরই প্রিয় জায়গা। কিন্তু এই ম্যানগ্রোভ অরণ্য ও রয়েল বেঙ্গল টাইগারের ঘাঁটি খুব তাড়াতাড়ি বিলীন হত চলেছে । অনেক বিপন্ন প্রজাতির আবাসস্থল এই অঞ্চল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দূষণ ও আবহাওয়ার পরিবর্তনের কারণে এই স্থানটি বিপন্ন হয়ে পড়ছে। জীবাশ্ম খননের ফলে এই অঞ্চল একেবারেই বিলুপ্ত হয়ে পড়েছে।
advertisement
advertisement
advertisement
এই তালিকায় রয়েছে উত্তরপ্রদেশের তাজমহলও। প্রকৃতপক্ষে, এই ঐতিহাসিক ভবনটি যমুনার তীরে নির্মিত। যে কাঠের উপর তাজমহল তৈরি তা যমুনার জল থেকেই শক্তি পায়। কিন্তু যমুনার জল শুকিয়ে যাচ্ছে এবং জলের অভাবে এ ভবনের গোড়ায় পোকামাকড় দেখা যাচ্ছে। এই অবস্থায় যমুনা নদী সম্পূর্ণ শুকিয়ে গেলে তাজমহলও ভেঙে পড়বে।