Air India Durga Puja Menu: পুজোয় কলকাতার বাইরে যাচ্ছেন বলে মন খারাপ? চিন্তা নেই; আকাশপথেই খাঁটি বাঙালি স্বাদে হবে রসনাতৃপ্তি

Last Updated:

ভ্রমণকালে উড়ানেই উপভোগ করতে পারবেন খাঁটি বাঙালি স্বাদ। যা উৎসবের মরশুমকে আরও উপভোগ্য করে তুলবে। আর এই উদ্যোগ গ্রহণ করেছে এয়ার ইন্ডিয়া।

পুজোয় কলকাতার বাইরে যাচ্ছেন বলে মন খারাপ? চিন্তা নেই; আকাশপথেই খাঁটি বাঙালি স্বাদে হবে রসনাতৃপ্তি
পুজোয় কলকাতার বাইরে যাচ্ছেন বলে মন খারাপ? চিন্তা নেই; আকাশপথেই খাঁটি বাঙালি স্বাদে হবে রসনাতৃপ্তি
কলকাতা: পুজোর মরশুমে যাঁরা কলকাতার বাইরে বেড়াতে যাচ্ছেন, তাঁরা নিশ্চয়ই মিস করবেন বাঙালিয়ানা আর বাংলার সংস্কৃতিকে! কিন্তু না, মন খারাপ করার কোনও কারণ নেই। কারণ ভ্রমণকালে উড়ানেই উপভোগ করতে পারবেন খাঁটি বাঙালি স্বাদ। যা উৎসবের মরশুমকে আরও উপভোগ্য করে তুলবে। আর এই উদ্যোগ গ্রহণ করেছে এয়ার ইন্ডিয়া।
বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, উৎসবের বিশেষ ভূরিভোজে পাত আলো করে থাকবে খাঁটি বাঙালি খাবার। লোভনীয় এইসব খাবারের তালিকায় স্থান পেতে চলেছে নারকেল দিয়ে ছোলার ডাল সহযোগে লুচি, কষা আলুর দম সহযোগে কড়াইশুঁটির কচুরি। কারণ বাঙালি প্রাতরাশ তো লুচি-কচুরি ছাড়া অসম্পূর্ণই থেকে যায়!
advertisement
advertisement
শুধু কি তা-ই, চায়ের কাপে ঝড় তোলার জন্য চায়ের সঙ্গে ‘টা’ না থাকলে কি হয়? তাই বাঙালিয়ানার মোড়কে সাজানো হয়েছে স্ন্যাকসের তালিকাও। থাকছে খাস্তা কচুরি চাট, ফিশ কবিরাজি, মোচার কাটলেট অথবা এগ চিকেন রোল।
আর লাঞ্চ কিংবা ডিনারেও থাকছে চমক। উৎসবের বিশেষ থালিতে রাখা হয়েছে মাটন কষা, চিংড়ি মাছের মালাই কারি, ধোঁকার ডালনা, ছানার কালিয়ার মতো খাঁটি বাঙালি খাবার। আর চাটনি ছাড়া কি বাঙালিদের খানাপিনা সম্পূর্ণ হয়? একেবারেই না! সে কথা ভেবেই রাখা হয়েছে আম অথবা আনারসের চাটনিও।
advertisement
শেষ পাতে মিষ্টিমুখের কথা তো এখনও বলাই হয়নি! এয়ার ইন্ডিয়া জানাচ্ছে, মিষ্টিমুখেও থাকবে দুর্দান্ত চমক। কারণ মিষ্টির পাতে রাখা হয়েছে মিহিদানা, বোঁদে, দরবেশ, কালোজাম এবং পান্তুয়ার মতো বাঙালি মিষ্টিও। ফলে পুজোর মরশুম হতে চলেছে জমজমাট।
advertisement
এটাই প্রথম বার নয়, এর আগেও এহেন উদ্যোগ নিয়েছে এয়ার ইন্ডিয়া। আকাশপথেই যাতে কোচি, ত্রিবান্দ্রমের ভ্রমণার্থীরা ওনাম উৎসবের স্বাদ উপভোগ করতে পারেন, তার জন্য বিশেষ মেন্যু সাজিয়েছিল ওই বিমান সংস্থা। দেশীয় এবং আন্তর্জাতিক – সমস্ত উড়ানের খাদ্যতালিকার ক্ষেত্রেই সময়ে সময়ে আনা হয়েছে বদল। যাতে অতিথিদের রসনাতৃপ্তিতে কোনও রকম ঘাটতি না থাকে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Air India Durga Puja Menu: পুজোয় কলকাতার বাইরে যাচ্ছেন বলে মন খারাপ? চিন্তা নেই; আকাশপথেই খাঁটি বাঙালি স্বাদে হবে রসনাতৃপ্তি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement