বিদেশি খানায় খাঁটি বাঙালিয়ানার ছোঁয়া; কষা মাংস আর মালাই চিংড়ি পিৎজায় এবার জমে যাক পুজোর মজা

Last Updated:

প্রথম বারের জন্য ভারতে পিৎজায় মাটন এবং চিংড়ির সংযোজন করা হচ্ছে। অর্থাৎ পুজোর মরশুমে পিৎজাতে মিলবে কষা মাংস, চম্পারণ মাটন এবং মালাই চিংড়ির স্বাদ।

বিদেশি খানায় খাঁটি বাঙালিয়ানার ছোঁয়া; কষা মাংস আর মালাই চিংড়ি পিৎজায় এবার জমে যাক পুজোর মজা
বিদেশি খানায় খাঁটি বাঙালিয়ানার ছোঁয়া; কষা মাংস আর মালাই চিংড়ি পিৎজায় এবার জমে যাক পুজোর মজা
কলকাতা: খানাপিনা ছাড়া পুজোর মরশুমের আনন্দের কথা বোধহয় ভাবাই যায় না! আর খাওয়াদাওয়ার কথা উঠলে তো ডমিনোজের কথা প্রথমেই বলতে হয়! কারণ পূর্ব ভারতে পুজোর মরশুমে গুরুত্বপূর্ণ ভাবে অংশগ্রহণ করাই অন্যতম লক্ষ্য ডমিনোজের। গত বছর নতুন সংযোজনের সাফল্যের পরে চলতি বছরেও গ্রাহকদের অভিজ্ঞতা আরও উন্নত করার জন্য আগ্রহী জনপ্রিয় এই ব্র্যান্ড। বিশেষ করে পুজোর মরশুমকে আলাদা মাত্রায় পৌঁছে দিতে ৬টি লোভনীয় পিৎজা আনছে তারা। আর আনন্দের বিষয় হল, এর মধ্যে তিনটি পিৎজায় থাকছে খাঁটি বাঙালিয়ানার ছোঁয়াও।
এর ফলে প্রথম বারের জন্য ভারতে পিৎজায় মাটন এবং চিংড়ির সংযোজন করা হচ্ছে। অর্থাৎ পুজোর মরশুমে পিৎজাতে মিলবে কষা মাংস, চম্পারণ মাটন এবং মালাই চিংড়ির স্বাদ। কষা মাংস পিৎজায় থাকবে মাটন মিটবল, পেঁয়াজ এবং কষা স্যসের টপিং। এর পাশাপাশি চম্পারণ মাটনেও থাকছে মাটন মিটবল, কিঞ্চিৎ রেড প্যাপরিকা এবং চম্পারণ স্যস। আর মালাই চিংড়ি পিৎজায় থাকবে চিংড়ি, রেড প্যাপরিকা, পাঁচফোড়ন সিজনিং এবং খাঁটি মালাই স্যস। এর দাম শুরু হচ্ছে মাত্র ৩৯৯ টাকা থেকে।
advertisement
advertisement
তবে নিরামিষাশীদেরও চিন্তা করার কোনও কারণ নেই। তাঁরাও উপভোগ করতে পারবেন ট্র্যাডিশনাল ফ্লেভার। এর মধ্যে অন্যতম হল কষা ভেজ, চম্পারণ ভেজ এবং মালাই পনির। কষা ভেজের ক্ষেত্রে থাকবে গ্রিল করা মাশরুম, পেঁয়াজ এবং কষা স্যসের টপিং। আবার চম্পারণ ভেজ পিৎজায় থাকবে গ্রিলড মাশরুম, ক্যাপসিকাম, রেড প্যাপরিকায় ঠাসা। সঙ্গে থাকবে চম্পারণ স্যসের টপিংও। আর মালাই পনিরের ক্ষেত্রে থাকবে মশলাদার হ্যালেপিনো, মশলা পনির এবং পাঁচফোড়ন সিজনিং। সঙ্গে থাকবে মালাই স্যসের টপিং। দাম শুরু হচ্ছে মাত্র ২৯৯ টাকা থেকে।
advertisement
Sameer Batra, President and Chief Business Officer - Domino’s India Sameer Batra, President and Chief Business Officer – Domino’s India
১৭ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, অসম, ওড়িশা, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, মেঘালয় এবং অরুণাচল প্রদেশের মতো পূর্ব ভারতের রাজ্যগুলির ডমিনোজ স্টোরে এইসব পিৎজা উপভোগ করতে পারবেন খাদ্যপ্রেমীরা। এছাড়া www.dominos.co.in অথবা ডমিনোজ মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনেও পিৎজা অর্ডার করা যাবে।
advertisement
এই প্রসঙ্গে ডমিনোজ ইন্ডিয়ার প্রেসিডেন্ট এবং চিফ বিজনেস অফিসার সমীর বাত্রা বলেন, “পূর্ব ভারতের রন্ধনশৈলী এবং খাবারের ধরন অত্যন্ত সমৃদ্ধ। যা ডমিনোজে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। আর সেই সঙ্গে পূর্ব ভারতের মার্কেট সব সময়ই আমাদের কাছে প্রাধান্য পেয়ে আসছে। যার জন্য আমরা গত বছরে ফ্লেভার্স অফ ইস্ট রেঞ্জ-এর প্রথম সংস্করণ চালু করেছিলাম। আর বরাবরই আমরা ব্যবহারকারীদের বক্তব্যকে প্রধান্য দিয়েছি। ফলে এবার ফ্লেভার্স অফ ইস্ট রেঞ্জ-এর দ্বিতীয় সংস্করণ চালু করছি। আমরা আশা করছি যে, আমাদের মেন্যুতে নতুন সংযোজন একটা দুর্দান্ত অভিজ্ঞতার সৃষ্টি করবে। সেই সঙ্গে উৎসবের মরশুমে গ্রাহকদের মুখেও হাসি ফোটাবে।”
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বিদেশি খানায় খাঁটি বাঙালিয়ানার ছোঁয়া; কষা মাংস আর মালাই চিংড়ি পিৎজায় এবার জমে যাক পুজোর মজা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement