মায়ের জন্য লেখা শিশুর চিঠি আবেগান্বিত করল নেট দুনিয়াকে

Last Updated:

টুইটারে শেয়ার হওয়া একটি পোস্টে একজন মা এবং তার শিশুর দৃঢ় ,গভীর সম্পর্ককে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছে। এখানে দেখা গেছে একটি ছোট্ট শিশু মায়ের প্রতিকূল পরিস্থিতিতে তাকে নিজের হাতে একটি চিঠি লিখে দেয় যা তার মায়ের কাছে সবচেয়ে মূল্যবান উপহারে পরিণত হয়। adorable letter of a toddler for her mother

মা আর সন্তানের সম্পর্কটা পৃথিবীতে সবচেয়ে খাঁটি এবং নির্ভেজাল সম্পর্ক। মা যেভাবে যে কোন কঠিন পরিস্থিতিতে তার সন্তানকে নিজের আঁচলে জড়িয়ে রাখে , ঠিক তেমনি একজন সন্তানও প্রতিকূল পরিস্তিথিতে তার মায়ের সবচেয়ে মজবুত স্তম্ভ হয়ে দাঁড়িয়ে থাকে। ম,মানুষের জীবনে সব দিন এক রকম যায়না। কখনও ভালো দিন আমাদের খুশিতে ভরে দেয়, কখনও আবার খারাপ দিন আমাদের আশা আকাঙ্খার সামনে প্রতিবন্ধ হয়ে দাঁড়ায়। কিন্তু আপনজনের সঙ্গ , উৎসাহ এবং প্রাণভরা ভালোবাসা আমাদের নতুন করে উঠে দাঁড়াতে সাহায্য করে।
এখানেও ঘটনাটি ঠিক একইরকম। টুইটারে শেয়ার হওয়া একটি পোস্টে একজন মা এবং তার শিশুর দৃঢ় ,গভীর সম্পর্ককে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা হয়েছে । এখানে দেখা গেছে একটি ছোট্ট শিশু মায়ের প্রতিকূল পরিস্থিতিতে তাকে নিজের হাতে একটি চিঠি লিখে দেয় যা তার মায়ের কাছে সবচেয়ে মূল্যবান উপহারে পরিণত হয়। মায়ের কাছে সন্তানের থেকে পাওয়া যে কোন ছোট জিনিস অনেক বেশি মূল্যবান হয় এবং তিনি সারাজীবন সেটাকে বুকে জড়িয়ে রাখেন।
advertisement
টুইটারে @acweyand নামক একটি পেজে একজন ইউসার একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে তিনি লিখেছেন যে তার সময় ভালো যাচ্ছিল না এবং খুঁব স্বাভাবিকভাবেই তিনি মনের দিক থেকে খুশি ছিলেন না। কিন্তু জীবনের সেই মুহূর্তে তিনি তার ছোট্ট শিশুর কাছ থেকে একটি মিষ্টি চিঠি পান যা তার উদ্দেশ্যে লেখা হয়। নোটটিতে লেখা ছিল, "আমার প্রিয় মা, আজ তোমার দিনটা ভালো না থাকার জন্য আমি খুব দুঃখিত। " শুধু তাই নয় শিশুটির তার মায়ের প্রতি ভালোবাসা চিঠির শেষে তার আঁকা ছোট্ট দুটি হার্টের ছবি প্রমান করে দিচ্ছে। পোস্টটি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন "এইমাত্র এই নোটটি আমি ৬ বছরের শিশুর কাছ থেকে খুঁজে পেয়েছি, এবং আমি যতদিন বেঁচে থাকব এটা আমার সঙ্গে রাখব।" পোস্টটি এখানে দেখুন- 
advertisement
advertisement
গত ৭ই ফেব্রুয়ারী এই পোস্টটি টুইটারে শেয়ার করার পর থেকে এখনো অবধি ২৭৬১ লাইকস এবং ৬৪ হাজার ভিউস পেয়েছে।
advertisement
মন্তব্য বিভাগে একজন ব্যক্তি বলেছেন, "এটিকে একটি ছোট ফ্রেমে আপনার অফিসে রাখুন কিংবা লেমিনেট করে আপনার গাড়ির ভিজারে রাখুন ৷ যখন আপনার কর্মক্ষেত্রে দিনটি খারাপ থাকবে , তখন ভিসারটি ফ্লিপ করে চিঠিটি পড়ুন। এই ধরণের চিঠি সত্যি খুবই মূল্যবান এবং সময়ের সঙ্গে সঙ্গে এর মূল্য আরও বেড়ে যায়। "
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
মায়ের জন্য লেখা শিশুর চিঠি আবেগান্বিত করল নেট দুনিয়াকে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement