Sonu Sood Gifts Cycle to Little Girl: ফের মন জিতলেন অভিনেতা! সাইকেল উপহার দিয়ে স্কুল ছাত্রীর মুখে হাসি ফোটালেন সোনু সুদ

Last Updated:

Actor Sonu Sood wins hearts: কিশোরীকে সাইকেল উপহার দিয়ে প্রতিদিনের স্কুল পাড়ি দেওয়াকে আরও সহজ করে দিলেন সোনু।

Sonu Sood Gifts Little Girl Cycle
Sonu Sood Gifts Little Girl Cycle
ফের মানুষের মন জিতলেন সোনু সুদ! বিপদে আপদে মানুষের পাশে থেকে নিজের এক অনন্য পরিচয় স্থাপন করেছেন সোনু। এবার, এক কিশোরীকে সাইকেল উপহার দিয়ে প্রতিদিনের স্কুল পাড়ি দেওয়াকে আরও সহজ করে দিলেন সোনু। নীলাঞ্জনা নামের ওই কিশোরীর দূরের ইস্কুলে পড়াশোনা করার সমস্যাকে মেটানোর ব্যবস্থা করে দিয়েছেন সোনু। সমাজ কর্মী বিকাশ কুমার গুপ্তা অভিনেতাকে ধন্যবাদ জানাতে ট্যুইটে একটি দীর্ঘ বার্তা লিখেছেন। স্কুলের ইউনিফর্মে নীলাঞ্জনার একটি সুন্দর ছবি পোস্ট করে বিকাশ সোনুকে ধন্যবাদও জানিয়েছেন। ছবিতে মিষ্টি হাসির নীলাঞ্জনাকে দেখা যাচ্ছে সদ্য উপহার পাওয়া নতুন লাল সাইকেলের পাশে।
বিকাশ হিন্দিতে লিখেছেন, “আমি কারও চেয়ে ভালো করি; এতে কী এসে যায়? আমি কি কারও ভালো করি; এটাই বেশি গুরুত্বপূর্ণ! নীলাঞ্জনা খুব খুশি। এই সুখের মূল্য অমূল্য কারণ সোনু স্যার নীলাঞ্জনাকে স্কুলে যাওয়ার জন্য একটি সাইকেল উপহার দিয়ে সাহায্য করেছেন। আপনাকে ধন্যবাদ।” অভিনেতাকে নিজের ট্যুইটে ট্যাগও করেছেন বিকাশ। বিকাশের ট্যুইটের উত্তরে সোনু সুদ লিখেছেন, “একদিন, আমি নীলাঞ্জনার সঙ্গে ওর সাইকেলে করে স্কুলে নিয়ে যাব।” সোনু সুদের এই ট্যুইটটি হাজার হাজার মানুষ ‘লাইক’ করেছেন, অজস্র বার রিট্যুইটও হয়েছে।
advertisement
advertisement
advertisement
নেটিজেনদের প্রশংসায় প্লাবিত সোনু সুদ। একজন লিখেছেন, “সন্তানের মুখে হাসি আনা এক সোনালি মুহূর্ত, এবং সোনু সুদ অনেক শিশুর মুখেই হাসি ফোটাচ্ছেন, আপনি মহান... অনেক সম্মান করি।” অন্য একজন লিখেছেন, “ঈশ্বর আপনার মঙ্গল করুন, স্যার।” আবার একজন লিখেছেন, “স্যার আপনি সত্যিই আমাদের মতো সাধারণ মানুষের জন্য একজন ঈশ্বর প্রেরিত দেবদূত।”
advertisement
করোনাভাইরাসের প্রথম ঢেউয়ের সময় সরকার দেশব্যাপী লকডাউন ঘোষণা করার পরে সোনু অসংখ্য মানুষকে তাঁদের নিজের বাড়ি পৌঁছতে সাহয্য করেছিলেন। প্রচুর মানুষকে নিজের উদ্যোগে বাসে করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছিলেন সোনু।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Sonu Sood Gifts Cycle to Little Girl: ফের মন জিতলেন অভিনেতা! সাইকেল উপহার দিয়ে স্কুল ছাত্রীর মুখে হাসি ফোটালেন সোনু সুদ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement