Manipur Massive Landslide: মণিপুরে বীভৎস ভূমিধ্বস! ১৮ জন সেনা সহ মৃত ২৪! আটকে আরও প্রাণ
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Territorial Army killed in Manipur Massive Landslide: ১৮ জন টেরিটোরিয়াল আর্মির সৈন্য এবং ৬ জন নাগরিকের মৃতদেহ এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে।
#গুয়াহাটি: মণিপুরের ননি জেলায় রেলের এক নির্মাণস্থলে ভূমিধ্বসে মৃতের সংখ্যা শনিবার বেড়ে হল ২৪! এর মধ্যে রয়েছেন টেরিটোরিয়াল আর্মির ১৮ জন সৈন্য। সংবাদ সংস্থা পিটিআইকে গুয়াহাটিতে সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, ৩৮ জন এখনও নিখোঁজ। ত্রাণ ও উদ্ধারকার্যে তৎপরতা বাড়াতে আরও বেশ কয়েকটি দল মোতায়েন করা হয়েছে। আর্মি, অসম রাইফেলস, টেরিটোরিয়াল আর্মি, এনডিআরএফ এবং এসডিআরএফ কর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া মানুষদের প্রাণ বাঁচানোর সমস্ত চেষ্টা করছে। অন্যদিকে মণিপুরে ঘটনাস্থলের কাছেই আরেকটি ভূমিধ্বসের ঘটনা ঘটেছে।
পিটিআইকে সেনার ওই মুখপাত্র জানিয়েছেন, ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া মানুষদের খুঁজতে ওয়াল রাডার ব্যবহার করা হচ্ছে। এছাড়া স্নিফার কুকুরদেরও কাজে লাগানো হয়েছে। এখনও পর্যন্ত ১৩ জন টেরিটোরিয়াল আর্মি কর্মী এবং ৫ জন সাধারণ নাগরিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ১৮ জন টেরিটোরিয়াল আর্মির সৈন্য এবং ৬ জন নাগরিকের মৃতদেহ এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে। তিনি জানান, টেরিটোরিয়াল আর্মির ১২ জন সৈন্য এবং ২৬ জন সাধারণ মানুষ এখনও নিখোঁজ।
advertisement
advertisement
#WATCH | Another landslide hits near the tragedy site at Noney, Manipur. Details awaited. (Video source: Manipur Mountaineering and Tracking Association) pic.twitter.com/Bf4gq0Sj7L
— ANI (@ANI) July 2, 2022
সেনার ওই মুখপাত্র জানিয়েছেন, এই দুর্ঘটনায় প্রাণ হারানো সেনা কর্মীদের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসারও (JCO) রয়েছেন। JCO সহ ১৪ জন জওয়ানের মৃতদেহ দু’টি বায়ুসেনার বিমান এবং একটি সেনা হেলিকপ্টারের মাধ্যমে তাঁদের বাড়িতে পাঠানো হয়েছে। একজন জওয়ানের মৃতদেহ সড়কপথে মণিপুরের কাংপোকপি জেলায় পাঠানো হবে।
advertisement
মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধারকার্যের খোঁজ নেন। এই মর্মান্তিক ঘটনাকে মণিপুরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাই বলে মনে করেছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার রাতে, মণিপুরের ননি জেলার টুপুল রেল স্টেশনের কাছে ভারতীয় সেনাবাহিনীর ১০৭ টেরিটোরিয়াল আর্মি ক্যাম্পের কাছে এই ভূমিধ্বসের ঘটনাটি ঘটে। জিরিবাম থেকে ইম্ফলের মধ্যে একটি রেললাইন তৈরি করা হচ্ছে এখানে। এই সৈন্যদের সেই রেলপথের সুরক্ষার জন্যই মোতায়েন করা হয়েছিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 02, 2022 1:31 PM IST