Viral Video|| মেহেন্দি রাঙানো হাতে স্টিয়ারিং, বরকে পাশে বসিয়ে শ্বশুরবাড়ি ঢুকলেন কনে, কাশ্মীরের ভিডিও তুমুল ভাইরাল...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Bride Groom Viral video: উত্তর কাশ্মীরের বারামুলায় দু'দিন আগে সাত পাকে বাঁধা পড়েন এই দম্পতি। বর এবং কনে দু'জনেই কাশ্মীরের বাসিন্দা। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে কয়েক ঘন্টার মধ্যেই।
#ভাইরাল ভিডিও: লেহেঙ্গা-চোলি, গয়না চূড়ায় সেজে কনে (Bride)। শেরওয়ানি পাগড়িতে বর (Groom)। আশেপাশে বর এবং কনের বাড়ির শতাধিক আত্মীয় (Relatives) হাসি মজায় মেতে রয়েছেন, চলছে নাচ-গান। এমন সময় 'কাহানি মে টুইস্ট' (unexpected twists and turns)!
বিয়ে বাড়ি (Indian weddings) মানেই হাসি-মজা-আনন্দের পাশাপাশি নানা নাটকীয় ঘটনার সমাহার। নানা বিয়ে বাড়িতে নানা ধরণের ঘটনা ঘটে। বলা ভাল, বিয়ে বাড়িতে কিছু একটা না ঘটলে তা সেই বিয়েবাড়ি যেন অসম্পূর্ণ থেকে যায়। বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়ায় (social media) বহুল ব্যবহারে বেশ কিছু ঘটনা সামনে চলে যায়। বেশ কিছু ভিডিও ভাইরাল হয়ে যায়। তেমনই ফের বিয়ে বাড়ির এক আজব ঘটনা সোশ্যাল মিডিয়ায় (social media) ভাইরাল হয়েছে।
advertisement
A bride driving herself with the groom to her in-laws. #KhudkafeelKashmir pic.twitter.com/lwRRy4QRw5
— Ahmed Ali Fayyaz (@ahmedalifayyaz) August 24, 2021
advertisement
ভিডিওতে দেখা গিয়েছে, বরকে পাশে বসিয়ে হুশ করে গাড়ি চালিয়ে বেরিয়ে যাচ্ছেন নতুন কনে। সকলে হাততালি দিয়ে তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। জানা গিয়েছে, কনে নিজের গাড়ি চালিয়ে পৌঁছে যান শ্বশুড়বাড়িতে। আজ থেকে কয়েকবছর আগেও এই দৃশ্য ছিল খুবই অচেনা।
advertisement
আরও পড়ুন: শিম্পাঞ্জির সঙ্গে উত্তাল প্রেম! মহিলার চিড়িয়াখানায় প্রবেশে নিষেধাজ্ঞা কর্তৃপক্ষের, ভাইরাল...
তবে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মানসিকতার পরিবর্তন হয়েছে। তার ওপর সোশ্যাল মিডিয়ার বহুল ব্যবহার। সব মিলিয়ে এই ছবি আজকাল হামেশাই দেখা যায়। কিন্তু এই নতুন দম্পতির কাছে এই ঘটনা অন্যদের তুলনায় কিছুটা হলেও আলাদা। কারণ যে ভিডিও ভাইরাল হয়েছে সেটি কাশ্মীরের।
advertisement
— Ahmed Ali Fayyaz (@ahmedalifayyaz) August 24, 2021
জানা গিয়েছে, উত্তর কাশ্মীরের বারামুলায় দু'দিন আগে সাত পাকে বাঁধা পড়েন এই দম্পতি। বর এবং কনে দু'জনেই কাশ্মীরের বাসিন্দা। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ফৈয়াজ নামে এক ব্যক্তি। ইতিমধ্যেই হাজার হাজার নেটাগরিক ভিডিওটি দেখেছেন এবং বর-কনের এই সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন।
Location :
First Published :
August 25, 2021 3:54 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video|| মেহেন্দি রাঙানো হাতে স্টিয়ারিং, বরকে পাশে বসিয়ে শ্বশুরবাড়ি ঢুকলেন কনে, কাশ্মীরের ভিডিও তুমুল ভাইরাল...