Viral|| শিম্পাঞ্জির সঙ্গে উত্তাল প্রেম! মহিলার চিড়িয়াখানায় প্রবেশে নিষেধাজ্ঞা কর্তৃপক্ষের, ভাইরাল...

Last Updated:

Woman Having an ‘Affair’ With a Chimpanzee: শিম্পাঞ্জির (Chimpanzee) সঙ্গে উথালপাতাল প্রেম (Love Affair)! গল্পকথা নয়, একেবারে সত্যি ঘটনা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, মহিলাকে চিড়িয়াখানায় ঢুকতে পর্যন্ত নিষেধ করে দেওয়া হয়েছে।

#অ্যান্টওয়ার্প: শিম্পাঞ্জির (Chimpanzee) সঙ্গে উথালপাতাল প্রেম (Love Affair)! গল্পকথা নয়, একেবারে সত্যি সত্যি  শিম্পাঞ্জির প্রেমে হাবুডুবু খাচ্ছেন এক মহিলা। আর সেই শিম্পাঞ্জিও, মহিলার প্রেমে পাগল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, মহিলাকে চিড়িয়াখানায় ঢুকতে পর্যন্ত নিষেধ করে দেওয়া হয়েছে। প্রেমিকাকে কাছে না পেয়ে, বেলিয়ামের অ্যান্টওয়ার্প চিড়িয়াখানার শিম্পাঞ্জিটি ভীষণরকম বিরক্ত।
বেলজিয়ামের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই মহিলার নাম এডি টিমারম্যানস। অ্যান্টওয়ার্প চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, পশুটির ভালর জন্য এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তাঁরা। ঠিক কীভাবে এই ঘটনা প্রকাশ্যে এল? কর্তৃপক্ষ জানিয়েছে, গত চার বছর ধরে তিনি প্রতি সপ্তাহে চিড়িয়াখানায় আসতেন। আর সারাদিন কাটাতেন শিম্পাঞ্জিদের কাচঘেরা ঘরের সামনে। দু 'জনে কাচে হাত বুলিয়ে ভালবাসা প্রকাশ করতেন।
advertisement
প্রথমে চিড়িয়াখানার কর্তারা ভেবেছিলেন এডি বোধহয় শিম্পাঞ্জি প্রেমী।কিন্তু, পরে তাঁরা দেখেছিলেন, এডি এসে চিতা নামে একটি ৩৮ বছর বয়সী পুরুষ শিম্পাঞ্জির সঙ্গেই সময় কাটায়। তার সঙ্গে কথা বলে। কাচের দেওয়ালের দু'পাশ থেকে তারা একে ওপরকে অনুভব করে। এমনকী, একে অপরের দিকে চুম্বনও ছুঁড়ে দেয়। চিড়িয়াখানা কর্তারা ওয়েকাধিকবার এই ঘটনা লক্ষ্য করার পর এডিকে জিজ্ঞাসাবাদ করেন। সেখানেই তিনি স্বীকার করে নেন চিতার সঙ্গে প্রেমের কথা। জানান, তিনি চিতাকে অসম্ভব ভালবাসেন। তার সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। এরপরই, চিড়িয়াখানা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, অ্যান্টওয়ার্প চিড়িয়াখানায় এডির প্রবেশ নিষিদ্ধ করা হবে। এডি টিমারম্যানস এতে খুবই মর্মাহত হয়েছেন বলে দাবি।
advertisement
advertisement
তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ দাবি, এডি-র সঙ্গে ব্যতিক্রমী 'প্রেমের সম্পর্ক'-র কারণে চিতা অন্যান্য শিম্পাঞ্জিদের সঙ্গে মিশত না। তাঁদের সঙ্গে সম্পর্কের অবনতি হচ্ছিল। চিতা যখন এডির সঙ্গে সময় কাটাত, তখন অন্যান্য শিম্পাঞ্জিরা তাকে উপেক্ষা করত। ফলে ভিসিটিং আওয়ার শেষ হয়ে গেলে চিতা একেবারে একা হয়ে যেত।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral|| শিম্পাঞ্জির সঙ্গে উত্তাল প্রেম! মহিলার চিড়িয়াখানায় প্রবেশে নিষেধাজ্ঞা কর্তৃপক্ষের, ভাইরাল...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement