বিপুল বেগে ধেয়ে আসছে মহাজাগতিক 3I/Atlas! অক্টোবরেই আছড়ে পড়বে! পৃথিবীর শেষ কি এখানেই? NASA যা জানাচ্ছে

Last Updated:

NASA Comet: সৌরজগতে হঠাৎ আবির্ভাব ঘটিয়েছে এক অচেনা অতিথি। নাম ধূমকেতু 3I/ATLAS। ঘণ্টায় প্রায় ২,২১,০০০ কিলোমিটার বেগে ছুটে চলেছে এই মহাজাগতিক পথিক। গতি শুনেই যেন বুক ধকধক করে ওঠে! কী বলছে নাসা?

পৃথিবীর দিকে ছুটে আসছে ধূমকেতু 3I/ATLAS! নাসা জানাল, আছে কি সংঘর্ষের আশঙ্কা?
পৃথিবীর দিকে ছুটে আসছে ধূমকেতু 3I/ATLAS! নাসা জানাল, আছে কি সংঘর্ষের আশঙ্কা?
তীব্র বেগে ছুটে আসছে এক বড়সড় ধুমকেতু। সংঘর্ষ হতে পারে পৃথিবীর সঙ্গে? সেই নিয়ে ছড়িয়েছে আতঙ্ক। সত্যিটা জেনে নেওয়া যাক। মার্কিন মহাকাশ সংস্থা নাসা (NASA) জানিয়েছে, ধূমকেতু 3I/Atlas এখন সৌরজগতে ছুটে চলেছে ঘণ্টায় প্রায় ২,২১,০০০ কিলোমিটার (অর্থাৎ সেকেন্ডে ৬১ কিলোমিটার) গতিতে।
নাসার (NASA) ভাষ্য অনুযায়ী, 3I/Atlas হল এক আন্তঃনাক্ষত্রিক ধূমকেতু, অর্থাৎ এটি এসেছে আমাদের সৌরজগতের বাইরে থেকে। এর আগে এমন দুটি বস্তু আবিষ্কৃত হয়েছিল—২০১৭ সালে ‘Oumuamua’ এবং ২০১৯ সালে ‘2I/Borisov’। সেই ধারাবাহিকতায় 3I/Atlas তৃতীয় পরিচিত আন্তঃনাক্ষত্রিক বস্তু। এর নামের ‘3’ সংখ্যা সেই কারণেই, আর ‘I’ মানে ‘Interstellar’ বা আন্তঃনাক্ষত্রিক।
advertisement
advertisement
নাম ধূমকেতু 3I/ATLAS। ঘণ্টায় প্রায় ২,২১,০০০ কিলোমিটার বেগে ছুটে চলেছে এই মহাজাগতিক পথিক। গতি শুনেই যেন বুক ধকধক করে ওঠে Comet 3I ATLAS, NASA, Interstellar comet, Comet 3I/Atlas news, ধূমকেতু 3I/Atlas, নাসা, আন্তঃনাক্ষত্রিক ধূমকেতু, সৌরজগত, পৃথিবীর জন্য বিপদ, comet approaching Earth, space news, comet speed 61 km per second, Oumuamua, 2I Borisov, ATLAS telescope, Minor Planet Center, Hubble, Webb telescope, SPHEREx, 2025 comet, rare comet, 3I/Atlas discovery, নাসা সতর্কতা, মহাকাশ সংবাদ, পৃথিবীর সংঘর্ষ সম্ভাবনা, astronomy news, comet 3I/Atlas October 2025, comet near Sun, comet near Jupiter, interstellar object, comet no threat to Earth
advertisement
নাম ধূমকেতু 3I/ATLAS। ঘণ্টায় প্রায় ২,২১,০০০ কিলোমিটার বেগে ছুটে চলেছে এই মহাজাগতিক পথিক। গতি শুনেই যেন বুক ধকধক করে ওঠে!
এই ধূমকেতুটি প্রথম শনাক্ত হয় ২০২৫ সালের ১ জুলাই, চিলির রিও হার্টাডোতে অবস্থিত নাসা-অর্থায়িত ATLAS (Asteroid Terrestrial-impact Last Alert System) নামের টেলিস্কোপে। এরপর Minor Planet Center এটি আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত করে।
advertisement
নাসা জানিয়েছে, আবিষ্কারের সময় 3I/Atlas ঘণ্টায় প্রায় ১,৩৭,০০০ মাইল (অর্থাৎ প্রায় ২,২১,০০০ কিলোমিটার) গতিতে চলছিল। সূর্যের দিকে এগোতে থাকায় এর গতি আরও বাড়বে। ধারণা করা হচ্ছে, এটি ৩০ অক্টোবরের দিকে সূর্যের সর্বাধিক কাছাকাছি পৌঁছাবে, তখন তার দূরত্ব হবে প্রায় ২১ কোটি কিলোমিটার, যা মঙ্গলগ্রহের কক্ষপথের ভেতরে।
এই বিরল ধূমকেতুটি প্রথম শনাক্ত হয় ২০২৫ সালের ১ জুলাই, চিলির রিও হার্টাডোতে অবস্থিত নাসা-অর্থায়িত ATLAS (Asteroid Terrestrial-impact Last Alert System) টেলিস্কোপে। এরপর Minor Planet Center এটি আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত করে।
advertisement
এই বিরল ধূমকেতুটি প্রথম শনাক্ত হয় ২০২৫ সালের ১ জুলাই, চিলির রিও হার্টাডোতে অবস্থিত নাসা-অর্থায়িত ATLAS (Asteroid Terrestrial-impact Last Alert System) টেলিস্কোপে। এরপর Minor Planet Center এটি আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত করে।
তবে পৃথিবীর কাছে এটি মোটেও আসছে না। নাসা স্পষ্টভাবে জানিয়েছে, Comet 3I/Atlas পৃথিবীর জন্য কোনও হুমকি নয়। এটি পৃথিবী থেকে সর্বাধিক কাছাকাছি আসবে প্রায় ১.৮ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্বে—যা প্রায় ২৭ কোটি কিলোমিটার বা ১৭ কোটি মাইল
advertisement
নাসার হাবল, ওয়েব এবং SPHEREx সহ বিভিন্ন মহাকাশ টেলিস্কোপ এই ধূমকেতুর গতি ও গতিপথ নিয়মিত পর্যবেক্ষণ করছে। তাদের সব পর্যবেক্ষণেই দেখা গেছে, 3I/Atlas পৃথিবীর থেকে অনেক দূরেই থাকবে এবং কোনও সংঘর্ষের সম্ভাবনা নেই।
নাসার হিসাবে, ধূমকেতুটি অক্টোবরের শেষ দিকে সূর্যের পেছনে অতিক্রম করবে, এরপর ২০২৬ সালের মার্চ মাসে সৌরজগত ছেড়ে বেরিয়ে যাবে, তখন এটি বৃহস্পতির কাছ দিয়ে যাবে।
advertisement
সুতরাং, নাসার আশ্বস্ত বার্তা একটাই—ধূমকেতু 3I/Atlas পৃথিবীর জন্য একেবারেই বিপজ্জনক নয়। এটি কেবলমাত্র এক বিরল আকাশযাত্রী, যা আমাদের সৌরজগতের মধ্যে দিয়ে অল্প সময়ের জন্য ছুটে যাবে, তারপর অজানার পথে হারিয়ে যাবে মহাকাশের গভীরে।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বিপুল বেগে ধেয়ে আসছে মহাজাগতিক 3I/Atlas! অক্টোবরেই আছড়ে পড়বে! পৃথিবীর শেষ কি এখানেই? NASA যা জানাচ্ছে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement