Viral Post: ২৫ লাখ টাকা স্যালারি এই বাজারে কিছুই নয়! ভাইরাল পোস্ট ঘিরে দ্বিধাবিভক্ত সোশ্যাল মিডিয়া
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
সোশ্যাল মিডিয়ায় সৌরভ দত্ত নামক এক বিনিয়োগকারী, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সেক্টরে কর্মরত মানুষদের বেতন নিয়ে কথা বলেছেন৷ সেখানেই তিনি এক বিতর্কিত মন্তব্য করেছেন৷
দিল্লি: কত টাকায় আজকের দুনিয়ায় চলা যায়৷ এই প্রশ্নের উত্তর এক এক জনের কাছে এক এক রকম৷ এই প্রশ্ন করাও বেশ হাস্যজনক৷ কিন্তু এমনই এক হাস্যজনক প্রশ্নের কারণে দ্বিধাবিভক্ত সোশ্যাল মিডিয়ায়৷
সোশ্যাল মিডিয়ায় সৌরভ দত্ত নামক এক বিনিয়োগকারী, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সেক্টরে কর্মরত মানুষদের বেতন নিয়ে কথা বলেছেন৷ সেখানেই তিনি এক বিতর্কিত মন্তব্য করেছেন৷
25 LPA salary in today’s age is nothing.
Even a 3-5 year experience software engineer gets more than this.
Are tech salaries distorting the market?
— Sourav Dutta (@Dutta_Souravd) August 2, 2024
advertisement
advertisement
তাঁর বক্তব্য বছরে ২৫ লক্ষ টাকা আয় এই বাজারে প্রায় কিছুই নয়৷ তিনি আরও বলেছেন অনেক সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারই এখন এর চেয়ে অনেক বেশি টাকা উপার্জন করেন৷ তিনি এমনকি এই মন্তব্যও করেন তাঁদের এই ধরনের স্যালারি বাজারকে ক্ষতিগ্রস্ত হচ্ছে৷
advertisement
25 LPA salary in today’s age is nothing.
Even a 3-5 year experience software engineer gets more than this.
Are tech salaries distorting the market?
— Sourav Dutta (@Dutta_Souravd) August 2, 2024
advertisement
এই নিয়ে সোশ্যালমিডিয়াতে বিতর্কের ঝড় বয়ে গিয়েছে৷ পোস্টটিতে প্রায় ৬.৫ শতাংশেরও বেশি ভিউ হয়৷
কেউ কেউ তাঁর কথায় সমর্থন জানিয়েছেন৷ একজন লেখেন,‘‘এখন সব কিছুর দাম বৃদ্ধি পেয়েছে৷ আগে যে টাকায় ৩০ গ্রাম সোনা পাওয়া যেত, এখন কি পাওয়া যাবে? ইনকাম বা সম্পত্তির হিসেব সম্পদের পরিমাণ দিয়ে বিবেচনা করা উচিত, টাকার পরিমাণ দিয়ে নয়৷’’
advertisement
আবার একজন লেখেন, ‘‘আপনি যে মাইনের কথা বলছেন, তা মাত্র ১০০০ এর মধ্যে ২০ জন পায়৷ আপনি কী অন্য দুনিয়ায় থাকে৷’’
সত্যি ভারতের বাজারে এই স্যালারিকে কিছুই নয়, এতটা বলার মতো অবস্থায় হয়তো এখনও আসেনি৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 05, 2024 3:15 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Post: ২৫ লাখ টাকা স্যালারি এই বাজারে কিছুই নয়! ভাইরাল পোস্ট ঘিরে দ্বিধাবিভক্ত সোশ্যাল মিডিয়া