Viral Post: ২৫ লাখ টাকা স্যালারি এই বাজারে কিছুই নয়! ভাইরাল পোস্ট ঘিরে দ্বিধাবিভক্ত সোশ্যাল মিডিয়া

Last Updated:

সোশ্যাল মিডিয়ায় সৌরভ দত্ত নামক এক বিনিয়োগকারী, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সেক্টরে কর্মরত মানুষদের বেতন নিয়ে কথা বলেছেন৷ সেখানেই তিনি এক বিতর্কিত মন্তব্য করেছেন৷

২৫ লাখ টাকা কিছুই নয়! দাবি এক ব্যক্তির (Representative image)
২৫ লাখ টাকা কিছুই নয়! দাবি এক ব্যক্তির (Representative image)
দিল্লি:  কত টাকায় আজকের দুনিয়ায় চলা যায়৷ এই প্রশ্নের উত্তর এক এক জনের কাছে এক এক রকম৷ এই প্রশ্ন করাও বেশ হাস্যজনক৷ কিন্তু এমনই এক হাস্যজনক প্রশ্নের কারণে দ্বিধাবিভক্ত সোশ্যাল মিডিয়ায়৷
সোশ্যাল মিডিয়ায় সৌরভ দত্ত নামক এক বিনিয়োগকারী, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সেক্টরে কর্মরত মানুষদের বেতন নিয়ে কথা বলেছেন৷ সেখানেই তিনি এক বিতর্কিত মন্তব্য করেছেন৷
advertisement
advertisement
তাঁর বক্তব্য বছরে ২৫ লক্ষ টাকা আয় এই বাজারে প্রায় কিছুই নয়৷ তিনি আরও বলেছেন অনেক সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারই এখন এর চেয়ে অনেক বেশি টাকা উপার্জন করেন৷ তিনি এমনকি এই মন্তব্যও করেন তাঁদের এই ধরনের স্যালারি বাজারকে ক্ষতিগ্রস্ত হচ্ছে৷
advertisement
advertisement
এই নিয়ে সোশ্যালমিডিয়াতে বিতর্কের ঝড় বয়ে গিয়েছে৷ পোস্টটিতে প্রায় ৬.৫ শতাংশেরও বেশি ভিউ হয়৷
কেউ কেউ তাঁর কথায় সমর্থন জানিয়েছেন৷ একজন লেখেন,‘‘এখন সব কিছুর দাম বৃদ্ধি পেয়েছে৷ আগে যে টাকায় ৩০ গ্রাম সোনা পাওয়া যেত, এখন কি পাওয়া যাবে? ইনকাম বা সম্পত্তির হিসেব সম্পদের পরিমাণ দিয়ে বিবেচনা করা উচিত, টাকার পরিমাণ দিয়ে নয়৷’’
advertisement
আবার একজন লেখেন, ‘‘আপনি যে মাইনের কথা বলছেন, তা মাত্র ১০০০ এর মধ্যে ২০ জন পায়৷ আপনি কী অন্য দুনিয়ায় থাকে৷’’
সত্যি ভারতের বাজারে এই স্যালারিকে কিছুই নয়, এতটা বলার মতো অবস্থায় হয়তো এখনও আসেনি৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Post: ২৫ লাখ টাকা স্যালারি এই বাজারে কিছুই নয়! ভাইরাল পোস্ট ঘিরে দ্বিধাবিভক্ত সোশ্যাল মিডিয়া
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement