Bengaluru Woman Monthly Expense: গাড়িতে যাতায়াতের খরচ যাতায়াতের অর্ধেক! বিলের পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে

Last Updated:

Bengaluru Woman Monthly Expense: মহিলাটি কাজের সূত্রে থাকেন ব্যঙ্গালুরু৷ সেখানে অফিসে যাতায়াতের জন্য যে অ্যাপ ব্যবহার করেন, সেই বিলের পরিমাণ মেয়েটির বাড়ি ভাড়ার অর্ধেক৷

যাতায়াতের খরচ পড়ল ১৬০০ হাজার টাকা! (representative Image)
যাতায়াতের খরচ পড়ল ১৬০০ হাজার টাকা! (representative Image)
ব্যাঙ্গালুরু: শহরের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে আমরা প্রায়ই বিভিন্ন ধরনের অ্যােপর সাহায্য নিই৷ সেই সব অ্যাপের বিলের অঙ্কটাও বেশ ভালই হয়৷ কিন্তু তা বলে বিলের পরিমাণ এতটা! জেনে সত্যিই চক্ষুছানাবড়া হওয়ার উপক্রম৷
বংশিতা কাজের সূত্রে থাকেন ব্যঙ্গালুরু৷ সেখানে অফিসে যাতায়াতের জন্য যে অ্যাপ ব্যবহার করেন, সেই বিলের পরিমাণ মেয়েটির বাড়ি ভাড়ার অর্ধেক৷
advertisement
তাঁর অ্যাপ ক্যাবের  বিল সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন৷ সেখানেই দেখা যাচ্ছে, তিনি ১জুলাই থেকে ২৫ জুলাইয়ের মধ্যে উবেরের জন্য প্রায় ১৬ হাজার টাকা দিয়েছেন৷  তিনি সেই অ্যাপ থেকে প্রায় ৭৪টি ট্রিপ বুক করেছিলেন৷
advertisement
সোশ্যাল মিডিয়াতে এই বিপুল পরিমাণ বিলের ছবিটি শেয়ার করেছেন তিনি৷ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, ‘‘আমি বিশ্বাস করতে পারছি না আমার অ্যাপ ক্যাবের খরচ এত বেশি! ব্যঙ্গালুরুতে আমার বাড়ি ভাড়ার অর্ধেক পরিমাণ টাকা এর জন্য খরচ করতে হয়েছে৷’’
advertisement
সঙ্গে সঙ্গেই  পোস্টটি ভাইরাল হয়ে গিয়েছে৷ নেটিজেনদের মধ্যে অনেকেই তাঁকে নিজের গাড়ি কিনে ফেলার পরামর্শ দিয়েছেন৷ একজন তাঁর কমেন্ট সেকশনে লিখেছেন, ‘‘আমার মনে হয় আপনার নিজের গাড়ি কিনে ফেলা উচিত৷ ইএমআইও এর চেয়ে কম পড়বে৷’’
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Bengaluru Woman Monthly Expense: গাড়িতে যাতায়াতের খরচ যাতায়াতের অর্ধেক! বিলের পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
  • দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement