Bengaluru Woman Monthly Expense: গাড়িতে যাতায়াতের খরচ যাতায়াতের অর্ধেক! বিলের পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে

Last Updated:

Bengaluru Woman Monthly Expense: মহিলাটি কাজের সূত্রে থাকেন ব্যঙ্গালুরু৷ সেখানে অফিসে যাতায়াতের জন্য যে অ্যাপ ব্যবহার করেন, সেই বিলের পরিমাণ মেয়েটির বাড়ি ভাড়ার অর্ধেক৷

যাতায়াতের খরচ পড়ল ১৬০০ হাজার টাকা! (representative Image)
যাতায়াতের খরচ পড়ল ১৬০০ হাজার টাকা! (representative Image)
ব্যাঙ্গালুরু: শহরের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে আমরা প্রায়ই বিভিন্ন ধরনের অ্যােপর সাহায্য নিই৷ সেই সব অ্যাপের বিলের অঙ্কটাও বেশ ভালই হয়৷ কিন্তু তা বলে বিলের পরিমাণ এতটা! জেনে সত্যিই চক্ষুছানাবড়া হওয়ার উপক্রম৷
বংশিতা কাজের সূত্রে থাকেন ব্যঙ্গালুরু৷ সেখানে অফিসে যাতায়াতের জন্য যে অ্যাপ ব্যবহার করেন, সেই বিলের পরিমাণ মেয়েটির বাড়ি ভাড়ার অর্ধেক৷
advertisement
তাঁর অ্যাপ ক্যাবের  বিল সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন৷ সেখানেই দেখা যাচ্ছে, তিনি ১জুলাই থেকে ২৫ জুলাইয়ের মধ্যে উবেরের জন্য প্রায় ১৬ হাজার টাকা দিয়েছেন৷  তিনি সেই অ্যাপ থেকে প্রায় ৭৪টি ট্রিপ বুক করেছিলেন৷
advertisement
সোশ্যাল মিডিয়াতে এই বিপুল পরিমাণ বিলের ছবিটি শেয়ার করেছেন তিনি৷ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, ‘‘আমি বিশ্বাস করতে পারছি না আমার অ্যাপ ক্যাবের খরচ এত বেশি! ব্যঙ্গালুরুতে আমার বাড়ি ভাড়ার অর্ধেক পরিমাণ টাকা এর জন্য খরচ করতে হয়েছে৷’’
advertisement
সঙ্গে সঙ্গেই  পোস্টটি ভাইরাল হয়ে গিয়েছে৷ নেটিজেনদের মধ্যে অনেকেই তাঁকে নিজের গাড়ি কিনে ফেলার পরামর্শ দিয়েছেন৷ একজন তাঁর কমেন্ট সেকশনে লিখেছেন, ‘‘আমার মনে হয় আপনার নিজের গাড়ি কিনে ফেলা উচিত৷ ইএমআইও এর চেয়ে কম পড়বে৷’’
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Bengaluru Woman Monthly Expense: গাড়িতে যাতায়াতের খরচ যাতায়াতের অর্ধেক! বিলের পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement