Drunk Man Tries To Play With Cobra: আস্ত এক কোবরার সঙ্গে খেলছে যুবক! তারপর যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল, জানলে চমকে উঠবেন!

Last Updated:

Drunk Man Tries To Play With Cobra: সাপটি প্রথমে ক্যাম্পাস চত্বরে ঢুকে পড়ে৷ তখন নাগরাজু এটিকে ধরার চেষ্টা করে। কোবরাটি প্রথমে ভয় পেয়ে ঝোপের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করে৷ কিন্তু তারপরও সে সাপটিকে ধরে রাস্তায় নিয়ে আসে৷

এক ভাইরাল ভিডিওতে অন্ধ্র প্রদেশের একজন ব্যক্তিকে কোবরার সঙ্গে খেলা করতে দেখা যায়
এক ভাইরাল ভিডিওতে অন্ধ্র প্রদেশের একজন ব্যক্তিকে কোবরার সঙ্গে খেলা করতে দেখা যায়
অমরাবতী: এক ভাইরাল ভিডিওতে অন্ধ্র প্রদেশের একজন ব্যক্তিকে কোবরার সঙ্গে খেলা করতে দেখা যায়৷ বিপজ্জনক সেই ভিডিওতে দেখে লোকটিকে নেশাগ্রস্ত বলেই মনে হচ্ছে৷
ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের সত্যসাই জেলার কাদিরি অঞ্চলে। ভিডিওতে দেখা লোকটির নাম নাগরাজু৷ ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, সাপটি সেখানকার এক ডিগ্রি কলেজের মাঠে ঢুকে পড়েছে৷ আর সেই নেশাগ্রস্ত মানুষটি সেই কোবরাটিকে সামলানোর চেষ্টা করছেন।
advertisement
সাপটি প্রথমে ক্যাম্পাস চত্বরে ঢুকে পড়ে৷ তখন নাগরাজু এটিকে ধরার চেষ্টা করে। কোবরাটি প্রথমে ভয় পেয়ে ঝোপের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করে৷ কিন্তু তারপরও সে সাপটিকে ধরে রাস্তায় নিয়ে আসে৷
advertisement
পথচলতি মানুষেরা তাঁকে বারবার থামানোর চেষ্টা করলেও নেশার ঘোরে থাকায় সে কারওর কথা শুনতে রাজি ছিল না৷ ভিডিওতে নাগরাজুকে বারবার কোবরার মাথায় আঘাত করতে দেখা যায়৷ প্রত্যক্ষদর্শীরা তাঁকে থামতে বলেও ব্যর্থ হয়৷ অনেকের দাবি তিনি কয়েকবার কোবরার গায়ে পাও দিয়েছেন৷ এর ফলে শেষ অবধি সাপটি তাঁকে কামড়ে দেয় ৷
advertisement
advertisement
পরিস্থিতির অবনতি হলে, পথচলতি মানুষেরা অ্যাম্বুলেন্স ডাকে। প্রাথমিক চিকিৎসার জন্য নাগারাজুকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সোশ্যাল মিডিয়াতে লোকটিকে অনেকেই কাণ্ডজ্ঞানের মতো কাজ করার জন্য সমালোচনা করেছেন৷ অনেকেই মন্তব্য করেছেন সাপের সঙ্গে এই ধরনের কাজ করা উচিত নয়৷ যে কোনও মুহূর্তে বড় সড় বিপদ হয়ে যেতে পারত
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Drunk Man Tries To Play With Cobra: আস্ত এক কোবরার সঙ্গে খেলছে যুবক! তারপর যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল, জানলে চমকে উঠবেন!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement