Drunk Man Tries To Play With Cobra: আস্ত এক কোবরার সঙ্গে খেলছে যুবক! তারপর যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল, জানলে চমকে উঠবেন!
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
Drunk Man Tries To Play With Cobra: সাপটি প্রথমে ক্যাম্পাস চত্বরে ঢুকে পড়ে৷ তখন নাগরাজু এটিকে ধরার চেষ্টা করে। কোবরাটি প্রথমে ভয় পেয়ে ঝোপের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করে৷ কিন্তু তারপরও সে সাপটিকে ধরে রাস্তায় নিয়ে আসে৷
অমরাবতী: এক ভাইরাল ভিডিওতে অন্ধ্র প্রদেশের একজন ব্যক্তিকে কোবরার সঙ্গে খেলা করতে দেখা যায়৷ বিপজ্জনক সেই ভিডিওতে দেখে লোকটিকে নেশাগ্রস্ত বলেই মনে হচ্ছে৷
ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের সত্যসাই জেলার কাদিরি অঞ্চলে। ভিডিওতে দেখা লোকটির নাম নাগরাজু৷ ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, সাপটি সেখানকার এক ডিগ্রি কলেজের মাঠে ঢুকে পড়েছে৷ আর সেই নেশাগ্রস্ত মানুষটি সেই কোবরাটিকে সামলানোর চেষ্টা করছেন।
advertisement
সাপটি প্রথমে ক্যাম্পাস চত্বরে ঢুকে পড়ে৷ তখন নাগরাজু এটিকে ধরার চেষ্টা করে। কোবরাটি প্রথমে ভয় পেয়ে ঝোপের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করে৷ কিন্তু তারপরও সে সাপটিকে ধরে রাস্তায় নিয়ে আসে৷
advertisement
পথচলতি মানুষেরা তাঁকে বারবার থামানোর চেষ্টা করলেও নেশার ঘোরে থাকায় সে কারওর কথা শুনতে রাজি ছিল না৷ ভিডিওতে নাগরাজুকে বারবার কোবরার মাথায় আঘাত করতে দেখা যায়৷ প্রত্যক্ষদর্শীরা তাঁকে থামতে বলেও ব্যর্থ হয়৷ অনেকের দাবি তিনি কয়েকবার কোবরার গায়ে পাও দিয়েছেন৷ এর ফলে শেষ অবধি সাপটি তাঁকে কামড়ে দেয় ৷
advertisement
Drunken Antics with Cobra in Kadiri Ends in Hospitalization
In a bizarre and dangerous incident, a young man named Nagaraju from Kadiri in Sathyasai district found himself in the hospital after deciding to play with a cobra while intoxicated.
The drama unfolded near a degree… pic.twitter.com/mjmuBqTAgT
— Sudhakar Udumula (@sudhakarudumula) July 24, 2024
advertisement
পরিস্থিতির অবনতি হলে, পথচলতি মানুষেরা অ্যাম্বুলেন্স ডাকে। প্রাথমিক চিকিৎসার জন্য নাগারাজুকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সোশ্যাল মিডিয়াতে লোকটিকে অনেকেই কাণ্ডজ্ঞানের মতো কাজ করার জন্য সমালোচনা করেছেন৷ অনেকেই মন্তব্য করেছেন সাপের সঙ্গে এই ধরনের কাজ করা উচিত নয়৷ যে কোনও মুহূর্তে বড় সড় বিপদ হয়ে যেতে পারত
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 26, 2024 6:01 PM IST