কলকাতা: করোনার তৃতীয় ঢেউয়ে নতুন করে বিপর্যস্ত দেশ ৷ অফিস, ব্যবসা থেকে শুরু করে সবকিছুই যেন আবার থমকে গিয়েছে ৷ শহরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ ৷ অধিকাংশ মানুষই এখন আর খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে চাইছেন না ৷ অর্থাৎ ‘সেই ওয়ার্ক ফ্রম হোম’, ‘স্টে হোম-স্টে সেফ’ কনসেপ্টই আবার ফিরে এসেছে ৷ এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় দারুণভাবে ভাইরাল ৷ সেটা হল ১১৭৬ হরে কৃষ্ণ (1176 Hare Krishna Meaning) ৷ কী এই মন্ত্র ? কেনই বা মানুষে লিখছেন, এর উত্তর জানা নেই অনেকের কাছেই ৷ অনেকে আবার না বুঝেই নিজেদের প্রোফাইলে পোস্ট করছেন এই লাইন ৷
আরও পড়ুন-‘রিস্ক’ তালিকায় আরও ৮টি দেশের নাম যোগ করল ভারত, যাত্রার আগে জেনে নিন
সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুকে এই ‘১১৭৬ হরে কৃষ্ণ’ (1176 Hare Krishna) এখন দারুণভাবে ভাইরাল ৷ ১০ জনের মধ্যে ৮ জনই নিজেদের ওয়ালে এই পোস্ট করছেন ৷ অনেকে এটা নিয়ে হাসি-ঠাট্টাও করছেন ৷ অনেকে মজা করে অনেক মন্তব্যই করছেন ৷ অনেকে আবার সিরিয়াসও ৷ এই নম্বর লিখলে নিজের মনঃস্কামনা নাকি পূরণ হবেই ৷ এমনটাই বিশ্বাস অনেক মানুষের ৷
এই নিয়েই চলছে জোর বিতর্ক ৷ আসলে ১১৭৬ নম্বরটি হল একটি ‘এঞ্জেল’ নম্বর ৷ এবং এই নম্বর ‘উইশ’ বা মনের ইচ্ছে পূরণ করার জন্য নাকি ‘লাকি’ নম্বরও বটে ৷ তাই এটা লিখে কেউ যদি মনের ইচ্ছা জানায়, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই নাকি সেই উইশ পূরণ হবে ৷ এমন ধারনা থেকেই এখন সোশ্যাল মিডিয়ায় ভরে গিয়েছে এই লেখা ৷
তবে এই নম্বর নিয়ে হাসিঠাট্টা করতে রাজি নন অনেকেই ৷ এটি আদতেই একটি এঞ্জেল নম্বর বলে দাবি করেছেন প্রচুর সংখ্যায় মানুষ ৷ ১১৭৬ নম্বরটি জ্যোতিষশাস্ত্র এবং নিউমেরোলজি অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নম্বর ৷ এঞ্জেল নম্বর হল সেই সব নম্বর, যেগুলোর মধ্যে বিশেষ কিছু ক্ষমতা আছে, যে নম্বরগুলো দেখলে বা মন্ত্রোচ্চারণের মত পড়লে জীবনে কিছু ভালো হবে বলেই মনে করা হয়। এই নম্বর সারা দিনে জপ করে কেউ যদি নিজের মনের ইচ্ছা বলেন, তাহলে তা পূরণ হবে বলেই ধারনা অধিকাংশ মানুষের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lord krishna, Social Media