সোনমের বিয়ের আসর বসতে চলেছে এ দেশেই
Last Updated:
#মুম্বই: কিছুদিন আগেই মারা গিয়েছেন জেঠিমা ৷ সেই শোকের ছায়া কাটিয়ে ধীরে ধীরে কাপুর মেনশনে আনন্দের রং লাগতে শুরু করেছে কাপুর মেনশনে ৷ হাতে মাত্র আর কয়েকটা দিন ৷ এরপরেই বহুদিনের বন্ধু আনন্দ আহুজার সঙ্গে বিয়ে সারতে চলেছেন অনিল-কন্যা সোনম কাপুর ৷ সেই নিয়ে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে কাপুর ফ্যামিলিতে ৷
বি-টাউনের মোস্ট ফ্যাশানিস্তার বিয়ে বলে কথা! চর্চা তো হবেই ৷ সোনমের বিয়ে নিয়ে রোজই সামনে আসছে নতুন নতুন খবর ৷
কিছুদিন আগে শোনা গিয়েছিল, জেনিভায় বসতে চলেছে সোনম-আনন্দের বিয়ের আসর ৷ তবে শোনা যাচ্ছে বিদেশের মাটিতে নয় ৷ এ দেশেই বিয়ে করতে চলেছেন এই ‘লাভ-বার্ডস’ ৷ মুম্বই মিররের রিপোর্ট বলছে, ৭ এবং ৮ এপ্রিল এক এলাহি বিয়ের অনুষ্ঠানে সাক্ষী থাকতে চলেছে এ দেশ ৷ মেহেন্দি, সঙ্গীত আর বিয়ের অনুষ্ঠান হতে চলেছে বিভিন্ন জায়গায় ৷
advertisement
advertisement
শোনা যাচ্ছে, সাহারে সোনমের বেস্ট ফ্রেন্ড সমযুক্তা নায়ারের পাঁচতারা হোটেল ‘দ্য লীলা’য় বসতে সঙ্গীতের অনুষ্ঠান ৷ আর গোটা অনুষ্ঠানের কোরিওগ্রাফি করছেন ফারহা খান ৷ এরপর মেহেন্দি অনুষ্ঠান হবে বান্দ্রায় সোনমের ৩৫ কোটি টাকার অ্যাপার্টমেন্টে ৷ আর বিয়ের আসর বসতে চলেছে সোনমের মাসি কবিতা সিংয়ের হেরিটেজ ম্যানশনে ৷ যেটি রয়েছে শাহরখের বাঙ্গলো ‘মন্নত’-এর খুব কাছেই ৷ শোনা যাচ্ছে ৫৫ হাজার স্ক্যোয়ার ফুট এলাকার উপর রয়েছে এই ম্যানশন ৷ আর সেই জায়গাটিকে দারুণ ভাবে সাজিয়ে তোলা হবে ৷
Location :
First Published :
April 22, 2018 5:26 PM IST