জমি নিয়ে ঝামেলায় মৃত্যু ১ যুবকের, আহত ৪
Last Updated:
জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের গন্ডগোলের জেরে মৃত্যু হল এক যুবকের ৷
#কোচবিহার: জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের গন্ডগোলের জেরে মৃত্যু হল এক যুবকের ৷ ঘটনায় আহত হয়েছেন এক বৃদ্ধা সহ আরও চার জন। ঘটনাটি ঘটেছে চোপড়া থানার সোনাপুর এলাকার চান্দাগছ গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম মহম্মদ মজিরুদ্দিন হক, বয়স ৩২ বছর। মৃতের বাড়ি চান্দাগছ গ্রামেই ৷
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই একটি জমি নিয়ে স্থানীয় বাসিন্দা তমরুল হুদার সঙ্গে মহম্মহ মজিরুদ্দিনের দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। শনিবার সন্ধ্যায় মজিরুদ্দিন ওই জমিতে চাষ করে বাড়িও চলে আসেন। রাতে তমরুল হুদা, নজরুল ইসলাম ও মহম্মদ ইজারুল আচমকা মজিরুদ্দিনের বাড়িতে চড়াও হয়ে তার পরিবারে লোকজনকে মারধর করতে শুরু করে ৷ সেইসময় তাদের বাধা দিতে গেলে মজিরুদ্দিনকে কুড়ুল দিয়ে আঘাত করে অভিযুক্তরা ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
advertisement
advertisement
চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয় বাসিন্দারা মজিরুদ্দিনের বাড়ি ছুটে আসলে ওই তিনজন সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয় মানুষেরা আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী।
মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত তিন ব্যক্তি। তাদের খোঁজে তল্লাশি চলাচ্ছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 30, 2016 11:59 AM IST