ক্যান্সার আক্রান্তদের চুল দান করে নজির গড়লেন রায়গঞ্জের তরুণী

Last Updated:

ক্যান্সার রোগীর জন্য অবলীলায় তার নিজের লম্বা চুল কেটে দান করলেন পরচুলা তৈরির জন্য।

#রায়গঞ্জ: কথায় বলে, মেয়েদের সৌন্দর্যের আসল রহস্যই নাকি লম্বা, ঘন চুল। তাই লম্বা ঘন চুল সব মেয়েরই পছন্দের। সেই চুলই যে কেউ স্বেচ্ছায় কেটে অন্যকে দান করতে পারেন, সে কথা হয়ত সত্যিই চট করে কোনও মেয়ের পক্ষেই ভাবাটা কঠিন। অবশ্য সেই কাজটাই করে দেখালেন রায়গঞ্জের বাসিন্দা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের দ্বিতীয় বর্ষের ছাত্রী বছর ২০-র জয়শ্রী দেবনাথ। ক্যান্সার রোগীর জন্য অবলীলায় তার নিজের লম্বা চুল কেটে দান করলেন ক্যান্সার পীড়িতদের পরচুলা তৈরির জন্য। ইতিমধ্যেই মুম্বইয়ের "মদত ট্রাস্ট" স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করে তাঁর কাটা চুল ক্যান্সার আক্রান্তদের দান করছেন তিনি।
কেমোথেরাপির ফলে ক্যান্সার আক্রান্তদের মাথার চুল সম্পূর্ণভাবে পড়ে যায়। ফলে শারীরিক ভাবে সুস্থ হয়ে উঠলেও মাথায় চুল না থাকায় মানসিকভাবে অনেকটাই দমে যান তাঁরা। হীনমন্যতায় ভোগেন। হেয়ার প্ল্যান্টেসনের সামর্থ্য সকলের না থাকায়, তা ও সম্ভব হয় না সকলের পক্ষে। ফলে মানসিকভাবে ভেঙে পড়তে থাকেন তাঁরা। ক্যান্সার আক্রান্তদের কথা মাথায় রেখে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা চুল সংগ্রহ করে তাঁদের মানসিকভাবে দৃঢ় করে তোলার কাজ করছেন। সে রকমই একটি সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন জয়শ্রী। প্রয়াস ক্ষুদ্র হলেও তার এই মহতী উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে "ফিনফিড" নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ওই স্বেচ্ছাসেবী সংস্থার অন্যতম সদস্য জয়শ্রী।
advertisement
এদিকে, নিজের মেয়ে চুল কেটে ক্যান্সার আক্রান্তদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগকে সর্বোতভাবে সমর্থন করেছেন জয়শ্রীর মা জয়ন্তী দেবী। মেয়ের এই মহতী কাজে তিনিও গর্বিত। চুলদাতা জয়শ্রী জানান, ব্যয়বহুল চিকিৎসার পরে হীনমন্যতায় ভোগা কোনও এক মহিলার বাকি জীবনটা হাসি-খুশী ভাবে কাটবে, এটা ভেবেই আনন্দ হচ্ছে। ছোট থেকেই ইচ্ছে ছিল মানুষের জন্য কিছু করব। আজ তা করতে পেরে খুবই ভালো লাগছে।
advertisement
advertisement
চিকিৎসক জয়ন্ত ভট্টাচার্য জানিয়েছেন, জয়তী যে এই গুরুত্বপূর্ন কাজটি করতে এগিয়ে এসেছে তার জন্য তাঁকে অভিনন্দন জানাই। তাঁর চুল অনেক ক্যান্সার আক্রান্ত রোগীদের কাজে লাগবে। এই ছাত্রী যে উদ্যোগ নিয়েছে, এটা দেখে অন্যদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। স্বেচ্ছাসেবী সংস্থার অন্যতম কর্নধার মোনালিকা দাস জানিয়েছেন, তাঁরা সমাজের জন্য বিভিন্ন কাজ করে থাকেন। তবে ক্যান্সার আক্রান্তদের চুল দান কোনদিন করেননি। জয়শ্রী তাঁদের কাছে চুল দান করার ইচ্ছা প্রকাশ করতেই সংস্থার প্রত্যেকেই তাঁর পাশে দাঁড়িয়ে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ক্যান্সার আক্রান্তদের চুল দান করে নজির গড়লেন রায়গঞ্জের তরুণী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement